বিষাদসিন্ধু - Bishadsindhu

বিষাদসিন্ধু - Bishadsindhu বাতায়নে মম উচ্ছ্বসিত আবেগ। প্রেমিকের নির্লিপ্ত কথনে আমি উন্মাদ বেগ!

17/09/2023

A good smoker is a good kisser.🫰

19/07/2023

চলো পদ্মার পাড়ে ঘর করি,
ঢেউ এসে উপচে পরুক ঘর জুড়ে, ঝড় আসুক প্রবলবেগে উড়িয়ে নিয়ে যাক ঘড়ের চালা,, সাথে করে নিয়ে যাক তোমার আমার মান অভিমানের ডালা,, ভীত কন্ঠে কম্পিত পায়ে নতুন আশ্রয় খুঁজি একসাথে,,
চলো ঘড়টা এবার পদ্মার পাড়েই করি।

©সৈকত বিশ্বাস

04/07/2023

এই যে আমারে ছাইড়া গেলা, যাও। আমি সব টাকা একখানে কইরা পাচ তালা বিল্ডিং দিব। সব ফ্ল্যাটে ব্যাচেলরেট মেয়েদের উঠাব! তারা বারান্দায় ফুল গাছ লাগাবে! ছাদে উঠে বৃষ্টিতে ভিজবে! আমি তাদের এস্থেটিক ছবি তুলে দেব! বারান্দায় কাপড় মেলবে! আমি পাহারা দেব! মাঝে মাঝে পানির লাইন, কারেন্টের লাইন ইচ্ছে করে বন্ধ করে দিব! এরপর নীচে বইসা থাকব, সাজ্জাদ ভাই'র মত। তারা আসবে, রিকুয়েষ্ট করবে, আমি মিথ্যে মেরামত করে হিরো হব! প্রেমিকেরা ঘুরঘুর করবে বাসার সামনে, আমাকে আইসা সালাম দেবে, আমি জবাব দেব না! আমি চেয়ারে বসে বিড়ি ফুকব, একরাশ বিরক্তি নিয়ে দেখব আর তোমারে অভিশাপ দেব! আমারে ছাইড়া গেলা না? দেইখো আমি কি করি...

©Copy

28/06/2023

Nick and Noah's chemistry being everything ♾️❤️

🎥: Culpa mia/My fault

© Barnali

17/06/2023

পিছনে পিছনে ঘুরছো অথচ পাত্তা পাচ্ছো না, মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই করছে না , মুগ্ধচোখে তাকিয়ে আছো রোজ অথচ আড়চোখে একবার তাকানোরও সময় নেই তার-

আসলে এতসব খেয়াল করে কয়েকশো রাত মন খারাপ করে কাটিয়ে দেওয়ার জন্য জীবন বড্ড বেশি ছোট ।

যেটুকু সময় পার করে এসেছি জীবনে, একটা সোজা-সাপ্টা সহজ অংক কষতে শিখে গেছি ৷

'আমারে ছাড়া যার চলবে,তারে ছাড়া আমারও চলবে৷'

জীবনের সংকল্প ঠিক থাকলে মানুষের বিকল্প মানুষ এসে তোমার দরজায় কড়া নাড়বেই....

'আলোকশূন্য নক্ষত্র'

Love is composed of a single soul inhabiting two bodies.
26/05/2023

Love is composed of a single soul inhabiting two bodies.

22/05/2023

“এক একটা স্পর্শ কিংবা গন্ধ অথবা চাহনি আছে যা মুহূর্তেই সমস্ত পলেস্তারা খসিয়ে হাঁ করে দেয় গাঁথুনিকে । এক মুহূর্তে ঠেলে নিয়ে যায় সেখানে যেখানে স্মৃতি থাকে মুখ বুজিয়ে”

(রুদ্রায়ণ ~ সমরেশ মজুমদার)

21/05/2023

❤️❤️

20/05/2023

"যে ছেড়েছে, তাকে ছুঁড়ো। তাকে দেখিয়ে দিতে হলেও অন্তত নিজেকে তৈরি করো। কারণ- যে তোমার হতে পারেনি। সে সবটা দিয়ে উজার করে অন্যের হতে পারবে, সে কথারও বা গ্যারান্টি কী?"

(ডিপ্রেশন ~ আদিব সালেহ)

19/05/2023

দীর্ঘদিন সিগারেট খেলে সিগারেট চেনা যায়।
একটান দিলেই বুঝে যাবেন, এটি ডেম সিগারেট। দীর্ঘদিন, আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায়।

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না।

_জুনায়েদ ইভান

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষাদসিন্ধু - Bishadsindhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category