31/10/2025
সুদা নের উত্তর দার ফুরের শহর এল-ফা শারে বেসামরিক জনগণের ওপর চালানো নৃ শংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমি রাত (ইউএই)।
একই সঙ্গে দেশটি যু দ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে মানবিক ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউএই–এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবুশাহাব বলেন,
এল-ফাশারে বেসামরিকদের ওপর এই নৃশংস হাম লা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যারা এসব অপরাধের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
তিনি আরও আহ্বান জানান,
যু দ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন পুরোপুরি মেনে চলতে হবে—মানবিক করিডোর ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে এবং দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে।