10/06/2024
-স্কুলের খারপ ছেলেটার প্রেমে পরছিল মেয়েটা, যার কারনে সবাই তাকে পাগল ভাবতো।
-আজ থেকে ৫ বছর আগে ' হঠাৎ তাকে বলে উঠে আপনাকে ভালোবাসি।
সম্পর্কে জানো।
-তোমার সম্পর্কে আমার কোন জানার ইচ্ছে নাই। আমি তোমাকে বিয়ে করতে চাই
-আমি একটি খারাপ ছেলে! মেয়েদের ডিস্টাপ করি! কোন কাজ কর্মও করিনা।
-তবুও তোমাকে আমার চাই।
-কিন্তু।
-কোন কিন্তু না। আমি তোমাকে যা বলছি তাই হবে। নাকি আমাকে পছন্দ হয়নি তোমার,
-ঠিক আছে তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠাও বিয়ের সমন্ধে।
-ঠিক আছে?
তারপর
২ পরিবার মিলে তাদের বিয়ে দেয়,,,,,
মেয়েটা পরাশুনায় অনেক ভালো ছিলো! তাই হাসিব বলে ' মেয়েটা পরা শুনায় ভালো, তুমি পরাশোনা করো। আমি ব্যবসা করি।
-কিন্তু!
ছেলেটা ব্যাবসা করতে পারেনি কারন পরিবার দেয় নাই,,,
ছেলেটা সব সময় বলত -ঠিক আছে তুমি যা চাও তাই হবে।
-এই ভাবে দেখতে দেখতে বিয়ের আগে পরে সব মিলিয়ে ৫ বছর হয়ে গেলো,বিয়ের আগে রিলেশন করল সারে চার বছর আর বিয়ে র পর সংসার ৭ মাস,
-তাদের মধ্যে নেই কোন অহংকার ছিলনা দুজন দুজনকে ভালোবাসত,কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে আসে এক বড় ঝড় তারা হয়ত জানে না কখন কীভাবে তাদের সব ঠিক হবে,
পরিবার মেনে নেওয়ার পর তোমার নিখুঁত অভিনয় টা মানতে পারবে কিনা হয়ত সে জানেনা,,,,,,,
তবে মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসত আর মৃত্যুর আগ পযন্ত ভালোবাসবে😅