Humanity by Mijan

Humanity by Mijan Dizital content creator

22/05/2025

ইতিহাস বলে পুরুষ কখনো রূপের জন্য স্ত্রীকে ছেড়ে যায় না, ছেড়ে যায় স্ত্রীর আচরণ এবং খা*রাপ চ*রিত্রের জন্য 😭🌻

হেঁটে গেলে শহরের ব্যস্ত পথ ধরে,নেমপ্লেটে চোখ পড়ে— ঝকঝকে অক্ষরে।“আল মিজান হোমিও”, শহরের বুকজুড়ে,সেবা ছড়িয়ে যায় প্রতিটি অল...
18/05/2025

হেঁটে গেলে শহরের ব্যস্ত পথ ধরে,
নেমপ্লেটে চোখ পড়ে— ঝকঝকে অক্ষরে।
“আল মিজান হোমিও”, শহরের বুকজুড়ে,
সেবা ছড়িয়ে যায় প্রতিটি অলিতে গলিতে ঘুরে।

হর্ন, ট্র্যাফিক, ব্যস্ততার মাঝেও,
একটু প্রশান্তি মেলে এই ঘরটাতে বেজে।
চিকিৎসা নয় শুধু, মনেরও সেবা হয়,
শ্রদ্ধা আর ভালবাসায় সম্পর্ক গড়ে রয়।

ছোট্ট শিশুর জ্বর, কিংবা ক্লান্ত মায়ের ব্যথা,
এখানে ওষুধের চেয়ে বড় স্নেহের কথা।
প্রতিদিন সন্ধ্যায় জ্বলে ওঠে আলো,
ফার্মেসির জানালায় স্বস্তিরই ভরালো।

আল মিজান শহরে এক আশার ঠিকানা,
হোমিওপ্যাথির ছোঁয়ায় নতুন জীবন পায় জানা-অজানা।
এই শহরের হৃদয়ে সে এক চুপচাপ দীপ্তি,
নাম তার “আল মিজান”—সেবার সার্বক্ষণিক নীতি।

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না।বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকা...
29/04/2025

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না।
বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘস্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন। কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন। উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন।
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসাই যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসাই দিয়ে আসুন।
সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না। বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে।
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়। এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে। দেখে না শুধু আপনাকে।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা।
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা। হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো।
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়। যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন।

শরীরের যেকোন চর্মরোগ এলার্জি চুলকানি ভালো করতে হাতিশুড় গাছের পাতার সাথে একটা কাঁচা হলুদ দিয়ে ভেটে রস করে সেই রস চুলকান...
24/04/2025

শরীরের যেকোন চর্মরোগ এলার্জি চুলকানি ভালো করতে হাতিশুড় গাছের পাতার সাথে একটা কাঁচা হলুদ দিয়ে ভেটে রস করে সেই রস চুলকানি জায়গার লাগালে নিয়ম করে ৭ দিন তা হলে সকল প্রকার এলার্জি চুলকানি চর্ম রোগ ভালো হবে ইনশাআল্লাহ

👉👉রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে ...
14/04/2025

👉👉রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল।

হিজামা হলো- (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় বলে কাপিং (Cupping)।
AMP

প্রচ্ছদ
ধর্ম
যে চিকিৎসা সবচেয়ে ভালো বলেছেন মহানবী
Muhammad Minhaj Uddin
মুহাম্মদ মিনহাজ উদ্দিন
২৫ নভেম্বর ২০২১, ০৪:৫৩ পিএম
যে চিকিৎসা সবচেয়ে ভালো বলেছেন মহানবী
প্রতীকী ছবি

রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল।

হিজামা হলো- (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় বলে কাপিং (Cupping)।

বিজ্ঞাপন

হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। আরব বিশ্বে হিজামা বেশ জনপ্রিয়। এটি তিন হাজার বছরেরও বেশি পুরনো চিকিৎসাপদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসাপদ্ধতি হিসেবে চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এটির প্রচলন রয়েছে।

রাসুল (সা.) যখন হিজামা চিকিৎসা নিয়েছেন 👉

আল্লাহর রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বুখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : ৩৮৫৯)

অন্য এক হাদিসে আনাস (রা.) বর্ণনা করেন যে, আল্লাহর রাসুল (সা.) হিজামা লাগাতেন এবং কারও পারিশ্রমিক কম দিতেন না। (বুখারি, হাদিস : ২২৮০)

👉👉হিজামা থেরাপি চিকিৎসা পেতে হলে আল মিজান হোমিও ফার্মেসিতে চলে আসুন। ০১৭৪১৬৬৭৯১৫

রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চি...
05/04/2025

রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল।

হিজামা হলো- (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় বলে কাপিং (Cupping)।হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। আরব বিশ্বে হিজামা বেশ জনপ্রিয়। এটি তিন হাজার বছরেরও বেশি পুরনো চিকিৎসাপদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসাপদ্ধতি হিসেবে চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এটির প্রচলন রয়েছে।

রাসুল (সা.) যখন হিজামা চিকিৎসা নিয়েছেন

আল্লাহর রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বুখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : ৩৮৫৯)

অন্য এক হাদিসে আনাস (রা.) বর্ণনা করেন যে, আল্লাহর রাসুল (সা.) হিজামা লাগাতেন এবং কারও পারিশ্রমিক কম দিতেন না। (বুখারি, হাদিস : ২২৮

যারা হিজামা থেরাপি দেওয়া জন্য ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন। আল মিজান হোমিও ফার্মেসি। পাথরঘাটা পৌরসভা।
০১৭৪১৬৬৭৯১৫

 োবারক তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! আল মিজান হোমিও ফার্মেসীর পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ স্বাগতম এবং পবিত্র ঈদের শ...
31/03/2025

োবারক
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল মিজান হোমিও ফার্মেসীর পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ স্বাগতম এবং পবিত্র ঈদের শুভেচ্ছা। স্থান, পাথরঘাটা পৌরসভা। ঈমান আলী সড়ক উওর মাথা। ০১৭৪১৬৬৭৯১৫

হে আরশের মালিক(আল্লাহ), গাজাবাসীদের আর কতো পরীক্ষা নিবে? তারা তো ধৈর্য ধরে আছে তোমার রহমতের আশায়। তুমি তো রহমানুর রহিম, ...
19/03/2025

হে আরশের মালিক(আল্লাহ), গাজাবাসীদের আর কতো পরীক্ষা নিবে? তারা তো ধৈর্য ধরে আছে তোমার রহমতের আশায়। তুমি তো রহমানুর রহিম, তাদের হেফাজত করো। হে আল্লাহ তুমি বলেছো রোজাদারের দোয়া কবুল হয়। মন থেকে দোয়া করছি, যারা আমার ভাই-বোনদের উপর জু°লু"ম করছে তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও🤲🏻।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আল মিজান হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ স্বাগতম। সঙ্গত কারনে, আমার ...
10/01/2025

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আল মিজান হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ স্বাগতম। সঙ্গত কারনে, আমার ফার্মেসি পাথরঘাটা পৌরসভা কেজি স্কুল মাঝের গলি থেকে স্থানান্তর করে বাজারের পূর্ব মাথায় ঈমান আলী সরকের শুরুতে (বাষার ডাক্তারের কাছেই) নেয়া হয়েছে।
০১৭৪১৬৬৭৯১৫

আঁচিল ও মাছের কাটা গলায়  আটকানো,হাতে পায় কাটা ফোঁটা, বারবার প্রসাবের বেগ,শরীরের যেকোন অংশে টিউমার  হলে সমাধান পেতে যোগায...
21/12/2024

আঁচিল ও মাছের কাটা গলায় আটকানো,হাতে পায় কাটা ফোঁটা, বারবার প্রসাবের বেগ,শরীরের যেকোন অংশে টিউমার হলে সমাধান পেতে যোগাযোগ করুণ।
আল মিজান হোমিও ফার্মেসি।
পাথরঘাটা পৌরসভা।
০১৭৪১৬৬৭৯১৫

Address

Barisal

Telephone

+8801741667915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity by Mijan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humanity by Mijan:

Share

Category