তাওহীদি জনতা Tawhidi people

তাওহীদি জনতা  Tawhidi people জন্মভূমি অথবা শাহাদাতের মৃত্যু

আমি আপনাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই,
আমি সব সময় চেষ্টা করি, সাময়িক উপযোগী কন্টেন্ট আপনাদের উপহার দিতে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন,
ইনশাআল্লাহ

“তু'ফা'নুল আ'কসা” শুরু হওয়ার আগে একটি ভাষণে আবু ইব্রা'হিম সি'//ন/ও/'য়ার (রা.) বলেছিলেন: “আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে...
15/06/2025

“তু'ফা'নুল আ'কসা” শুরু হওয়ার আগে একটি ভাষণে আবু ইব্রা'হিম সি'//ন/ও/'য়ার (রা.) বলেছিলেন:
“আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে, আসন্ন যু**দ্ধ পৃথিবীর চেহারা বদলে দেবে। কারণ এটি হবে একটি আঞ্চলিক এবং ধর্মীয় যু**দ্ধ, যা কাঁচা-পাকা সবকিছুকে ভ'''স্ম করে দেবে।”
যখনই পৃথিবী কেঁ''পে উঠবে এবং চারিদিকে যু**দ্ধের দা*মামা বাজবে, সেসময় স্মরণ রেখো ই*য়া'হি*ই'য়া সি//ন'ও*য়া'র (রা.) তোমাকে স'ত'র্ক করেছিল-

“তুমি পছন্দ করো বা না করো, তু'ফান তোমার কাছে পৌঁছাবেই।”
👉তাওহীদি জনতা Tawhidi people

05/06/2025

খতীব মহোদয়গণ!
আগামীকাল জুমায় ও পরদিন ঈদগাহে মিল্লাতে ইব্রাহিমের স্মৃতিচারণের ঐতিহাসিক মুহূর্তে সূরা মুমতাহিনার ৪নং আয়াতের আলোকে লা-শরীক আল্লাহর তাওহীদের বার্তা ছড়িয়ে দিন।

আর ২০ টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দির প্রতিস্থাপনের বিরুদ্ধে দীপ্ত কন্ঠে আওয়াজ তুলুন এবং এটি ব্যবহার না করতে জনগণকে উৎসাহিত করুন।

আমরা ধর্ম ও দেশের পক্ষে এবং ধর্মবিদ্বেষী ও দেশ বিরোধীদের বিপক্ষে।

ঐক্যের একমাত্র ভিত্তি ‘তাওহীদ’। এটা ব্যতীত অন্য কোনো কিছুর ভিত্তিতে ঐক্য হতে পারে না। যদি হয় তাহলে সেটা হবে আত্মপ্রবঞ্চ...
02/06/2025

ঐক্যের একমাত্র ভিত্তি ‘তাওহীদ’। এটা ব্যতীত অন্য কোনো কিছুর ভিত্তিতে ঐক্য হতে পারে না। যদি হয় তাহলে সেটা হবে আত্মপ্রবঞ্চনা, দ্বীনের প্রতি গাদ্দারী এবং ইনসাফের পথে চলার ক্ষেত্রে ধ্বংসাত্মক।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনঃ বলো, হে আহলুল কিতাব! এমন এক কথার দিকে আসো, যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তা এই যে, আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদাত করবো না এবং কোনো কিছুকে তাঁর শরীক করবো না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবো না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে, আমরা মুসলিম (আত্মসমর্পণকারী)।
সূরাহ আলী-ইমরান ৩: আয়াত ৬৪

অপরদিকে, যারা ‘তাওহীদ’কে অস্বীকার করে — কাফির, মুশরিক, মুনাফিক — তাদের জীবনে কোনো স্থায়ী নৈতিক মানদণ্ড নেই। তাদের ‘ঐক্য’ আসলে কৃত্রিম এবং সুযোগসন্ধানী। কখনো ‘৭১-এর চেতনা’, কখনো ‘জুলাইয়ের চেতনা’, কখনো ‘মানবতা’র মুখোশ — তারা একের পর এক ‘ঐক্যের ভিত্তি’ তৈরি করে এবং আবার ভেঙে ফেলে। কারণ তাদের ঐক্য আল্লাহর দিকে নয়, বরং নিজেদের স্বার্থ, গৌরব, জাতি, ভাষা বা ভিন্ন কোনো মানদণ্ডের দিকে।

কিন্তু মুসলিমদের এসব ভিত্তির দরকার কী? আমরা তো এমন এক উম্মাহ — যাদের রব এক, কিবলা এক, কিতাব এক, রাসূল এক, দীন এক। তাহলে কেন আমরা ঐক্যের জন্য দ্বীন ছাড়া অন্য কিছু খুঁজবো?

তাই, মুসলিম উম্মাহর জন্য একমাত্র মুক্তির পথ — তাওহীদের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা।
তাওহীদি জনতা Tawhidi people

নতুন ছয় ডিজাইনের নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে— ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক ন...
02/06/2025

নতুন ছয় ডিজাইনের নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে— ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট...
এগুলো কে আপনি কিভাবে দেখছেন

তাওহীদি জনতা Tawhidi people

02/06/2025

মুফতি হান্নান রাহিমাহুল্লাহকে মিথ্যে মামলার চুড়ান্ত রায়ের আগেই তড়িঘড়ি করে ফঁ|সিতে ঝোলানো হয়েছিল!

–মুফতি ফখরুল ইসলাম হাফি.

আমরা এক কিবলার মানুষ, এক আস্থার ধ্রুবতারা!তাওহিদের বাঁধনে গাঁথা—এই বন্ধন ছিন্ন হবার নয়।মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ...
01/06/2025

আমরা এক কিবলার মানুষ, এক আস্থার ধ্রুবতারা!
তাওহিদের বাঁধনে গাঁথা—এই বন্ধন ছিন্ন হবার নয়।
মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু উম্মাহর চেতনায় আমরা একই কাতারে।
ভেদ নয়, ঐক্যই আমাদের পরিচয়!

Copy:... Abdul Hi Muhammad Saifullah হাফিজাহু:

01/06/2025

আমরা যে তাও'হীদি অঙ্গন বলি এগুলোর অভ্যন্তরীণ কিছু ব্যাপারে আপনাদের ধারণা দেই।

- মুখে শ'রীয়াহ চাই এটা বললেও এখানে অনেক মতাদর্শ আছে৷
১. একটা ভাগ জি'হাদের জজবা রাখে৷ জি'হা'দ না করতে পারার আফসোস ও অনুশোচনা করে৷ সর্বদা চায় উম্মাহর বিজয় জি'হা'দের মাধ্যমেই।
২. আরেকটা ভাগ জি'হাদ বিমুখ। ইনডাইরেক্টলি জি'হা'দ কে এড়িয়ে যায়৷ নানা কর্মকাণ্ড কে জি'হা'দের ব্যাখ্যায় ও দাবীতে রিপ্লেস করে৷

৩. আরেকটা ভাগ আছে সবার সাথেই মুখে মুখে আছে। জি'হা'দ এর পক্ষেও ফ্যান্টাসি দেখায়৷ আবার অন্য কিছুকেও। তারা মূলত কোনো পক্ষেই নেই। এরা হলো কমফোর্ট জোন পক্ষ৷

৪. আরেকটা ভাগ আছে না মানহাজ ক্লিয়ার করবে৷ না মানহাজ আকড়ে ধরবে৷ সোশাল হতে সব কিছুতে এটেন্ড করবে৷ এরা এমন আসনে বসে থাকে মানুষ ভাবে এরাই আগামীর বিপ্লব করবে৷ মুক্তির ঘোষণা দিবে৷
অথচ এদের সীমাবদ্ধতা এরাও জানে৷ কিন্তু এরা এমন হীনমন্যতা চেপে রাখে। না জি'হা'দ কে হাইলাইট করবে৷ না এরা তাদের সাথে প্রজন্ম কে পরিচয় করে দিবে যারা জি'হা'দ কে উজ্জীবিত করতে চায়।

এরা এভাবেই অস্পষ্ট থেকে প্রজন্মের মুকুট হয়ে আছে৷ যদিও উম্মাহর সংকটে তাদের ভূমিকা অতুলনীয়।

৫. আরেকটা ভাগ আছে শাইখ পূজারী৷ ব্যক্তি অন্ধ৷ যারা সব জায়গায় নেতৃত্ব ও কর্তৃত্ব বিস্তার চায়। ক্রেডিট চায়। আর পেছনে সমালোচনা করে। কারো কাজ দেখলে হিংসা থেকে বিরোধিতা করে৷

৬. আরেকটা ভাগ আছে ফ্রন্ট লাইনে নিরলস মেহনত করে যাচ্ছে বিশুদ্ধ মানহাজ আলোকে৷ যারা সর্বদাই সূরা তাওবার আমলে প্রভাবিত। যারা স্বপ্ন দেখে পূর্ণাঙ্গ রোডম্যাপ অনুযায়ী বিজয়ের৷ যারা চায় মোল্লা উম'রদের পদাঙ্ক অনুসরণ করতে। তাদের সলিড কর্মকাণ্ড ইখলাসের সাথেই হয়৷

৭. আরেকটা ভাগ আছে গু'রাবা টাইপের। যাদের ইখলাস আছে৷ নানা প্রতিবন্ধকতায় তারা সীমিত আকারে আগায়। তারা যেমন দাওয়াহ ফিল্ড কে গুছায়। সাথে এমন কাজ করে যারা তাদের দাওয়াহ পেয়ে ময়দানে খাস কাজের আঞ্জাম দিতে চায়৷

পরিশেষে এটাই বলব খুব অল্প সংখ্যক লোক ইখলাসের হয়৷ সবসময় ইস্তেগফার ও দুরুদের আমল করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেনো ইখলাসের পথে রাখে৷

আর বিবেক কে যেনো ন্যায়ের পাল্লায় রাখে৷

বিপ্লবী তারকা
31/05/2025

বিপ্লবী তারকা

31/05/2025

ইন্না-লিল্লাহ
ঢাকা সিলেট হাইওয়েতে একটি গরু ভ'র্তি ট্রা'ক উ/ল্টে গিয়ে কয়েকটি গরু ট্রাকের নিচে চা/পা পড়ে গেছে 😭🤲

এইসবের জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে। এইসব চলতে থাকলে, বিএনপির জনপ্রিয়তা জিরোতে নেমে আসবে।আওয়ামী লীগের চরিত্র লোকে বি...
31/05/2025

এইসবের জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে।

এইসব চলতে থাকলে, বিএনপির জনপ্রিয়তা জিরোতে নেমে আসবে।

আওয়ামী লীগের চরিত্র লোকে বিএনপির মধ্যে দেখতে চায় না, এমন হলে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে।

জাতীয়তাবাদী দলের প্রচুর সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার করার মানুষ নাই।
তারেক রহমানের নির্দেশনা কেউ মানতেছে না।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when তাওহীদি জনতা Tawhidi people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাওহীদি জনতা Tawhidi people:

Share