
28/05/2025
Shakib Khan যিনি বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯৯ সালের ২৮মে ‘অনন্ত ভালোবাসা’-এর মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন তারকার। যিনি নিজের প্রতিভা, অধ্যাবসায়, পরিশ্রম, দক্ষতায় মাত্র ৬বছরের মাথায় ক্যারিয়ারে রাজত্ব করতে শুরু করেছিলেন, এবং বর্তমানে বাংলা চলচ্চিত্রে তাঁর শীর্ষ অবস্থান পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীদের কাছে দৃশ্যমান! দেখতে দেখতে খ্যাতির আকাশের এই শুকতারা তাঁর রাজকীয় পথচলার ২৬বছর পূর্ণ করলেন।
Best wishes to your Royal Journey of 26 Years, BOSS. We are so proud to work under You. Go far Ahead & Shine Brightest.
✨