Aisha moni

Aisha moni আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রহমানির রহিম
(16)

06/07/2025

I got over 5,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

বাঙালি এখানে ই আটকায় ❤️❤️
04/07/2025

বাঙালি এখানে ই আটকায় ❤️❤️

সুজির রসবড়া ❤️
03/07/2025

সুজির রসবড়া ❤️

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
01/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

লতি চিংড়ি কার কার ফেবারিট??
01/07/2025

লতি চিংড়ি কার কার ফেবারিট??

বলতো এটা কি আম??
30/06/2025

বলতো এটা কি আম??

বরিশাল নবগ্রাম রোড নিসর্গ পার্ক সংলগ্ন  প্রধান সড়কে স্বামীর সাথে বাইকে করে যাবার পথে ট্রাক এর চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটন...
26/04/2025

বরিশাল নবগ্রাম রোড নিসর্গ পার্ক সংলগ্ন প্রধান সড়কে স্বামীর সাথে বাইকে করে যাবার পথে ট্রাক এর চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনা স্থলেই এক বোন নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা স্থল থেকে জানা গিয়েছে বোনটি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই , ১/ প্রথমত কোন চাহিদা থাকবে না। ২/বছরে কোন কিছু চাইব...
26/04/2025

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -
ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই ,

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না।তার কোন বন্ধু -বান্ধব থাকবে না । থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে , নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে , তাতে সমস‍্যা নেই ।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না।যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে।নিজে যতই মানসিক সমস‍্যা থাকুক , জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভুলে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না , পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা সমস‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।

আসলে বাংলাদেশের কিছু পুরুষ , চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে । মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক ।তার চাহিদা পূরন করা অবশ‍্যক।সে যদি আপনার সংসারে কাজ না করে , নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই । অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কাটার মতন ব‍্যাপার নিয়ে খু*ন করে ফেলে।নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন । এর চেয়ে বড় ভন্ডামী আর কি হতে পারে?

Address

Barisal
BARISAL

Telephone

+8801823434279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aisha moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aisha moni:

Share