অনুভূতি

অনুভূতি পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা।🥀🥀
(31)

07/12/2025

রাসুল (ﷺ) বলেছেন:
“আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং মানুষের কল্পনাতেও আসেনি। ゚viralシfypシ゚viralシ
— সহিহ বুখারি ও মুসলিম

04/12/2025

যাকে সবচেয়ে বেশি চাই, সে-ই একদিন দূরে সরে যায়—কারণ ভালোবাসা যত গভীর হয়, বিদায়ও ততটাই নির্মম হয়।

রাসুল ﷺ বলেছেন—"সদা সত্য কথা বলো, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতে পৌঁছে দেয়।"(সহিহ বুখারি)
04/12/2025

রাসুল ﷺ বলেছেন—
"সদা সত্য কথা বলো, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতে পৌঁছে দেয়।"
(সহিহ বুখারি)

Let's go
02/12/2025

Let's go

মানুষকে আমি ঠিক যেমনটাই কল্পনা করেছিলাম,জীবন আমাকে তার ঠিক উল্টোই উপহার দিয়েছে।হয়তো আল্লাহ চেয়েছেন আমাকে বুঝাতে—সবাইক...
02/12/2025

মানুষকে আমি ঠিক যেমনটাই কল্পনা করেছিলাম,
জীবন আমাকে তার ঠিক উল্টোই উপহার দিয়েছে।
হয়তো আল্লাহ চেয়েছেন আমাকে বুঝাতে—
সবাইকে পাওয়া যায় না, আর যাকে পাওয়া যায়
সে সবসময় আমাদের জন্য নয়।
দু’জন আলাদা রক্ত, আলাদা স্বভাব,
আলাদা স্বপ্ন নিয়ে তৈরি হওয়া মানুষ
একসাথে থাকলেও
সবসময় এক পথে হাঁটতে পারে না।
হৃদয় যদি একদিকে টানে
আর বাস্তবতা আরেকদিকে ঠেলে দেয়,
তবে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাওয়া ছাড়া উপায় থাকে না।
আমারও তাই বুঝতে বাকি রইলো না—
চেষ্টা দিয়ে সব হয় না,
কখনো কখনো দূরত্বই সত্যকে স্পষ্ট করে।
শেষে শুধু একটা কথাই সত্যি—
যাকে নিয়তি আমাদের জন্য রেখেছে,
সে নিজে থেকেই কাছে আসবে,
আর যাকে রাখার মতো ছিল না,
সে হাজার চেষ্টা করলেও টিকে থাকবে না। ゚viralシfypシ゚viralシ

30/11/2025

কাউকে গভীর ভাবে ভালোলাগা।

রাসূল ﷺ বলেছেন,“ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে লিপ্ত থাকা আমার জন্য দুনিয়া ও যা কিছু তাতে আছে সবকিছু...
18/11/2025

রাসূল ﷺ বলেছেন,
“ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে লিপ্ত থাকা আমার জন্য দুনিয়া ও যা কিছু তাতে আছে সবকিছুর চেয়ে প্রিয়।”
— (তিরমিজি)

17/11/2025

প্রতিদিন ভোরে সূর্যের প্রথম কিরণ যেন আল্লাহর রহমতের দরজা খুলে দেয়—যে দরজায় আশা থাকে, শান্তি থাকে, ক্ষমা থাকে।
16/11/2025

প্রতিদিন ভোরে সূর্যের প্রথম কিরণ যেন আল্লাহর রহমতের দরজা খুলে দেয়—যে দরজায় আশা থাকে, শান্তি থাকে, ক্ষমা থাকে।

সন্তান হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা। সন্তানের কাঁধে পিতার লাশ আমরা বহুবার দেখেছি, কিন্তু পিতার কাঁধে সন্ত...
15/11/2025

সন্তান হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা। সন্তানের কাঁধে পিতার লাশ আমরা বহুবার দেখেছি, কিন্তু পিতার কাঁধে সন্তানের লাশ—এ দৃশ্য যে কতটা অসহনীয়, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
সোমপাড়া বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম তরুণ ভাইয়ের ১৫ মাসের শিশুটি গতকাল পানিতে ডুবে জীবন হারিয়েছে। জানাজা শেষে বাবাই নিজ হাতে তাঁর নিথর সন্তানকে কোলে নিয়ে কবরস্থানে পৌঁছে দিয়েছেন।
গতকালের সেই দৃশ্য আজও মনকে কাঁদায়, ভাবিয়ে তোলে। ছোট্ট এই শিশুর স্মৃতি বাবা-মায়ের হৃদয়ে আজীবন ব্যথার দাগ হয়ে থাকবে।
হে আল্লাহ, আপনি তো উত্তম ফয়সালাকারী। আপনি এই শোকাহত বাবা-মাকে ধৈর্যের শক্তি দিন, তাদের হৃদয়ের অসহনীয় ব্যথা লাঘব করুন। আমিন। ゚viralシfypシ゚viral

। দুপুরের নীরবতা হৃদয়কে বলে—“যা পেয়েছ, তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওনি, তার জন্য ধৈর্য ধরো।”
14/11/2025


দুপুরের নীরবতা হৃদয়কে বলে—
“যা পেয়েছ, তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওনি, তার জন্য ধৈর্য ধরো।”

হৃদয়ের ছোট্ট জানালা খুললেইদেখা যায় নরম আলো,সেখানে লুকিয়ে থাকে সব স্বপ্নআর কিছু পুরনো ভালোবাসার দাগালো।সময় যতই পাল্টে...
14/11/2025

হৃদয়ের ছোট্ট জানালা খুললেই
দেখা যায় নরম আলো,
সেখানে লুকিয়ে থাকে সব স্বপ্ন
আর কিছু পুরনো ভালোবাসার দাগালো।
সময় যতই পাল্টে যাক
মন কিন্তু একই থাকে,
যে ভালোবাসে নিঃস্বার্থ মনে
সে কখনো দূরে না সরে।
#শান্ত_মন ゚viralシfypシ゚viral

Address

মোরেলগঞ্জ উপজেলা
Barisal

Telephone

+8801408732949

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share