Tamalika TaMa

Tamalika TaMa কবিতায় পৃথিবী

09/07/2025

"ভালোবাসি
--সাদাত হোসাইন

- আমায় ভালোবাসেন?

- না।

- তাহলে?

- তাহলে কিছুই না!

- কিন্তু রোজ বিকেলে, সন্ধ্যার আগে আগে ঠিক এমন সময়ে ছাদে আসেন যে?

- কীভাবে জানেন?

- কীভাবে আবার? আমাদের ছাদ থেকে ঠিক দেখা যায়!

- রোজ?

- হু।

- তার মানে আপনিও রোজ আসেন?

- হু, আসি।

- তাহলে কি আপনিও আমায় ভালোবাসেন?

মেয়েটা সাথে সাথে জবাব দেয় না। মাথা নামিয়ে নেয়। অনেকক্ষণ। নিজেকে সামলে নেয় বোধহয়। তারপর চকিতে মুখ তুলে সে বলে, 'সন্ধ্যার আকাশ আমার ভালো লাগে, কেমন লালচে হয়ে থাকে। ওটা দেখতে আসি'।

- 'কিন্তু গত দু'দিন ধরে আকাশে লাল রঙ নেই। মেঘলা আকাশ। গুমোট। বৃষ্টি'।

- 'আমার মেঘলা আকাশও ভালো লাগে।'

- 'ওহ'।

- ' বৃষ্টিও'।

- 'আচ্ছা! যাই তাহলে?' ছেলেটা বলে।

মেয়েটা চুপ করে থাকে। কথা বলে না। নাকি বলে? চোখে! ছেলেটা ঘাড় ঘুড়িয়ে খানিক তাকায়। খানিক দ্বিধা। তারপর ফিরে চলে।

মেয়েটা দাঁড়িয়ে থাকে। ছেলেটা চায়ের দোকান পেরিয়ে সরু গলির ভেতর ঢুকে পড়ে। মেয়েটা দাঁড়িয়েই থাকে। দাঁড়িয়েই থাকে। যেন নির্নিমেষ অপেক্ষার নিশ্চিন্ত প্রহর। তারপর? ছেলেটা ফিরে আসে।

মেয়েটা জানত?

ছেলেটা বলে, 'আমারও আকাশ ভালোলাগে, বৃষ্টি ভালোলাগে, মেঘ ভালোলাগে। কিন্তু...'

- 'কিন্তু কী?'

- 'কিন্তু সেই আকাশ, মেঘ আর বৃষ্টি দেখবার সময় একজোড়া উৎসুক চোখও লাগে আমার'।

- 'কোথায়?'

ছেলেটা থমকায়। ভাবে। তারপর বলে, 'ছাদের ওপাশে'। তার কণ্ঠে দ্বিধা।

মেয়েটা হাসে, 'শুধুই ছাদের ওপাশে?'

ছেলেটা জবাব দেয় না। জুতোর আগায় মেঝেতে অর্ধবৃত্ত আঁকে!

মেয়েটা বলে, 'দুটো ছাদের আকাশতো একটাই'।

ছেলেটা বলে, 'কিন্তু ছাদ যে দুটো'।

মেয়েটা বলে, 'তাহলে?'

ছেলেটা বলে, 'আকাশের মতন একটা ছাদ হতে পারে না? দুজন মানুষের একটা মাত্র ছাদ?'

মেয়েটা হাসে, ছেলেটাও।

বহু বছর বাদে তাদের মাথার ওপর ওই একটা মাত্র আকাশের মতন একটা ছাদই থাকে।

অথচ, তারা কেউ বলে নি, 'ভালোবাসি'!

06/07/2025

@,✍️✍️✍️✍️✍️সাদাত হোসেইন।

05/07/2025

অসম্ভবের প্রতি , আমাদের অসম্ভব টান.!😥💔

30/06/2025

অরবিন্দু?
- জ্বি।

আমায় ভালোবাসো?
- হ্যাঁ।

তাহলে ভালোবাসি বলনি যে?
- আগ্রহ নেই।

কেন?
- ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।
ভালোবাসা বুঝে নিতে হয়।

তাহলে কীভাবে বুঝবো ভালোবাসো?
- আমার সমস্ত দুঃখের কথা কেন শুধু তোমাকেই বলি।মন খারাপ হলে কেন শেষ কলটা তোমাকেই করি। তুমি বুঝ না? তবুও না বুঝলে ভালোবাসি বলে বুঝানোর ইচ্ছে নেই।

একটা কবিতা শোনাও?
- তোমার চোখ, ভ্রু, নাক, ঠোঁট, চুল, কপালের টিপ, পরনের শাড়ি ইত্যাদি।

কবিতা বুঝো?
- তোমার জটিল চোখ দেখার পর একটু আধটু বুঝি।

উপন্যাস?
- মাঝ রাত্তিরে তোমার বলতে থাকা তাবুদ অপ্রাসঙ্গিক গল্প।

আমায় ভুলে যেতে পারবে?
- হ্যাঁ।

এতো সহজ?
-ভুলে যেতে পারব না একথা জানলেই মানুষ দ্বিগুণ হারে অবহেলা করে।

ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
- উত্তর আশা করো না; বুঝে নিও।
ভালোবাসি শোনার চেয়ে বুঝে নেওয়া জরুরি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

25/06/2025
24/06/2025

আপনি একজন "সেপিওসে'ক্সুয়াল" কিনা তা মিলিয়ে নিন.!

মনোজগতের একটি অন্যতম সাইকোলজিক্যাল বিষয় হলো "সেপিওসে'ক্সুয়াল" বা বুদ্ধিমত্তার প্রেম। অন্যেরা যখন রুপের আগুনে জ্বলে পু'ড়ে ছারখার হয়ে যাচ্ছে তখন সেপিওরা বুদ্ধিমত্তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি শুনতে অদ্ভুত লাগছে? না বিষয়টা ন্যাচারাল। চলুন বিশ্লেষণ যাওয়া যাক।

বুদ্ধিমত্তার প্রেম আবার কি!
সুন্দর চেহারা, বাড়ি-গাড়ি আর প্রচুর টাকাপয়সাওয়ালা ছেলেটা/মেয়েটা আপনার পিছে ঘুরঘুর করছে বা বাকিরা এদের প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে কিন্তু আপনার মোটেও সেটার প্রতি ইন্টারেস্ট নেই। আপনি এমন এক ছেলে/মেয়েকে ফলো করছেন বা পছন্দ করছেন যে বেশ ইন্টেলিজেন্ট তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন স্যাপিও, যার অর্থ বুদ্ধিমত্তার প্রেমে পড়া মানুষ আপনি, শুধু কি তাই? না শুধু এতটুকু নয় বরং প্রচণ্ড বুদ্ধিমত্তার মানুষটিকে আপনি শারীরিকভাবেও পেতে চান যেমনটা সৌন্দর্যের ক্ষেত্রে হয়।
ক্লাসের ফাস্ট বয়/গার্ল দেখতে অসুন্দর, হে'বলামার্কা হলেও তার উপরে ক্রাস খাওয়া কিংবা এমন একজন বুদ্ধিমান মানুষের সাথে আপনার চলাফেরা যার বুদ্ধি, বিশ্লেষণ আপনাকে প্রবলভাবে অবাক ও আকর্ষণ করে, মনে হয় ইস কি ব্রিলিয়ান্ট! যদি প্রেম করতে পারতাম! যদি বিয়ে করতে পারতাম! তাহলে সন্দেহ নেই যে আপনি একজন সেপিও।

এখন আপনি বলেন, যে শারীরিক সম্পর্কের চেয়ে বুদ্ধিমত্তার টান বেশি অনুভব করে সেকি যেন তেন মানুষ? নাহ, এরাই জ্ঞানী গুণিদের কদর দেয়া মানুষ, এরাই দার্সনিকের প্রেমে পড়া মানুষ, এরাই যুক্তি ও ব্যাখ্যা দিয়ে বোঝানো শান্ত মানুষ। বলে রাখি যে, সেপিওরা শান্ত ও ভদ্র স্বভাবের হয়, কারণ যারা বুদ্ধি ও জ্ঞানের কদর করে, তারা যুক্তি ও ব্যাখ্যা পছন্দ করে, এজন্য তারা বুঝে সহজে।

সেপিওদের পটানো কিন্তু মোটেই সহজ নয় কারণ এরা আপনার সৌন্দর্যে পটে না, সৌন্দর্য পছন্দ করে কিন্তু বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেয় সবার উপরে। এরা দ্রুত কাউকে বন্ধু বানায় না, আর নিজ বৃত্তে খুব কম সংখ্যক মানুষের সাথে এরা মিশে। আপনি হয়তো ভাববেন অহংকারী কিন্তু তা নয়, তার মনের এই জগতে সে বাঁধা। আর এই বাঁধা অতিক্রম করতে পারে ইন্টেলিজেন্টরা।

একবার কোনো সেপিও যদি আপনাকে বন্ধু বানায়, কিংবা আপনার প্রেমে পড়ে তবে সন্দেহ নেই যে সেটা বেশ সিরিয়াস ও শক্ত আয়নিক বন্ড টাইপের। কারণ তারা প্রেমে পড়ার আগে আপনাকে বন্ধু বানাবে. আপনাকে সে নিজের ব্যাপারে অনায়াসে বলবে, আপনাকে প্রচণ্ড মাত্রায় বিশ্বাস করবে। যার সুযোগ হয়তো ইন্টিলিজেন্টরা নেয় যদি খারাপ উদ্দেশ্য থাকে। মোট কথা ইন্টিলেজেন্টরা সেপিওদের অনায়াসে কাবু করতে পারে, যেমনটা সৌন্দর্য দিয়ে কাবু করা যায়।

তো যাই হোক শেষ পর্যন্ত পড়ে যারা বুঝতে পেরেছেন যে আপনিও একজন সেপিও। তাহলে আপনাকে অভিনন্দন, আপনি অন্যদের তুলনায় বেশি মানবিক মানুষ, আপনার গুরুত্ব ও প্রায়োরিটির জন্য পৃথিবিতে জ্ঞানের চর্চা আরো বাড়বে। আর আমার পক্ষ থেকে আপনার একটি সাজেশন হবে, যে কারো উপর প্রভাবিত বা বাধ্য হয়ে প্রেম/বিয়ে করবেন না। আপনি সেপিও হিসেবে এমন মানুষকে বেছে নিন যে নিত্যনতুন আপনাকে তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে অবাক করবে, কারণ এটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ ও তৃপ্তি দিবে।

আর ইন্টেলিজেন্ট মানুষগুলোর উদ্দেশ্যে বলি এই সেপিওদের সুযোগ নিয়ে বো'কা বানাবেন না বা কারো জীবন নষ্ট করবেন না। কারণ তারা খুব সুন্দর মনের অধিকারী। 🌸💖

সাইন্টিস্ট মাহফুজ 🌸

09/06/2025

"যেতে পারবে ?"
--রুদ্র গোস্বামী।

এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?

আর এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল,
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?

এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamalika TaMa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share