Radio Swapno Digital

Radio Swapno Digital সারাদিন-সারাক্ষণ

26/07/2025
23/05/2025

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

21/05/2025

মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক শপথ নিতে পারবেন কি না,
জানা যাবে কাল

কি বুঝলেন....
21/05/2025

কি বুঝলেন....

20/05/2025

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আগামীকাল এনসিপির বিক্ষোভ

কু'খ্যা'ত ডা'কা'ত নিজাম( ৪২) কে ২১/০৪/২৫ ইং আজ মধ্যরাতে অভিযান পরিচালনা করিয়া বরগুনা থানাধীন ০৪ নং কেওড়াবুনিয়া ইউপির জাক...
22/04/2025

কু'খ্যা'ত ডা'কা'ত নিজাম( ৪২) কে ২১/০৪/২৫ ইং আজ মধ্যরাতে অভিযান পরিচালনা করিয়া বরগুনা থানাধীন ০৪ নং কেওড়াবুনিয়া ইউপির জাকিরতবক এলাকা হতে গ্রে'ফ'তা'র করেছে বরগুনা থানা পুলিশ। তার নামে বরগুনা সহ অন্যান্য থানায় ডাকাতি, অস্র, নারী শিশু, মারামারি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে বরগুনা আন্তঃ জেলা ডা'কা'ত দলের একজন সদস্য।

24/02/2025

ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নিজ জেলা বরগুনায় সমাবেশে জনতার ঢল |

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বরগুনায় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, তরুণ প্রজন্মের অহংকার, দেশনায়ক তারেক রহমান এদেশের প্রকৃত উন্নয়ন, জনগণের গণতান্ত্রিক মুক্তি দিতেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে আমরা কোটি কোটি জনতা মাঠে কাজ করবো।

তিনি বলেন, বিএনপি'র বিরুদ্ধে কোনদিনই এদেশের জনগণ রাজপথে নামেনি।

তিনি উপদেষ্টাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সম্মানিত জন। আপনাদের সম্মান থাকতে জাতীয় নির্বাচন দিয়ে আপনাদের কাজে ফিরে যান।

তিনি বরগুনার বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে তা নির্বাচন করব। আমরা কখনোই দ্বিধাগ্রস্ত হবো না।

২৩/০২/২৫ তারিখে বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভার ০৯নং ওয়ার্ড কলেজ রোড এলাকা হইতে মোঃ শরীফ হাং (৪০), পিং -আঃ রব, সাং -ছ...
24/02/2025

২৩/০২/২৫ তারিখে বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভার ০৯নং ওয়ার্ড কলেজ রোড এলাকা হইতে মোঃ শরীফ হাং (৪০), পিং -আঃ রব, সাং -ছোট তালতলী, ০৯নং এমবালিয়াতলী ইউপি, থানা ও জেলা- বরগুনাকে ছিনতাই কালে হাতেনাতে ধৃত করে বরগুনা সদর থানা পুলিশ।

ধৃত আসামীর হেফাজত হইতে ০১টি ভ্যানিটি ব্যাগ, ৪৪৫০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি দেশীয় লোহার তৈরি এক পার্শ্ব ধারালো চাকু উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে বরগুনা সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন। ধৃত আসামীর পিসিপিআর যাচাই করে দেখা যায় ইতোপূর্বে তার নামে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

তথ্য: বরগুনা সদর থানা আইডি থেকে।

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/01/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতারবৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্...
08/01/2025

কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা।

এসময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর ভাসানটেক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে, যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া লালবাগ থানায় হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলামকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

https://www.jugantor.com/national/900813

৬ মিনিটেই মোবাইল ফোনের নেশা কাটবে, কীভাবে?আপনার মোবাইল ফোন ধরে বসে থাকাটা আজকাল আর অভ্যাস নয়, রীতিমতো ‘খারাপ অভ্যাসে’ ...
08/01/2025

৬ মিনিটেই মোবাইল ফোনের নেশা কাটবে, কীভাবে?

আপনার মোবাইল ফোন ধরে বসে থাকাটা আজকাল আর অভ্যাস নয়, রীতিমতো ‘খারাপ অভ্যাসে’ পরিণত হয়েছে। কিন্তু উপায়ান্তরই বা কোথায়— অচেনা এলাকা চিনতে হোক কিংবা বেড়াতে যাওয়ার টিকিট কাটা, অফিসের প্রজেক্ট সময়ের মধ্যে পাঠানো হোক কিংবা সিনেমা দেখা— সবই তো করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে।

এমনকি অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হলেও হাত বাড়িয়ে দিই মোবাইল ফোনের দিকে। তা হলে ফোন থেকে নজর এড়িয়ে চলবেন কী করে? এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডির গবেষণায় যা উঠে এসেছে।

আমাদের সামাজিকতাকে বিসর্জন দিয়ে ডিজিটাল দুনিয়া থেকে সরে আসার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে— মোবাইল ফোনে আসক্তি বা ডিজিটাল আসক্তি থেকে শরীর ও মেধার ক্ষতি হচ্ছে। বিভিন্ন গবেষণায় চিকিৎসকরাও মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ ডিজিটাল সমাজের রাশ হাতে রেখেও কীভাবে আসক্তির মুশকিল আসান হবে, তা জানা যায়নি।

এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডি অবশ্য বলেছেন, সমাধান মিলেছে। একটি গবেষণাতেই উঠে এসেছে সেই ‘কার্যকরী’ উপায়। যার সাহায্যে মাত্র ৬ মিনিটেই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে।

স্বাস্থ্য সংক্রান্ত লেখিকা লিজ। আবার তার নিজস্ব পডকাস্টের চ্যানেলও রয়েছে। সেই চ্যানেলেই তিনি বিস্তারিত জানিয়েছেন। লিজ বলেছেন, একটি গবেষণায় দেখা গেছে— মাত্র ৬ মিনিট বই পড়লেই আমাদের মানসিক চাপ ৬৮ শতাংশ কমে যায়। শুধু তা-ই নয়, পড়ার অভ্যাস মনকে হালকা করার পাশাপাশি মনঃসংযোগ বৃদ্ধিতেও সাহায্য করে।

তিনি বলেন, স্মার্টফোন আসার আগে বই পড়ার অভ্য়াস ছিল। কিন্তু ইদানীং সেই অভ্যাস অধিকাংশই মানুষ ভুলতে বসেছেন। গবেষণার কথা মেনে দিনের একটা সময় মোবাইল ফোন থেকে ৬ মিনিটের জন্য চোখ সরালে চাপমুক্তির পাশাপাশি আরও একটা ভালো কাজ হবে। মন একমুখী বা বলা ভালো— ফোনমুখী না হয়ে অন্য পথে চালিত হবে। আর কে বলতে পারে, মানসিক চাপ কমানোর পাশাপাশি পড়ার অভ্যাস হয়তো আমাদের মোবাইল আসক্তিকেও দূর করবে।

লিজ যে গবেষণার কথা বলছেন, সেই গবেষণা করা হয়েছিল সাসেক্স বিশ্ববিদ্যালয়ে। মাইন্ডল্যাব ইন্টারন্যাশনালের গবেষকরা কগনিটিভ নিউরোসাইকোলজিস্ট চিকিৎসক ডেভিড লুইয়ের নেতৃত্বে পরীক্ষা-নিরীক্ষা চালান। পরে সেই গবেষণা বিজ্ঞানবিষয়ক পত্র-পত্রিকার পাশাপাশি বহু আন্তর্জাতিক সংবাদপত্রেও প্রকাশিত হয়। গবেষণাটি প্রসঙ্গে ডেভিড অবশ্য বলেছিলেন—বই পড়লে যে আমাদের মন অন্য পথে চালিত হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তার চেয়েও বড় বিষয় হলো— সাদা পাতায় ছাপার অক্ষরগুলো আমাদের কল্পনাশক্তির সঙ্গে জুড়ে আমাদের মধ্যে থাকা সৃষ্টিশীলতাকেও জাগিয়ে তুলতে পারে।

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়াউন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বা...
08/01/2025

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে উড্ডয়ন করে কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি কাতারের দোহায় যাত্রাবিরতি করে বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

https://www.jagonews24.com/politics/news/993261

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Radio Swapno Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Swapno Digital:

Share