Barisal Mushroom Farm

Shout out to my newest followers! Excited to have you onboard! Faruk Hossain, Shamima Akter
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Faruk Hossain, Shamima Akter

06/05/2025

Funny football match










Shout out to my newest followers! Excited to have you onboard! MD Razu Ahmed, Shafiqul Islam, Md Azijul Sikder, Ocena Ma...
22/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Razu Ahmed, Shafiqul Islam, Md Azijul Sikder, Ocena Maye, Harish Ravat, Abdul Malek, Rabeya Hossain, Ebrahim Gazi, Donar Karno, Sahera Begum, Kazi Jannatul Jannat, Mehedi Hasan, এস আর মাশরুম সেন্টার

🍄মাশরুমে ভিটামিন ও মিনারেলঃ-🍄মানবদেহের রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করাই ভিটামিন ও মিনারেলের প্রধান কাজ। শরীরের চাহিদামতো...
04/06/2021

🍄মাশরুমে ভিটামিন ও মিনারেলঃ-🍄

মানবদেহের রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করাই ভিটামিন ও মিনারেলের প্রধান কাজ। শরীরের চাহিদামতো প্রতিদিন ভিটামিন ও মিনারেল খেতে না পারলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে নানারূপ জটিল রোগে আক্রান্ত হতে হয়। প্রাকৃতিকভাবে মাশরুমেই সবচেয়ে বেশি ভিটামিন ও মিনারেল বিদ্যমান।

🍄 ১০০ গ্রাম শুকনো মাশরুমে ৫৭-৬০ শতাংশ ভিটামিন ও মিনারেল (অত্যাবশ্যকীয় ট্রেস ইলেমেন্টসহ) রয়েছে। ১০০ গ্রাম শুকনা মাশরুমে থায়ামিন (বি-১), রিবোফাভিন (বি-২), নায়াসিন, ফসফরাস, লৌহ, ক্যালসিয়াম ও কপার-৪.৮-৮.৯ মি: গ্রা:, ৩.৭-৪.৭ মি: গ্রা:, ৪২-১০৮ মি: গ্রা:, ৭০৮-১৩৪৮ মি: গ্রা:, ১৫-১৭ মি: গ্রা:, ৩৩-১৯৯ মি: গ্রা: ও ১২-২২ মি: গ্রা: ভিটামিন ও মিনারেল রয়েছে।

🍄কিভাবে খেতে হবেঃ-🍄

কাঁচা এবং শুকনা মাশরুম ১৫ বা ২০ মিনিট ফুটানো গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ফেলে দিয়ে ফ্রাই বা সবজির মতো করে, তরকারি বা মাছ গোশতের মধ্যে দিয়ে বা বিবিধ প্রকারের নাস্তা ও মুখরোচক খাবার তৈরি করে খাওয়া যায়।

27/05/2021

মাশরুম : ডায়াবেটিসসহ অনেক রোগের ওষুধ



মাশরুম হলো মহৌষধি গুণসম্পন্ন অত্যন্ত পুষ্টিকর ছত্রাকজাতীয় সবজি। পবিত্র আল কুরআন ও হাদিস শরিফ থেকে জানা যায়, মাশরুম আল্লাহপাকের প্রদত্ত স্বর্গীয় খাবার, যা পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন রোগের প্রতিষেধক গুণসম্পন্ন একটি মহৌষধ। মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, মিনারেল ও ভিটামিন (সব); চর্বি ও শর্করা (স্বল্প); ফলিক অ্যাসিড, লৌহ-প্রভৃতি ওষুধি গুণাগুণ ও উপাদান থাকায় এটি মানব শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বর্ধনপূর্বক ডায়াবেটিস; ব্লাডপ্রেসার; কিডনি ও এলার্জি; যৌনরোগ ও অক্ষমতা; আলসার, বাতের ব্যথা প্রভৃতি জটিল ও কঠিন দুরারোগ্য ব্যাধি মুক্ত করে নিরাময়কের মহাভূমিকা পালন করে থাকে।

আল-কুরআন ও হাদিসের ভাষায় এটিকে একটি স্বর্গীয় খাবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে কারণে এটি রোগ নিরাময়ের এক আশ্চর্য নিরাময়ক।

আদিকাল থেকে মাশরুমের ব্যবহার

চীন, জাপান, ভিয়েতনাম, কানাডাসহ পৃথিবীর বহু দেশের মানুষ মাশরুম আদিকাল থেকে খেয়ে আসছে। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে মাশরুম বেশি জন্মে এবং পাহাড়ি লোকেরা এটি বেশি খায়।

বিশুদ্ধ সবজি হিসেবে মাশরুমের ব্যবহার

আল্লাহপাক মানুষের শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন শাকসবজি এবং ফলমূলে। ভিটামিন ও মিনারেলই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে থাকে। শাকসবজি এবং ফলমূলে ভিটামিন ও মিনারেলের পরিমাণ বেশি। পুষ্টি বিজ্ঞানীদের মতে, সুস্থ সবল জীবনযাপনের জন্য একজন মানুষের দৈনিক ২০০-২৫০ গ্রাম সবজি এবং ফল-ফলাদি খেতে হয়। এই পরিমাণমতো খাওয়া আমাদের অনেকের পক্ষে সম্ভবপর হয় না, যে কারণে আমরা অপুষ্টি ও বিভিন্ন রোগে ভুগী।

13/05/2021

বরিশাল মাশরুম ফার্ম এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

আসসালামু আলাইকুমমাশরুম নিয়ে কিছু কথা বলতে চলে আসলামআমাদের প্রতিদিনের জীবনে সুস্থ থাকার জন্যমাশরুম অনেক কার্যকারী ভুমিকা...
03/02/2021

আসসালামু আলাইকুম
মাশরুম নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম
আমাদের প্রতিদিনের জীবনে সুস্থ থাকার জন্য
মাশরুম অনেক কার্যকারী ভুমিকা রেখে চলছে।তাই
আপনি এবং আপনার পরিবারসহ সুস্থ থাকার জন্য
মাশরুমের উপকারিতা সম্পর্কে জানা প্রয়োজন।
যদি রােগমুক্ত স্বাস্থ্য চান নিয়মিত মাশরুম খান।
মাশরুমের উপকারিতা:
১। মাশরুম দেহে রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে।
২। ডায়াবেটিস কমিয়ে আনে।
৩। হৃদরােগ ও উচ্চ রক্তচাপ প্রতিরােধ করে।
৪। ক্যান্সার ও টিউমার প্রতিরােধ করে।
৫। হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরােধ করে।
এনিমিয়া বা রক্তস্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।
৬। হাঁড় ও দাত গঠনে ভূমিকা রাখে।
৭। খাদ্য হজম করতে সাহায্য করে।
৮। আমাশয় নিরাময় করে।
৯। কিডনি রোেগ প্রতিরােধ করে।
১০। ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসাবে কাজ করে।
১১। যৌন শক্তি বৃদ্ধি করে এবং শক্তিবর্ধক হিসাবে
কাজ করে।
১২। স্কুলতা বা মেদভুড়ি নিয়ন্ত্রন করে।
১৩। দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
১৪। চর্মরােগ প্রতিরােধ করে।
১৫। ভাইরাস জনিত রােগের প্রতিরােধক
হিসেবে কাজ করে।
১৬। হাইপার টেসশন দূর হয়।
১৭। মেরুদন্ড দৃঢ় হয় এবং ব্রেইন সুস্থ থাকে।
১৮। যক্ষা রােগীর রাতের ঘাম বন্ধ করতে এটি
উপকারী।
১৯। এছাড়াও গায়ের রং সুন্দর করার জন্য
উপকারী।
২০। টক্সিন মুক্ত করে দেহ কোষকে উজ্জিবিত
করার মাধ্যমে এটি অভ্যন্তরিন অঙ্গসমুহকে
সঠিকভাবে চলতে সহায়তা করে।
২১। রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় উন্নতি ঘটায় এবং
প্রতিরােধ ব্যাবস্থাকে শক্তিশালী করে।
২২/এলার্জি ও চর্মরােগ ,এ ছাড়াও আরো অনেক
জানা অজানা রােগ স্কেনিং করে মাশরুম ।এক
কথায় মাশরুম আমাদের দেহকে পুর্ণাঙ্গ সুস্থ রাখতে
সাহায্য করে।
তাই আমাদের জীবনকে ভাল এবং সুস্থ্য রাখার
জন্য মাশরুম দিয়ে তৈরিকৃত সকল ধরনের
প্রােডাক্ট সম্পর্কে জানতে ইনবক্স করুন।

https://www.facebook.com/ayeshamushroom/

Address

Wazirpur
Barisal
8224

Alerts

Be the first to know and let us send you an email when Barisal Mushroom Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barisal Mushroom Farm:

Share

Category