Nabila Nishi

Nabila Nishi It will take less time to cook and it will be easier.Please follow my page.
(12)

23/06/2025

নার্সারি থেকে আরো অনেক গাছ কিনে আনলাম।

22/06/2025

নিজ হাতে বানালাম রেসটুরেন্ট স্টাইলে চাইনিজ প্লেটার।

20/06/2025

নার্সারি তে আমরা।

゚viralシalシ

18/06/2025

বৃষ্টি + ভুনা খিচুরি।

15/06/2025

লেবুর পিনিক।

05/08/2024

আমরা আদম জাতি, আমাদের ভুলে যাওয়ার অভ্যাস আছে। আদম(আ:) থেকেই এটা আসছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত কি জন্য আমরা এই আন্দোলন করেছি। কত ভাই-বোন শহিদ হয়েছেন, কত মা সন্তান হারা হয়েছেন। কি জন্য ?? একবার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমরা স্টুডেন্টরা দেশের শান্তি শৃঙ্খলা সুষ্ঠ ভাবে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই। দেশে আর কোন ধরনের অন্যায় অত্যাচার শাসন শোষণ না হোক।। মেধাবীরা তাদের যোগ্য অনুযায়ী চাকরি পাক।। কোটাধারি নিপাক যাক, গনতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাক যাক, কোন সহিংসতা না হোক, দেশে সর্বত্র শান্তি চেয়েছি, সার্বিক কল্যাণে দেশকে যে পরিচালনা করতে পারবে তাকেই আমরা চাই।

কিন্তু এই আনন্দ উল্লাস এর মধ্যে দিয়ে কিছু মানুষ দেশে সম্পদ নষ্ট করছে, লুটপাট ভাংচুর,চুরি আরো অনৈতিক কাজ করছে। একবার ও ভাবা দরকার ছিলো এগুলোর প্রভাব আমাদের উপর এসেই পরবে। আমাদেরকেই এর মাসুল দিতে হবে। আমার গর্ব করে বলি এ দেশ আমাদের, আমার ভাইদের রক্ত দিয়ে অর্জিত দেশ, বীরশ্রেষ্ঠ, বীরবিক্রম, বীরউত্তম, বীরপ্রতীক এর দেশ।। কিন্তু এ দেশের প্রতিটি জিনিস ও তো আমাদের আমরা এই সম্পদ রক্ষা করবো না তো কে করবে।। নিজেদেরকে নিজের সম্পদ রক্ষা করতে হবে না হলে এ দেশ কিভাবে এগোবে।

আমরা সমান্যা এটুকু সহ্য করতে পারি না, তো পুরো দেশকে কিভাবে সামলাবো। কত যে ক্ষতি করেছেন এর প্রতিদান সবাইকেই দিতে হবে।

মনে রাখতে হবে ছাত্র-জনতা ভাইয়েরা,
লুটপাট করবে না, অন্যদের বাধা দেবে। মনে রাখতে হবে আমাদের এই যুদ্ধটা অন্যায় অবিচার ও লুটেরাদের বিরুদ্ধে। এখন দেশটা নিরাপদ রাখার দায়িত্বও আমাদের।

ধন্যবাদ সবাইকে।

04/06/2024
10/04/2024

🌙সবাইকে ঈদের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা।। ঈদ হয়ে উঠোক আনন্দময়।। ঈদ মুবারক। 🌙✨

08/03/2024

BM College.. Brojomohan college in Barishal.. বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি।।

18/01/2024

ভাপা পিঠা..।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabila Nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category