Asif Waz

Asif Waz ইসলামের পথে আসো। সদা সর্বদা সত্যের পথে চলো। আমরা সর্বদা সত্য পথে আছি এবং থাকবো।।
(2)

জুমা মোবারক ❤️
09/05/2025

জুমা মোবারক ❤️

08/05/2025

মিথ্যা অপবাদ আগে এলে ভয় পেতাম, এখন খুশি হই।
এটাই আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা।
কারণ এখন জানি—মিথ্যা অপবাদ এলেই মুখোশধারী মানুষগুলো চিনে ফেলি।
এতে আমার ভবিষ্যৎটা আরও পরিষ্কার হয়।
সময়ই প্রমাণ করে—আপন মুখে যারা ছিল, তারা অনেকেই ছিল ক্ষতি করার জন্য মুখোশ পরে থাকা চরিত্র।
যাদের ভাবতাম সবচেয়ে আপন, বাস্তবতা ছিল একেবারেই উল্টো।

মিথ্যা অপবাদ না এলে এদের আসল রূপ বের হতো না,
আর আমি হয়তো তাদের ওপর ভরসা করেই আরও বড় ক্ষতির মুখে পড়তাম।
আল্লাহ অপবাদের মাধ্যমে আমাকে রক্ষা করেছেন,
মনে হয়, তিনি নিজেই এসব মানুষদের মুখোশ খুলে দিয়েছেন।

অপবাদে হয়তো মানুষ হাসে, চোখ রাঙায়—আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজে, আপনাকে ছোট করতে প্রাণপণ চেষ্টা করে,
কিন্তু সে অপবাদেই আপনার ইজ্জত বেড়ে যায়,
আর গাদ্দারদের আসল মুখ সবার সামনে আসে।

তাই সবর করুন, ভেঙে পড়বেন না।
আল্লাহ আপনার সঙ্গে আছেন, তিনিই যথেষ্ট।

✍️আবরারুল হক আসিফ✍️

হতাশা নয়, আশার পথে চলি!জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো কখনো মনে হয় সব পথ বন্ধ। কিন্তু ...
27/04/2025

হতাশা নয়, আশার পথে চলি!

জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো কখনো মনে হয় সব পথ বন্ধ। কিন্তু মনে রাখুন, হতাশা আমাদের সবচেয়ে বড় শত্রু।
গঠনমূলক চিন্তা এবং ইতিবাচক মনোভাব আমাদের সবচেয়ে বড় শক্তি।
আজ থেকেই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন। ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু থেমে যাবেন না।
আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। প্রতিটা নতুন দিন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
চলুন, হতাশাকে বিদায় জানিয়ে গড়ে তুলি আলোকিত আগামীকাল!

✍️আবরারুল হক আসিফ ✍️

Mojo  মানুষের আবেগ নিয়ে খেলে 😐৬০ টাকার Mojo এখন ১১০ টাকা করে 😵এটাই বাংলাদেশ 😥
12/04/2025

Mojo মানুষের আবেগ নিয়ে খেলে 😐
৬০ টাকার Mojo এখন ১১০ টাকা করে 😵
এটাই বাংলাদেশ 😥

10/04/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ❤️

Address

Barisal

Telephone

+8801889542380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif Waz:

Share