Tamalika TaMa

Tamalika TaMa কবিতায় পৃথিবী

16/09/2025
15/09/2025

❤️❤️❤️

09/09/2025
21/08/2025

যেন কখনই,,,,
✍️ ইথার আখতারুজ্জামান

19/08/2025
17/08/2025

আজ আমি তোমার জন্য লিখছি।

মাঝরাস্তায় ল্যাম্পোস্টের অদ্ভুত হলুদ আলোর নিচে দাঁড়িয়ে আমি লিখলাম, 'চলে যাওয়া যেখানে অনিবার্য, সেখানে মানুষ কী রেখে যায়?'

তুমি বললে, 'ছায়া ও মায়া'।

দূরে ট্রেনের হুইসাল। ট্রেন চলে আসছে। আমাকে তার আগেই পৌঁছে যেতে হবে প্ল্যাটফর্মে। দ্রুত। তারপর টুপ করে উঠে যেতে হবে, চলে যেতে হবে স্টেশন ছাড়িয়ে অন্য কোথাও।

আমি তাই মাঝরাস্তায় দাঁড়িয়েই লিখছি, 'তোমার জন্য মায়া রেখে, ছায়া নিয়ে চলে যাচ্ছি দূরে'।

ল্যাম্পপোস্ট এর হলুদ আলোর নিচে আমার ছায়া তখন কাঁপছে।

আর তুমি বলছো, 'ও কম্পন নয়, কান্না'।

- কান্না কেন?

- কারণ মায়াবিহীন ছায়া জানে কতটা মৃত আর মিথ্যে সে!

- কিন্তু তুমি?

আমি চমকে তাকালাম, কোথাও তুমি নেই। অথচ তোমার ছায়া রয়ে গেছে মায়া হয়ে। সেই প্রথম আমার মনে হলো, এই শহরে কত কত ছায়া, অথচ তার সকলি অদৃশ্য আমার কাছে। কিন্তু এই তুমি কী ভীষণ স্পষ্ট!'

আমি চলে যেতে গিয়ে তাই ছায়া বুকে পুষে রাখি মায়ার কাছে।

কারণ আমি জানি, এই ট্রেন ফিরে আসবার নয়।

~ সাদাত হোসাইন

15/08/2025
14/08/2025
13/08/2025

"মানুষ যে ভাবে পাথর ভাঙে
হৃদয় সেভাবে ভাঙে না
হৃদয় ভাঙার সময় সে হয়ে ওঠে শিল্পী"
.. রুদ্র গোস্বামী।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamalika TaMa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share