Mohsin Bhai.

Mohsin Bhai. বিধাতা সবকিছুই দেখেন...❤️
(1)

24/11/2025

ফিরবে কি আর এই সোনালি শৈশব..! 🤍🖤

23/11/2025

সত্যিকারের রাজপ্রাসাদ.. 🤍❤️

বয়স ১৬  কিংবা ৬১ হউক চিন্তা কারও পিছু ছাড়ে না.... 😞
23/11/2025

বয়স ১৬ কিংবা ৬১ হউক চিন্তা কারও পিছু ছাড়ে না.... 😞

22/11/2025

মানুষ মূলত একা..!

20/11/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ).

19/11/2025

পুরুষ মানুষের জন্মই হয় কঠোর পারিশ্রম করার জন্য, আত্মত্যাগের জন্য, ঘর -বাড়ি ছাইড়া পরিবারকে বট-বৃক্ষের ছায়াতলে, নিরাপদে রাখার জন্য।

পুরুষ মানুষ মানেই Always দি'বস।

Happy international Men's Day.

18/11/2025

পাথর হয়ে বেঁচে থাকে কতো প্রেমিক/প্রেমিকা,
শুধু ভালোবাসা হারিয়ে।

ফেনীর কৃতি সন্তান গোলাম মুর্তজা স্যার যিনি আপার মৃত্যুদণ্ডর রায় ঘোষনা করেন। ইতিহাস হয়ে থাকবেন স্যার।
18/11/2025

ফেনীর কৃতি সন্তান গোলাম মুর্তজা স্যার যিনি আপার মৃত্যুদণ্ডর রায় ঘোষনা করেন। ইতিহাস হয়ে থাকবেন স্যার।

রবার্ট মুগাবে একবার বলেছিলেন:"...যখন তোমার বেতন ঠিক সময়ে আসে, তখন তুমি মুরগির মাংস খেতে পারো।আর যখন বেতন কমে যায়, তখন হয়...
17/11/2025

রবার্ট মুগাবে একবার বলেছিলেন:
"...যখন তোমার বেতন ঠিক সময়ে আসে, তখন তুমি মুরগির মাংস খেতে পারো।

আর যখন বেতন কমে যায়, তখন হয়তো তুমি মুরগির পণ্য—যেমন ডিম—খাবে।

এরপর এমন সময় আসবে যখন তুমি মুরগি যা খায়—যেমন ভুট্টা আর গম—তা-ই খেতে শুরু করবে...

সবশেষে, যখন বেতন পুরোপুরি ফুরিয়ে যাবে, তখন তুমি নিজেই মুরগির মতো হয়ে যাবে—

দিনের বেশিরভাগ সময় খাবারের খোঁজে ঘুরে বেড়াবে।

তোমার বেতন আসলে একটা বীজের মতো, যার কিছু অংশ বাঁচিয়ে বিনিয়োগে লাগানো উচিত,

কারণ শুধুমাত্র বেতন তোমার সব আর্থিক সমস্যা সমাধান করতে পারবে না।

এখনই একটা বিকল্প পরিকল্পনা নাও,

কারণ বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করলে এমন দিন আসবে যখন তুমি ইচ্ছেমতো মুরগি খেতে পারবে!

যদি পারো... চেষ্টা করো বিনিয়োগ নিয়ে ভাবতে—

কারণ তুমি চিরকাল তরুণ থাকবে না!

তোমার জীবনের নিরাপত্তা নিয়ে ভাবো—কারণ তুমি চিরকাল শক্তিশালীও থাকবে না!

তোমার আয় বাড়ানোর পথ নিয়ে ভাবো—

কারণ তুমি চিরকাল চাকুরিজীবীও থাকবে না।

Happy anniversary Apa..😀বিবাহ: ১৭ ই নভেম্বর ১৯৬৭ফাসির আদেশ: ১৭ নভেম্বর ২০২৫
17/11/2025

Happy anniversary Apa..😀
বিবাহ: ১৭ ই নভেম্বর ১৯৬৭
ফাসির আদেশ: ১৭ নভেম্বর ২০২৫

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohsin Bhai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohsin Bhai.:

Share