02/06/2025
ঐক্যের একমাত্র ভিত্তি ‘তাওহীদ’। এটা ব্যতীত অন্য কোনো কিছুর ভিত্তিতে ঐক্য হতে পারে না। যদি হয় তাহলে সেটা হবে আত্মপ্রবঞ্চনা, দ্বীনের প্রতি গাদ্দারী এবং ইনসাফের পথে চলার ক্ষেত্রে ধ্বংসাত্মক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনঃ বলো, হে আহলুল কিতাব! এমন এক কথার দিকে আসো, যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তা এই যে, আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদাত করবো না এবং কোনো কিছুকে তাঁর শরীক করবো না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবো না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে, আমরা মুসলিম (আত্মসমর্পণকারী)।
সূরাহ আলী-ইমরান ৩: আয়াত ৬৪
অপরদিকে, যারা ‘তাওহীদ’কে অস্বীকার করে — কাফির, মুশরিক, মুনাফিক — তাদের জীবনে কোনো স্থায়ী নৈতিক মানদণ্ড নেই। তাদের ‘ঐক্য’ আসলে কৃত্রিম এবং সুযোগসন্ধানী। কখনো ‘৭১-এর চেতনা’, কখনো ‘জুলাইয়ের চেতনা’, কখনো ‘মানবতা’র মুখোশ — তারা একের পর এক ‘ঐক্যের ভিত্তি’ তৈরি করে এবং আবার ভেঙে ফেলে। কারণ তাদের ঐক্য আল্লাহর দিকে নয়, বরং নিজেদের স্বার্থ, গৌরব, জাতি, ভাষা বা ভিন্ন কোনো মানদণ্ডের দিকে।
কিন্তু মুসলিমদের এসব ভিত্তির দরকার কী? আমরা তো এমন এক উম্মাহ — যাদের রব এক, কিবলা এক, কিতাব এক, রাসূল এক, দীন এক। তাহলে কেন আমরা ঐক্যের জন্য দ্বীন ছাড়া অন্য কিছু খুঁজবো?
তাই, মুসলিম উম্মাহর জন্য একমাত্র মুক্তির পথ — তাওহীদের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা।
তাওহীদি জনতা Tawhidi people