Desh O Probash দেশ ও প্রবাস

  • Home
  • Desh O Probash দেশ ও প্রবাস

Desh O Probash দেশ ও প্রবাস 【দেশ হোক প্রবাস,জীবন যেখানে যেমন】❤️

18/10/2023

#দুই_নারী চুরনি আটক।
চাঁদপুর শহরের একটি ভিলায়,দিনে দুপুরে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে! উপস্থিত পাবলিক গণধোলাই দেয়, পরে স্থানীয়রা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে।
#চাদপুর #বাংলাদেশ #নিউজ #আপডেট

কুয়েতের পাড়া মহল্লার রাস্তার  #ম্যান হোলের ডাকনায়  #ইজরাইল এর পতাকা একে,,, নিন্দা ও ঘৃনা পদর্শন করেছে,,,,
17/10/2023

কুয়েতের পাড়া মহল্লার রাস্তার #ম্যান হোলের ডাকনায় #ইজরাইল এর পতাকা একে,,, নিন্দা ও ঘৃনা পদর্শন করেছে,,,,

10/10/2023

সরাসরি ইসরায়েলকে কিভাবে প্রতিহত করা হচ্ছে,,,
ফিলিস্তিন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ,,বায়তুল মোকাদ্দাস কে আল্লাহ হেফাজত করুন আমিন,,
🇸🇩 war

10/10/2023

Allahu akbar,,
আল্লাহু আকবর,
ইসরায়েল এর যুদ্ধ হেলকপ্টার গুলোকে কিভাবে ধংশ করা হচ্ছে দেখুন,আলহামদুলিল্লাহ
🇵🇸 🥷✌️✌️✌️

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
25/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো। (২০০৭ এর থেকে মনে আছে সব কিছু)

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

17/09/2023

একদিন ৩ জন লোক সমুদ্রে বেরাতে গেলো!!🤔
একজন ভারতের 😉
একজন পাকিস্তানি 😍
একজন বাংলাদেশী 🫢
হঠাৎ এক দৈত্য পানির ভিতর থেকে ওঠে এলো!!👺
৩ জনেই ভিষন‌ ভয় পেলো অনেক কান্না করছে!!😭
ওদের কান্না দেখে দৈত্যের মনে মায়া লাগলো!!😍
দৈত্য বললো: আমি তোমাদের একটা করে সুযোক দিলাম!!😇
তোমরা পানিতে কিছু ফেলো আমি আনতে পারলে তোমাদের
খেয়ে ফেলবো😋
প্রথম ভারতীয় একটা বন্ধুকের গুলি ফেললো!!🧐
দৈত্য সেটা খুঁজে আনল অতঃপর দৈত্য তাকে খেয়ে ফেললো!!😋
দ্বিতীয় পাকিস্তানি পানিতে একটা সুই ফেললো!!🤫
দৈত্য সেটা খুঁজে আনলো অতঃপর তাকেও খেয়ে ফেললো!!😥
এবার বাংলাদেশির পালা সে পানিতে মুতে দিল!!😁
মুত পানিতে মিশে গেছে দৈত্য আর মুত আনতে পারলো না!!🤗
এভাবে সে বেছে গেছে!!🙂

15/09/2023
একটা দেশের বিমানবন্দরের সিকিউরিটি ব্যবস্থা কতটা উন্নত হলে একটা মানুষ পাসপোর্ট, বোর্ডিং পাস ছাড়া বিমানবন্দরের সকল গেট ক্র...
14/09/2023

একটা দেশের বিমানবন্দরের সিকিউরিটি ব্যবস্থা কতটা উন্নত হলে একটা মানুষ পাসপোর্ট, বোর্ডিং পাস ছাড়া বিমানবন্দরের সকল গেট ক্রস করে বিমানে উঠে বিমানের সিটে বসে থাকতে পারে একটু চিন্তা করেন তো। জ্বী স্মার্ট বাংলাদেশের স্মার্ট বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

ভাগ্য ভাল বিমানের যেই সিটে বাচ্চা বসছে সেই সিটে একজন যাত্রী ছিল। সেই যাত্রী এসে দেখে তার সিটে এই বাচ্চা বসে আছে। তারপর বিমানের লোকজন কন্ট্রোল করার পরে দেখে এই বাচ্চার কোন পাসপোর্টই নাই। সিট খালি থাকলে নিশ্চিত এই বাচ্চা ফ্লাই করতো।

আগামীতে বিসিএস পরিক্ষায় প্রশ্ন আসতে পারে স্মার্ট বাংলাদেশের প্রথম কোন স্মার্ট ব্যক্তি পাসপোর্ট ভিসা ছাড়া বিমানে উঠে বসেছিল?
উত্তর- গোপালগঞ্জের জোনায়েদ, বয়স ১২

07/09/2023

আমি এখন টিনের চালে,

05/09/2023

আরবি গাওয়া কিভাবে বানাতে হয়।
#আরবিগাওয়া

01/09/2023

আহ কি মধুর কন্ঠের মোনাজাত ❤️
মা'শা আল্লাহ
শেষ পর্যন্ত শুনুন,মনটা শীতল হয়ে যাবে!!

#প্রবাসী
#বাংলাদেশী #ওয়াজ।

পুলিশ নিহতে ঘটনায় ফেইসবুকে আলহামদুলিল্লাহ বলা যুবক গ্রেপ্তার! বিস্তারিত কমেন্টে,
01/09/2023

পুলিশ নিহতে ঘটনায় ফেইসবুকে আলহামদুলিল্লাহ বলা যুবক গ্রেপ্তার!
বিস্তারিত কমেন্টে,

Ka'ba in Macca 1880 #কাবাশরীফ   প্রবিত্র কাবা শরীফ ১৮৮০মা'শা আল্লাহ
31/08/2023

Ka'ba in Macca 1880
#কাবাশরীফ প্রবিত্র কাবা শরীফ ১৮৮০
মা'শা আল্লাহ

29/08/2023

নবী পাক (স) এর নিকট যেদিন আজরাইল (আ) আসলেন,,,,

29/08/2023

আমার দাদাও লু***চ্চা আছিলো ||
বানিতে, #সেফুদা

28/08/2023

বাবা সন্তানের ভালোবাসা 😰🥰🥲

Address


Telephone

+96560619357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh O Probash দেশ ও প্রবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh O Probash দেশ ও প্রবাস:

  • Want your business to be the top-listed Media Company?

Share