রোদেলা রুহি

রোদেলা রুহি তুমি সব বুঝো মানি😊 শুধু - তুমি যতোটুকু বুঝো না ওতোটুকুই আমি 🖤

20/06/2025

আমি মিঠু তুমি কে..?

অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!যদি আপনার অনুপ...
24/04/2025

অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!

যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে তবে সেখানে বার বার সেচ্ছায় ফেরাটা আত্ম-সম্মানহীনতার পরিচয়।

আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয় - ভালো রাখে! মুক্ত স্বাধীন অনুভূতি দেয়!
তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম, পচনটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক!🖤😊

কি ভাবছো! মুক্তি পেয়েছো.? আমি তো তোমারে কখনো আটকেই রাখিনি, কিন্তু তোমার উড়ার স্বভাব ছিলো খুব বেশি, তাই তো উড়তে না পেরে ন...
22/04/2025

কি ভাবছো! মুক্তি পেয়েছো.?
আমি তো তোমারে কখনো আটকেই রাখিনি, কিন্তু তোমার উড়ার স্বভাব ছিলো খুব বেশি, তাই তো উড়তে না পেরে নিজেকে ব'ন্দী মনে করেছো তুমি।❤️‍🩹

বার মাসে তের পার্বণ এবার এলো বলে,বাঙ্গালির একটি বছর গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ,, আমার তরফ থেকে আমার স...
13/04/2025

বার মাসে তের পার্বণ এবার এলো বলে,বাঙ্গালির একটি বছর গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ,, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ নববর্ষ ১৪৩২****

অভিমান সেখানেই সুন্দর...যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়। অভিমান আদুরে একটা শব্দ, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি...
13/03/2025

অভিমান সেখানেই সুন্দর...
যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়।

অভিমান আদুরে একটা শব্দ, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আর আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা। মানুষ সবার ওপর রাগ করতে পারে, তবে সবার ওপর অভিমান করতে পারে না। অভিমান হয় একান্তই নিজের মানুষের ওপর— যার ওপর অধিকার আছে। অধিকারবোধ থেকেই অভিমানের জন্ম হয়। মানুষ তার সবচেয়ে কাছের কিংবা খুব শখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে। অভিমান ঠিকঠাক বুঝতে হয়, যত্ন নিতে হয়, গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। সেখানেই সম্পর্কটা সুন্দর, অভিমান সুন্দর— একে অপরের সাথে সুখী।✨❤️‍🩹

এখন আমার আর নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা নেই,শুধু এটুকুই বুঝি যে আমি তোমাকে ভালোবাসি! ❤️💞💕Happy Propose Day!
08/02/2025

এখন আমার আর নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা নেই,
শুধু এটুকুই বুঝি যে আমি তোমাকে ভালোবাসি! ❤️💞💕

Happy Propose Day!

ভেবেছিলাম তোমাকে ছাড়াও ভালো থাকা যায়, ভালো থাকা যায় তোমার কন্ঠে শোনাসেই ভালোবাসি শব্দটা না শুনেও।কিন্তু মাঝে মাঝে ভিতরট...
06/11/2024

ভেবেছিলাম তোমাকে ছাড়াও ভালো থাকা যায়,
ভালো থাকা যায় তোমার কন্ঠে শোনা
সেই ভালোবাসি শব্দটা না শুনেও।

কিন্তু মাঝে মাঝে ভিতরটা এতটাই শূন্য লাগে যে
তখন শুধু মনে হয়,
নাহ্ তোমাকে ছাড়া ভালো থাকা যায় না।
ভালো থাকা যায় না তোমার কন্ঠে
ভালোবাসি শব্দটা না শুনে।

আমি জানি না সবকিছু থাকতেও
কেনো শুধু তোমার জন্য মন কাঁদে,
কেনো তোমার না থাকা সময়টা
আমার শহর অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়।
আমি জানি না ঠিক কতটুকু তোমাকে ভালোবাসি।
কতটুকু ভালোবাসলে কারো জন্য
মানুষের এমন একা একা লাগে।

যতই ভাবি তোমাকে ছাড়াও ভালো থাকা যায়
কিন্তু ভালো থাকা আর হয়ে ওঠে না।
তোমায় ছাড়া আমার একলা দুপুর
বিকেল শেষে অন্ধকার রাত যেনো বিষাদে ভরপুর।

আমি খুব মিস করি তোমার মায়ায় ভরা সে কন্ঠ
খুব মিস করি তোমার সে মধুর হাসি
যতই ভাবি তোমায় ছাড়া ভালো থাকবো
কিন্তু দূরে থেকে বুঝতে পেরেছি
এ জনমে আর তোমায় ছাড়া ভালো থাকা গেলো না।

তোমার আইডি ঘুরবো বলে সাজুগুজু করছি 🥱দাওয়াত দেও আইডি ঘুরে আসি🥱
05/11/2024

তোমার আইডি ঘুরবো বলে সাজুগুজু করছি 🥱
দাওয়াত দেও আইডি ঘুরে আসি🥱

তোমাকে হারাতে চাই না,সেটা যে কোন ভাবেই না!একদমই না, হারাতে চাইনা মানে হারাতে পারবো না।বোঝো কেন?তোমাকে হারিয়ে ফেলার আগেই...
21/10/2024

তোমাকে হারাতে চাই না,
সেটা যে কোন ভাবেই না!
একদমই না, হারাতে চাইনা মানে হারাতে পারবো না।
বোঝো কেন?
তোমাকে হারিয়ে ফেলার আগেই যেন খোদা আমাকে বিচ্ছিন্ন করে দেয় এই দুনিয়ার অক্সিজেন সরবরাহ করা থেকে, কেনোনা তুমি যে নেই সেটা মানতে পারবো না।
মানা যায়ও না...
তুমি এমন ভাবে মিশে আছো যেভাবে মিশে আছে আত্মার সাথে প্রাণ।
তুমি তো জানোই প্রাণ ছাড়া এই দেহের কোন অস্তিত নেই কিংবা থাকে না।
যদি এতো কিছু বলার পরেও তুমি ছেড়ে যেতে চাও, তবে এসো আমাকে এসে ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঝাঁঝরা করে দাও।
নয়তো তোমাকে এতো কাছে পেয়েও হারানোর যন্ত্রণা যে নরকের সমান সেটা অনুভবে বুঝে নাও ।
তোমাকে হারিয়ে ফেলার আগেই যেন খোদা আমাকে হারিয়ে দেয় এই দুনিয়া থেকে প্রিয়..!

_____ রোদেলা রুহি

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে তার ...
29/09/2024

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে তার জামাইর উপরে!
জামাই ভালো রাখলে সেইটা তার চেহারা দেখলেই বুঝা যায়, জামাই খারাপ রাখলে সেইটাও তার চেহারা দেখলেও বুঝা যায়! যতোই স্কিন কেয়ার করুক, মেকাপ করুক, মেয়েটা যে 'ভালো নাই' সেইটা তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়!

যারা নিজের বউ কে 'ভালো' রাখতে পারেনা, সেইসব পুরুষ বোকা! নিজের বউ কে ভালো রাখলে মানুষ তার বউয়ের চেয়ে তার ই প্রশংসা করে বেশি, মেয়েটাকে হাসিখুশি দেখলেই বলে 'তার জামাই তারে কত্ত ভালো রাখছে মাশাল্লাহ! জামাই টা ভালো!'
আপনার বউ হাসিখুশি থাকলে ক্রেডিট টা কিন্তু সবাই আপনার ই দেয়!

বউ কে 'ভালো' রাখতে হলে নিজের জান দিয়ে দেওয়া লাগেনা, আপনি তাকে ভালোবাসুন,সম্মান করুন, সাপোর্ট করুন, সব সময় তার পাশে থাকুন। আপনার বউ সুখে থাকবে। সে সুখে থাকলে আপনি নিশ্চিত সুখে থাকবেন! ❤️

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when রোদেলা রুহি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share