আমি আত্মজা বলছি

আমি আত্মজা বলছি Traveler & like cooking

05/11/2024

You don't need to say sorry face to face. Just give a short text. Introverts will understand.

Shout out to my newest followers! Excited to have you onboard! Yosuf Ahmed, Muhammad Fayaz UL Haque
30/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Yosuf Ahmed, Muhammad Fayaz UL Haque

26/10/2024
বলেন ত এটা কি ফুল??
26/10/2024

বলেন ত এটা কি ফুল??

আমি মাঝে মাঝেই ভাবতাম সম্পর্ক কি? যার জন্য মানুষের এত আক্ষেপ..পরে মনে হলো সম্পর্ক সত্যিই খুব মূল্যবান (অবশ্যই বৈধ সম্পর্...
20/10/2024

আমি মাঝে মাঝেই ভাবতাম সম্পর্ক কি? যার জন্য মানুষের এত আক্ষেপ..

পরে মনে হলো সম্পর্ক সত্যিই খুব মূল্যবান (অবশ্যই বৈধ সম্পর্ক, অবৈধ না অবশ্য এটাও ঠিক সব বৈধ সম্পর্ক ও বৈধ নয় অনেক অবৈধ সম্পর্ক ও বৈধ্য হয় আসলে বৈধ্য বা অবৈধ্য সম্পর্ক নির্ভর করে ভালোবাসার উপর ।

পৃথিবীতে সব চেয়ে দামী জিনিস হলো সময় আর প্রাণ। আর একটা সম্পর্কে মানুষ এই দুটোই ইনভেস্ট করে। অনেকটা সময়, আবেগ, অনুভূতি, অনেক স্বপ্ন মেশানো পুরো একটা আমিকে ।
আপনি বলতেই পারেন যে "আমাদের পরিচয় তো মাত্র কয়েক দিনের, মাসের, বা কয়েক বছরের।

কিন্তু আপনি হয়তো জানেনই না যে - আপনায় প্রতি মানুষটার মায়া বা টান কয়েক জন্মের। এই অল্প সময়ের পরিচয়ে আপনি তার ভেতর এতটা জুড়ে গেছেন যে আপনার সাথে কয়েক জন্ম কাটানোর স্বপ্ন দেখে ফেলেছে।

হ্যাঁ অবশ্যই, আপনি তাকে ছেড়ে যেতেই পারেন। আপনি গেলে হয়তো নিঃসন্দেহে সে মানুষ টা বেঁচে থাকবে। আপনার ভাষায় সে খুব ভালো ও থাকবে।
কিন্তু কি জানেন তো - " কবরের ওপর টা যত পরিপাটি ভেতরের আযাব ততটাই ভয়ানক"।

সবাই বলি জীবনে টাকাটা খুব দরকার।
আমি অত্যন্ত টাকার লোভী মানুষটাকে ও টাকা হারালে আফসোস করতে বা সাময়িক কষ্ট পেতে দেখেছি। কিন্তু কখনও আত্মহত্যা করতে দেখি নি।
কিন্তু সম্পর্কের বিচ্ছেদে আত্মহত্যা করার নজরানা সচরাচরই দেখা যায় রোজ।

উপরে নিষ্ঠুর, শক্ত, মায়া মমতাহীন, কঠিন ভাবমূর্তিতে থাকা মানুষটাকে আমি সম্পর্কের জন্য ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যেতে দেখেছি।

"ভালোবাসা বলে কিছু নেই " বলা মনুষটাকে ও রাতের আধারে মুখ লুকিয়ে চোরের মতো কাদতে দেখেছি।

উপরে "কিচ্ছু হয় নি - ডোন্ট কেয়ার" বলা মানুষটাকে ও ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যেতে দেখেছি রোজ।

সবশেষে কোথাও মনে হলো - পৃথিবীতে হাতে গোনা কয়েকটা মূল্যবান জিনিসগুলোর মধ্যে সম্পর্ক একটা। টাকা, প্রাণ বা সময়ের থেকেও অধিক দামী।
✍️©️®️

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভ...
19/10/2024

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে— ‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন— “আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল— ‘তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে— ‘তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।
পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে— ‘রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে— ‘রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে! তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে— ‘রুমি শোনো; সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।’

Collected

18/10/2024

ওরা বলাবলি করছিলো— সম্পর্ক টিকিয়ে রাখা সিক্রেট কী?

কেউ বললো— প্রেম।
কেউ বললো— সচ্ছলতা।
কেউ বললো— সে'ক্স।

প্রেম সম্পর্ককে মুগ্ধ করে রাখে।
ভালোবাসা সম্পর্কের ভিত্তি।
সে'ক্স সম্পর্কের জ্বালানি।

কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখে কে, কী?
তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছ, এ জেনে যে, পাশে একজন ভরসার মানুষ আছে। কী এই ভরসাকে এনে দিলো?

না, অর্থ না, কমিটমেন্ট না, কম্প্রোমাইজ না; এই সিক্রেটটির নাম— লয়্যালটি। মানুষ প্রাকৃতিকভাবে লয়্যাল নয়, কিন্তু যখনই সে একটিমাত্র মানুষের জন্য লয়্যাল হয়ে যায়, একটিমাত্র মানুষের প্রতি আনুগত্যের জন্য অনেক লোভ-লালসা ত্যাগ করতে পারে, তখনই একটি অটল সম্পর্ক তৈরি হয়ে যায়। এই আনুগত্য তৈরি হয় শ্রদ্ধাবোধ ও বিশ্বাস থেকে। এবং শ্রদ্ধাবোধ ও বিশ্বাস মিলে ভালোবাসা'র ভিত্তি তৈরি করে।

অর্থাৎ, একটি দীর্ঘ সুখী সম্পর্কের গোপন রহস্য হচ্ছে— পরস্পরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থেকে সৃষ্ট পারস্পরিক আনুগত্য। প্রেম, সেক্স, ঝগড়া, বিচ্ছেদ, এই সবই ওই সম্পর্কটির চলার-পথের অনুষঙ্গ।

ধন্যবাদ।

সংগৃহিত।

17/10/2024

ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়। যে বিশ্বাসের মর্যাদা দেবে, কথা দিয়ে কথা রাখবে!😍

゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

Shout out to my newest followers! Excited to have you onboard! Rai Kishori
17/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rai Kishori

নিজের মতো করে বাঁচো !!কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘ...
13/10/2024

নিজের মতো করে বাঁচো !!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!

লেখা পাঠিয়েছেনঃ ম হূ য়া
#ইনবক্সে_থেকে_নেওয়া

12/10/2024

যাকে হাড়িয়ে ফেলার ভয়, সে নিজে থেকেই হাড়িয়ে যায়!!!

✍️ #আত্মজা

05/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

15/04/2024

আমি একজনকে ভালোবাসতাম। আসলে সেই বয়সে মনে হতো ভালোবাসতাম, কিন্তু এখন আর সেইটা মনেহয়না৷ যাকগে যাক, একদিন সে আমাকে বাসে তুলে দিলো উত্তরা হাউজবিল্ডিং থেকে। আমি বাসে বসে কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে হেলান দিয়ে গান শুনছি৷ সে যাবে কাজে। হঠাৎ একটা স্পর্শে চোখ খুলে দেখলাম সামনে সে। আমি জিজ্ঞাসা করলাম গেলেন না? বললো না রাজলক্ষী নেমে যাবো, অতটুকু একসাথে যাই৷ এইজে ৫ মিনিট রাস্তা আমার সাথে যাওয়ার জন্য যে হন্তদন্ত হয়ে প্রায় দৌড়ে বাসটা ধরলো, সেও একদিন মুখ ঘুরিয়ে আমাকে বলে দিয়েছিলো যে আমি তোমাকে আর ভালোবাসিনা৷ তোমাকে আমার ভালোলাগেনা৷

জীবনে যেখানেই যাই, যাই করি একটা জিনিস মনে রাখা জরুরি যে মানুষ পরিবর্তনশীল৷ আজকে যার দিন দুনিয়ায় আছেন, কালকে তার কোত্থাও না থাকতে পারেন, তার জগৎ থেকে নাই হয়ে যেতে পারেন।

লেখা:ফারিয়া হোসেন

15/04/2024

“ আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেই যেকোন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। ”

- [ড. বিলাল ফিলিপ্স]

15/04/2024

সুরা ইউসুফ কত সুন্দর!'

সুরা ইউসুফ আমাদের শেখায়;
কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে,
ভাঙা হৃদয়ও পবিত্র ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে পারে, কষ্টের পরই সচ্ছলতা আসে, দুঃখী হওয়া আর অকৃতজ্ঞ হওয়া সমান নয় এবং ধৈর্যশীল মানুষদের শেষ পরিনতিটা অসম্ভব রকম সুন্দর হয়।

সুবহানআল্লাহ!'

Address

Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমি আত্মজা বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি আত্মজা বলছি:

Videos

Share