Sort Update

Sort Update বার্তা.
ফলো দিয়ে পাশে থাকুন।

08/05/2025

# # # # # # # # # 8/5/2025

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার (১ মে) ...
01/05/2025

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে, দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শুষ্ক-উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা। যা ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতি পর্যন্ত ওঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা বাড়ছে। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ২ হাজার ৮৯১ একর পাহাড়ি এলাকা ছাড়খার করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেলআবিব-জেরুজালেম প্রধান সড়ক।

দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি। সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির বলেন, দেড়শ’ ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ডবাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। ফায়ার ফাইটাররা কাজ করছেন। তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি। সেগুলো যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে।

ইসরায়েলের মেমোরিয়াল ডে’র নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের ১০টি লোকালয়। যেকোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে

01/05/2025
ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকটের সম্মুখীন গাজা। লাখো ফিলিস্তিনি অপেক্ষা করছে খাবার ও বিশুদ্ধ পানির। এরইমধ্যে ...
01/05/2025

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকটের সম্মুখীন গাজা। লাখো ফিলিস্তিনি অপেক্ষা করছে খাবার ও বিশুদ্ধ পানির। এরইমধ্যে জাতিসংঘ জানিয়েছে, জরুরি খাদ্য, ওষুধ ও বেঁচে থাকার সরঞ্জামে ভর্তি প্রায় ৩ হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সহায়তার ওপর নির্ভর করছে গাজার ১০ লাখেরও বেশি শিশু। সংস্থাটি সতর্ক করে বলেছে, সহায়তা না পেলে গাজা ‘সম্পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) কর্তৃক প্রেরিত খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দেয়ার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

সংস্থাটি জানিয়েছে, প্রবেশাধিকার পেলে ত্রাণ সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে সাহায্য কার্যক্রম শুরু করতে প্রস্তুত। ইউএনআরডব্লিউএ বলেছে, ‘ গাজার ১০ লাখ শিশু এই সহায়তার ওপর নির্ভরশীল, ত্রাণগুলো ছাড়া তাদের জীবন ঝুঁকিতে পড়বে’।

30/04/2025
30/04/2025

এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্ত...
30/04/2025

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু রাতেই বদলে যায় সব। হঠাৎ করেই খবর আসে, রিয়াল মাদ্রিদ ছাড়া হচ্ছে না আনচেলত্তির। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ইশারাতেই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না ইতালিয়ান মাষ্টারমাইন্ডের।

ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে এতে অস্বীকৃতি জানান রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। এক্সিট ফি দেয়ার ব্যাপারে রিয়ালের বাকি সব পরিচালক ইতিবাচক থাকলেও বেঁকে বসেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। আনচেলত্তিকে ২০২৬ পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগআউট সামাল দিতে হবে তাকেই।

এখানেই আপত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। চুক্তি প্রস্তাবের শুরু থেকেই ব্রাজিলের শর্ত ছিল, জুন থেকেই ডাগআউটে আসতে হবে আনচেলত্তিকে। তবে ব্রাজিলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রাজিলিয়ান ফেডারেশনের নাজুক পরিস্থিতির কারণেই আনচেলত্তির আগ্রহ নাকি কমে যায় ব্রাজিলের প্রতি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর খবর অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস

টানা দুইমাস অপরিবর্তিত রাখার পর লিটারপ্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ব...
30/04/2025

টানা দুইমাস অপরিবর্তিত রাখার পর লিটারপ্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিন ১০৫ থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ থেকে ১২৫ টাকা ও পেট্রোল ১২২ থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হবে।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখে সরকার। এবার লিটারপ্রতি ১ টাকা দাম কমান হলো।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে আসছিল সরকার।

🚀 Unveiling BIDROHI — Bangladesh’s First Space Rocket 🚀“A picture speaks louder than a million words.”And this one? It s...
30/04/2025

🚀 Unveiling BIDROHI — Bangladesh’s First Space Rocket 🚀

“A picture speaks louder than a million words.”
And this one? It speaks of history in the making.

DhumketuX proudly unveils BIDROHI, the first-ever space rocket built in Bangladesh.
Not just a machine — a symbol of dreams, rebellion, and determination.
From the heart of our nation to the edge of space,
this is our defiance of limits.

A new era begins.
BIDROHI is here.

#প্রউদল্যবাংলাদেশি

For More Details : https://dhumketux.com/bidrohi-space-rocket/

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল...
29/04/2025

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন বলে জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ২৯ এপ্রিল বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত।’

অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা ...
29/04/2025

অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।

উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জনের পদত্যাগে বিশ্ববিদ্যালয় পরিচালনা কার্যক্রমে জটিলতার কারণে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউআইইউ।

কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধানসহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে উপাচার্যসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের বিষয়ে ব্রিফিং করে শিক্ষার্থীরা। জানায়, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া বাকি শিক্ষকদের পদত্যাগ চায় না তারা। বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় শিক্ষার্থীরা।

Address

Dhaka
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sort Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share