আপডেট বাংলাদেশ : Updatebangladesh.com

আপডেট বাংলাদেশ : Updatebangladesh.com সবার আগে সত্য সংবাদ।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
12/02/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

12/02/2025
জনমত জরিপ❤️  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ...
03/02/2025

জনমত জরিপ❤️

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়ি প্রায়শই সাংস্কৃতিক আইসিও হয়ে ওঠে

সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো।   সম্পর্কে দশটি অজানা তথ্য 1. প্রতিষ্ঠা ও ইতিহাস: BMW, Bayerische Motoren Werke AG,...
16/09/2024

সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো।


সম্পর্কে দশটি অজানা তথ্য

1. প্রতিষ্ঠা ও ইতিহাস: BMW, Bayerische Motoren Werke AG, 1916 সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিন তৈরি করেছিল। কোম্পানিটি 1920-এর দশকে মোটরসাইকেল উৎপাদনে এবং শেষ পর্যন্ত 1930-এর দশকে অটোমোবাইলে রূপান্তরিত হয়।

2আইকনিক লোগো: BMW লোগো, প্রায়ই "রাউন্ডেল" হিসাবে উল্লেখ করা হয়, একটি কালো রিং থাকে যা নীল এবং সাদার চারটি চতুর্ভুজকে ছেদ করে। এটি বিমান চালনায় কোম্পানির উৎপত্তিকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি পরিষ্কার নীল আকাশের বিপরীতে একটি ঘূর্ণায়মান প্রপেলারের প্রতীক।

3প্রযুক্তিতে উদ্ভাবন: BMW স্বয়ংচালিত প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি 2013 সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, BMW i3 প্রবর্তন করে এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (ADAS) এবং হাইব্রিড পাওয়ারট্রেন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে।

4পারফরম্যান্স এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে BMW এর একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে, বিশেষ করে ট্যুরিং কার এবং ফর্মুলা 1 রেসিংয়ে। ব্র্যান্ডের এম বিভাগ তাদের নিয়মিত মডেলের উচ্চ-পারফরম্যান্স ভেরিয়েন্ট তৈরি করে, যা তাদের নির্ভুল প্রকৌশল এবং আনন্দদায়ক ড্রাইভিং গতিবিদ্যার জন্য পরিচিত।

5বিশ্বব্যাপী উপস্থিতি: BMW একটি বিশ্বব্যাপী স্বয়ংচালিত কোম্পানি

6. বিলাসিতা এবং ডিজাইন: বিএমডব্লিউ হল বিলাসবহুল এবং স্বতন্ত্র ডিজাইনের সমার্থক, অত্যাধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে এমন যানবাহন তৈরি করে।

7টেকসই অভ্যাস: BMW তার যানবাহনে পরিবেশ-বান্ধব উপকরণ এবং উত্পাদন প্রক্রিয়াগুলিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি BMW i4 এবং iX-এর মতো মডেলগুলির সাথে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তিকে উন্নত করার জন্য স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

8গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশে সহ বিশ্বব্যাপী অসংখ্য উত্পাদন সুবিধা পরিচালনা করে, বিশ্বব্যাপী নাগাল এবং স্থানীয় উত্পাদন নিশ্চিত করে।

9ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত BMW ব্র্যান্ডের পাশাপাশি, কোম্পানিটি MINI এবং Rolls-Royce-এর মালিক, যা স্বয়ংচালিত রুচি এবং বিলাসবহুল সেগমেন্টের বিভিন্ন পরিসরে সরবরাহ করে।

10. সাংস্কৃতিক প্রভাব: BMW-এর যানবাহনগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, ফাই-তে বৈশিষ্ট্যযুক্ত

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বয়স্ক বিধবার সৎকার আটকানোর অভিযোগ।ডেস্ক রিপোর্টঃ বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত শ্যাম শীলে...
07/04/2024

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বয়স্ক বিধবার সৎকার আটকানোর অভিযোগ।
ডেস্ক রিপোর্টঃ
বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত শ্যাম শীলের স্ত্রী গতকাল রাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাতেই বাকেরগঞ্জ নিজ বাসভবনে এসে পৌছায় মৃত্যুর মরদেহ।
কিন্তু সকাল হতেই বিপাক বাজে মৃত্যুর সৎকার করা নিয়ে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি বিক্রম শীল আটকে দেয় বিধবা বয়স্ক মহিলার সৎকার করা।
বর্তমানে ঘটনা স্থানে পুলিশ উপস্থিত থেকে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনা স্থানে গিয়ে জানাজায় বিক্রম শীল বর্তমান সংসদ সদস্যর রাজনীতির সাথে যুক্ত।

বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল জহিরুল ইসলামযশোর জেলা প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছা উপজেলায় গ্রামের মাঠে-ঘাটে, গাছে-গাছে জাতী...
21/01/2024

বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল

জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্রামের মাঠে-ঘাটে, গাছে-গাছে জাতীয় পাখি দোয়েলসহ বিভিন্ন ধরনের পাখি দেখা গেলেও কালের বিবর্তনে এখন আর চিরচেনা পাখির দেখা মেলে ভার। পাখির কলরবে মুখরিত গ্রাম এখন প্রায় পাখি শূন্য। বন-জঙ্গলের অপরূপ দৃশ্যপট এখন বদলে গেছে। পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার, পাখির বিচরণ ক্ষেত্র, খাদ্য সঙ্কট আর জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রায় বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েলসহ আমাদের দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি।

ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামের ছিদ্দিক মোড়ল বলেন, কয়েক বছর আগেও মানুষের ঘুম ভাঙতো পাখির ডাকে। পাখির কলকাকলিই বলে দিত এখন সকাল, শুরু হয়ে যেতো আমাদের কর্মব্যস্ততা। কিন্তু দিন দিন পাখির ডাক হারিয়ে যাচ্ছে, এখন গাছ-গাছালিতে আর পাখির ডাক নেই। আমাদের দেশের ঐতিহ্য ও শিল্পচর্চার সাথে পাখির যে যোগ, তা অস্বীকার করার কোনো উপায় নাই। সরেজমিনে ঝিকরগাছা উপজেলার বর্ণি, টাওরা, সৈয়দপাড়া, আজমপুর, বল্লাসহ বিভিন্ন গ্রামের প্রবীণদের সাথে কথা বললে তারা জানান, পাখির কিচিরমিচির শব্দে শিহরণ জাগানো সেই সুর এখন আর শোনা যায় না। সকাল, দুপুর ও সন্ধ্যায় বাঁশের ঝাড়, আমের বাগান, বাড়ির ছাদে যেসব পাখি সব সময় দেখা যেত, ওই পাখি এখন আর চোখে পড়ে না। তবে কম সংখ্যক ঘুঘু, কাক, মাছরাঙ্গা ইত্যাদি পাখি গ্রামে বিভিন্ন জায়গায় দেখা গেলেও জাতীয় পাখি দোয়েল তেমন আর চোখে পড়ে না। পাখি প্রিয় অনেক সৌখিন মানুষের বাড়ির খাঁচায় বন্দি করে কয়েক প্রজাতির পাখি পালন করতে দেখা যায়।দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম পাখি দেখতে পায় না, তারা তো অনেক পাখি চেনেই না। তাছাড়া শিকারিদের দৌরাত্ম্যে পাখিশূন্য হয়ে যাচ্ছে বনাঞ্চল। তাই বাধ্য হয়ে পাখি প্রেমীরা বাড়িতে বিভিন্ন প্রজাতির পাখি পালন করতে বাধ্য হচ্ছেন। যাতে নতুন প্রজন্ম পাখি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে।
পাখির আবাসস্থল গাছ কাটার প্রভাব, ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, বনাঞ্চল উজাড়, পাখি শিকার, পাখির মাংশের ব্যবসা ইত্যাদি কারণে অনেক পাখিই এখন বিলুপ্তির পথে বলে মনে করছেন সমাজের সচেতন মানুষরা। বিভিন্ন মৌসুমে পাখি শিকার এবং পরিবেশের ব্যাপক পরিবর্তনের কারণে অনেক পাখিই চলে যাচ্ছে অন্যত্র। পাখি শিকার বন্ধ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা সচেতন মহলের।

23/12/2023

বাকেরগঞ্জে আওয়ামীলীগের প্রতিক নৌকাকে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করলেন দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক-
বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করলেন উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার। এনিয়ে উপজেলা আওয়ামী লীগে ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ফুঁসে উঠেছে। তাদেরে এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভ নিতে পারে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের... বাজারে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে কটুক্তিসহ দলের প্রতি বিষোদগার করেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হলে দুর্গপাশা ইউনিয়ন আওয়ামী লীগসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন।

স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার বলেন, শামসুল আলম চুন্নু সাহেব স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি নেত্রী নির্দেশিত, নেত্রী ঘোষনা করেছেন টিভি দেখেছেন পত্রিকায় দেখেছেন। আওয়ামী লীগ সমর্থিত। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের বাকেরগঞ্জে যে নৌকাটা দিয়েছে, আপনারা গ্রামে দেখেন না যে নৌকা বানায়। একটা নৌকা বানাইতে হইলে পরিপূর্ণভাবে দাড় লাগবে, বৈঠা লাগবে, মাঝি লাগবে, মাল্লা লাগবে। বাকেরগঞ্জে নৌকার মাঝি আছে, নৌকাডা আছে, মাল্লাও নাই, দাড় নাই, বৈঠাও নাই, বাদামও নাই।
উলঙ্গ নৌকা!
কি নৌকা। উলঙ্গ নৌকা!
এডা কি পরিপূর্ণ নৌকা হইছে?

বাকেরগঞ্জের...
কি কথা সত্যি বলছি না মিথ্যা বলছি? কেন ওনার কাছে (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারল অবঃ আবদুল হাফিজ মল্লিককে উদ্দেশ্য করে) উলঙ্গ নৌকার মাঝি। কেন উনি বসে আছেন হাল ধরে জোয়ার ভাটায় যেখানে যায় ওনার কিছু আসে যায় না। আর আমরা দাড়, বাদাম, মাল্লা নিয়া আমরা নৌকার অচল অবস্থা দেখে প্রাণ বাঁচানোর জন্য ট্রাকে উঠে পড়েছি। উপযুক্ত ড্রাইভারের মাধ্যমে এই ট্রাক আমাদেরকে দাড় বৈঠা নিয়া শেখ হাসিনার কাছে বইলা আসবো আপনি যাকে নৌকা দিছেন উনি ভুলে এই মাঝি মাল্লা বাদাম ফালাইয়া হুদা নৌকা নিয়া আমাদেরকে ফেলে গেছে। আপনি একটু বাইয়া সাঁতরাইতে যান দেখা হবে ৮ তারিখে (হুমকির শুরে) সকলের সাথে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাকুয়া বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার সাহেব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি। তিনি তার এ কটুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হানিফ তালুকদারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট দাবি জানান।

পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা। ট্রাক মার্কা আওয়ামী লীগের কোন দলীয় প্রতীক নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তিনি কোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেননি। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ট্রাক মার্কার সমর্থনে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি শেখ হাসিনার নৌকা প্রতিকে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আশা করছি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে অচিরেই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সিকদার বলেন, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের মার্কা। যিনি আওয়ামী লীগের রাজনীতি করেন (হানিফ তালুকদারকে উদ্দেশ্য করে), এমন কি আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা নিয়ে ইউপি নির্বাচিত হয়েছেন। কোন কিছুতেই তিনি এ প্রতীককে নিয়ে কটুক্তি করতে পারেন না। তিনি ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদারের "উলঙ্গ নৌকা" বলে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাকেরগঞ্জের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের এ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট বাংলাদেশ : Updatebangladesh.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপডেট বাংলাদেশ : Updatebangladesh.com:

Share