21/04/2024
আমি দুই ছেলের মা। বড় বউ ছোট বৌ নিয়ে আমরা এক বাসাতেই থাকি। আজকে গল্প বলবো বড় ছেলে আর তার বউকে নিয়ে।
বড় ছেলের বিয়ের আগের কথা। ছেলে আর ছেলের বউকে নিয়ে আলাদা বসছিলাম কিছু কথা বলতে। কয়েকটা বিষয় তাকে বলেছিলাম।
১)বউকে বলেছিলাম আমাদের বাসাতে এসে থাকতেই হবে - এমন কোন জোরাজোরি নাই। বিয়ে করা মানেই বাপ মা ছেড়ে আসাতে আমি বিশ্বাস করিনা। বিয়ের পর দুই বাসাতেই আসা যাওয়া করে অভ্যাস করুক। যেখানে থাকতে মন চায় থাকবে।
২) বউ যেহেতু জব করে, সে চাইলে তার সুবিধা মত আলাদা বাসা নিয়েও থাকতে পারে। তবে সপ্তাহে একটা দিন অন্তত আমাদের সাথে থাকা চাই। দুই বেলা একসাথে খাইতে চাই।
৩) যেহেতু বউ তার বাবা মা এর একমাত্র মেয়ে, বউ এর সবচাইতে বড় দায়িত্ব বাবা মা এর দেখাশোনা করা। তাই সে যদি মনে করে বাবা মা নিয়ে একসাথে থাকবে সেটাতেও তার পুরা অধিকার আছে। এসব নিয়ে আমার মাথা ব্যাথা নাই।
আমার ছেলেকে আমি বিয়ের আগে ২ টা শর্ত দিয়েছিলাম।
১) বউ যদি হোম মেকার হয় তাহলে তাকে মাসে হাত খরচ বাবদ ২০ হাজার টাকা দেয়া।
২) অবশ্যই ঘরের কাজে সহায়তার জন্য লোক রেখে দেয়া।
আমার বয়স এখন ৫৪. বড় ছেলের বিয়ের ৩ বছর চলে। তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও তাদের দেখে ভালো আছি।
আমার ছেলে আর বউ আর আমার বেয়াইন আমরা সবাই এক বিল্ডিং এ থাকি। কেউ কারো থেকে দূরে নাই। সবাই সবার মত কিন্তু একত্রেই থাকি!
আমার যৌবনে আমার চিন্তাভাবনা দেখে মানুষ হাসতো। আমার বলা কথা শুনলে হাসতো। এখন বলে আমি নাকি বউকে মাথায় উঠায়ে রাখসি।
এখনো মনে আছে বড় ছেলের বিয়ের পর বউকে বলেছিলাম ঈদের দিন বিকাল পরজন্ত তার বাবা মা এর সাথে কাটিয়ে এরপর আমার বাড়িতে আসতে। আমার ছেলেও এটাতে সায় দিয়েছিল। ছেলে নামাজ পরে বউ এর বাপের বাড়ি গেছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে বউকে বাড়ি নিয়ে আসছে।
সকালে আমার বাসায় যেসব আত্মীয় স্বজন আসলো সবাই বউকে না পেয়ে আমাকে অনেক কথা শুনাইলো।এরপর কিন্তু বউ কোরবানি ঈদে নিজ ইচ্ছায় আগে আমার বাসায় ছিল এরপর সব কাজ গুছায়ে বাপের বাড়ি গেছিল। আমার কিছু বলতে হয়নাই তাকে।
আমি দেখলাম, আমি আমার বড় বৌকে যতটুকু ছাড় দিসি ,বউ আমার জন্য তার ডাবল টা করে।
আমার ভালোই লাগে। মিম মা, আমি তোমাকে আমার জীবনের গল্প টা লিখে পাঠালাম, তোমার পেজে যারা আমার লেখা পড়বে, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে।
আমরা মানুষ , ছেলের বউরাও তহ মানুষ! বিড়ালের প্রতি মায়া করলেও বিড়াল পোষ মানে, মানুষের প্রতি মায়া করলে মানুষ ও জান দিয়ে করে!
সিরিয়ালের শ্বাশুড়ি থেকে আমরা বেড়িয়ে আসি। বাচ্চাদের কে তাদের মত থাকতে দেই। আমরা যেন আমাদের ছেলে ,বউ এর পাশে ছায়া হয়ে থাকতে পারি। বাবা মা হওয়া অনেক বড় দায়িত্বের ব্যাপার। পরের বাড়ির মেয়ের দায়িত্ব নিলে সেটা আরো বড় ব্যাপার।
আমি লিখতে পারিনা। মনে হইলো একটু লেখি, তোমাদের বলি আমার গল্পটা।
লেখক - আয়েশা সিদ্দিকা
লেখিকাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলার জন্য,আফসোস সমাজের কিছু মূর্খরা যদি এটা বুঝত❤️❤️❤️