
19/06/2025
সন্তানকে যতদিন পারবেন মন ভরে কোলে নেবেন ।
বাচ্চা বেশিদিন কোলে নেওয়া ভালো না ,খা'রাপ অভ্যাস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি , এসব কথা পাত্তা দিবেন না একদম ।
নিজের মন ভরে নিজের সন্তানকে কোলে নেবেন ,আদর করবেন ।
শিশুরা হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখে,
বিশ্বাস করেন-
তখন যতই চেষ্টা করেন না কেন তারা কোলে থাকতে চায় না । মাঝে মাঝে আপনার মন চাইলেও তাকে বেশিক্ষণ কোলে রাখতে পারবেন না কারণ সে খেলবে ,হাঁটবে, দৌড়াবে✨
তাই কারো কথায় কান দিয়ে সন্তানের সাথে আপনার সুন্দর মুহূর্ত গুলো নষ্ট করবেন না 🩷