Lamia Imu's vlogs

Lamia Imu's vlogs Like, follow, and let's cook.

Indulge your culinary senses with our page dedicated to the art of cooking! ��Join us on a flavorful journey, where every post is a recipe waiting to be savored.we're here to inspire your kitchen adventures.

20/07/2025
ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
23/06/2025

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

চাঁদরাতে কর্তা সাহেব নীল পলিথিনে এই কলাগুলো নিয়ে বাসায় ফিরেছিলেন।আমি: এখন আবার কলা কিনে আনছো কেন? কে খাবে এইগুলা? আর ট...
23/06/2025

চাঁদরাতে কর্তা সাহেব নীল পলিথিনে এই কলাগুলো নিয়ে বাসায় ফিরেছিলেন।

আমি: এখন আবার কলা কিনে আনছো কেন? কে খাবে এইগুলা? আর টাকা দিয়ে মানুষ বুঝি এমন কলা কেনে?

তাঁর হাসি মুখের সহজ সরল উত্তর: কলাওয়ালারা বাড়ি যাবে না বুঝি?

এক লাইনের একটা বাক্য অথচ কতটা মুগ্ধতায় ভরা! (সুবহানাল্লাহ, মাশাআল্লাহ)। চোখে পানি চলে এসেছে আমার!

শুধু কলা নয়, মাঝে মাঝে এমন সব সবজি, তরকারি কিনে আনে যেসবের চেহারা দেখলেই বোঝা যায় সবজিটা কেবল নিজেদের খাওয়ার স্বার্থেই কেনে নি,
সবজির মালিকের প্রতি এহসান করে আধা নষ্ট, অসুন্দর সবজিটাই চড়া দামে কিনে এনেছে কেবল রবকে খুশি করার আশায়!

ঝাপসা চোখে আমার রবের কাছে আর্জি, এই মানুষটাকে সারাজীবন যেন এমনই রাখেন, রবের জান্নাত যেন তাঁর এসব মুগ্ধ করা গুণাবলীর উপযুক্ত পুরস্কার হয়, আর আমাকে বানান তাঁর জান্নাতের সঙ্গী।

আ-মীন ইয়া রব।

বাসায় তৈরি হালিম 😋😋
23/06/2025

বাসায় তৈরি হালিম 😋😋

নাগা চিকেন উইন্স রেসিপি
23/06/2025

নাগা চিকেন উইন্স রেসিপি

কথা সত্য
23/06/2025

কথা সত্য

23/06/2025

good evening❤️‍🔥

10/02/2024

রামগড় রাবার বাগান ট্যুর🌿 #খাগড়াছড়ি 🌳👌

10/02/2024

মাশাল্লাহ কত কথা বলে..🌹🌹 ...

10/02/2024

Cute,👌😘, baby

10/02/2024

ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে❤️

08/02/2024

ভাতের এই রেসিপিটা কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানান।❤️👌 ..

Address

Feni
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lamia Imu's vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lamia Imu's vlogs:

Share