Rose Fairy

Rose Fairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rose Fairy, Video Creator, Barisal.
(2)

Rose Fairy – Where Dreams Blossom 🌺
🌼🌼🌼
Bloom, Shine & Fly with Rose Fairy🫶

🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

Rose Fairy – Beauty, Magic & Grace💐

✨ Tamu's Fairy World ✨ 🧚 𝓑𝔂 𝓣𝓸𝓷𝓷𝓮 🧚 || স্বাগতম আপনাকে আমাদের এই ছোট্ট পেইজে ||

আপনাদের একটু সাপোর্ট� আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা জোগায়।��

আমাদের এই ছোট্ট পেইজটিতে একটি লাইক� দিয়ে সহযোগিতা করুন এবং পাশেই থাকুন,ধন্যবাদ।���

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
29/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন।তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়!🖤
27/09/2025

সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়!🖤

26/11/2024

যে তোমায় ভালোবাসবে শতাব্দী ফুরিয়ে গেলেও সে কখনো তোমার প্রতি মুগ্ধতা হারাবে না!🤍

26/06/2024

Everything comes to you at the right time
👑

𝐄𝐢𝐝 𝐌u𝐛𝐚𝐫𝐚𝐤 🌙𝐓𝐚𝐤𝐚𝐛𝐛𝐚𝐥𝐚𝐥𝐥𝐚𝐡𝐮 𝐌𝐢𝐧𝐧𝐚 𝐖𝐚 𝐌𝐢𝐧𝐤𝐮𝐦 ❤️Celebrating Eid with family is also a good thing,it is a great blessing gi...
17/06/2024

𝐄𝐢𝐝 𝐌u𝐛𝐚𝐫𝐚𝐤 🌙
𝐓𝐚𝐤𝐚𝐛𝐛𝐚𝐥𝐚𝐥𝐥𝐚𝐡𝐮 𝐌𝐢𝐧𝐧𝐚 𝐖𝐚 𝐌𝐢𝐧𝐤𝐮𝐦 ❤️
Celebrating Eid with family is also a good thing,it is a great blessing given by Allah 🫶🌹
May Allah keep my parents long life 🥰
Alhamdulillah for everything ❤️

14/05/2024

আমার স্ত্রী আমার কাছে হাত পেতে টাকা চাইলে !!
আমি ভেতরে ভেতরে এক প্রকার পৈশাচিক আনন্দ পাই। মাস্টার্স শেষ করা মেয়েটা আমার সংসারে দিনরাত খেঁটে মরে। তবুও গলার স্বর বাড়িয়ে মাথাটা কিঞ্চিৎ উঁচু করে বলার সাহস নেই চাকরির কথা।

মেধাবী ছাত্রী হওয়ার দরুন প্রাইমারির রিটেনে টিকেছিলো। ভাইবা অবদি আর যাওয়া হয়নি তার। হয়নি বললে ভুল হবে হতে দেয়নি। আমার মা বলেছিলো ঘরের বউদের বেশি পড়াতে নেই। আর চাকরিতো করতেই দেওয়া যাবে না, তাহলে নাকি তারা স্বামীর অবাধ্য হয়ে যায়।

এমনিতেও আমার বউয়ের মতো বাধ্য মেয়ে এ যুগে খুব কমই আছে। মায়ের কথা শুনে ওর ভাইবা বাতিল করতে বলেছিলাম। বাধ্য বউয়ের মতো সেও রাজি হয়েছিলো। সমস্যাটা বাঁধলো তার পরিবার। সেদিনও এক প্রকার পৈশাচিক আনন্দ পেয়েছিলাম। কিন্তু বউয়ের মুখটাতে সেদিন লুকানো কষ্টটা দেখতে পাইনি।

আবার একদিন তরকারিতে লবন বেশি দেওয়াতে বেশ কিছু কথা শুনিয়ে দিই। সে প্রতিত্তোরে শুধু বলেছিলো, প্রতিদিনতো হয়না, আজকেই ভুলটা হয়েছে তার জন্য এতো কথা বলছো? মুখে মুখে তর্ক করার কারণে তখন তার গালে একটা কষে থাপ্পড় মারি।

সেও আর দ্বিতীয় কোনো প্রতিবাদ করেনি। প্রায় রাতেই বাচ্চার কান্নার আওয়াজে আমার ঠিকমতো ঘুম হতো না। সেবারতো ধমক দিয়েই রুম থেকে বের করে দিয়েছিলাম। সকালে উঠে দেখি আমার বউ আর বাচ্চা বেলকনিতে পাটি বিছিয়ে শুয়ে আছে।

অনুতপ্তবোধ হতো না কখনো। ওই যে পুরুষত্ব জাহির করা নামক পুরুষের কাতারে পরি যে, তাই বোধহয়। আজকে ঘরোয়া একটা বৈঠক হচ্ছে। বৈঠক টা মূলত আমার বোনকে নিয়ে। আমি সোফার পিছনে এক কর্ণারে দাঁড়িয়ে অতি আগ্রহে সব শুনেই যাচ্ছি।

আমার ছোট বোনটার বলা প্রতিটা কথায় যেন কলিজা ভেদ করলো আমার। আরে ওর স্বামী নামক পুরুষটার রুপতো আমি নিজেও। আমার বোন আর সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে এসেছে। কিন্তু আমার স্ত্রীরতো কোথাও যাওয়ার জায়গা নেই।

বছরখানেক হলো ওর বাবা মারা গেছে। আর মা তো সেই ছোটোবেলাতেই। তারজন্যই কি ও সবটা সহ্য করে মুখ বুজে পড়ে থাকে এ সংসারে? নাকি ও জানতো এই দুনিয়ায় প্রকৃতির হিসাব বলেও কিছু আছে?
নাহ আমি আর ঠিক থাকতে পারলাম না।

এবার বুঝি পৈশাচিক আনন্দের বদৌলতে ভেতরে ভেতরে ভালো মানুষের উদয় হবে। ক্ষমা হ্যাঁ ক্ষমা চাইতে হবে তার কাছে। নিজ ভুলের জন্য মন থেকে ক্ষমা চাইলেতো সৃষ্টিকর্তাও মুখ ফেরান না। আর সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টি কি মুখ ফিরিয়ে থাকতে পারবে?
Copy post

হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।শুভ...
11/05/2024

হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।
শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাপ বুদ্ধি দেয়- 'যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে।
কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চাও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিল দিয়ে দেয়।'
শুভ্র প্রশ্ন করে- 'আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?'
শুভ্রের বাপ বলে- 'না তুমি পার না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়।

তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।'
আমার মনে হয়- এই ইনসাইট শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজ কর্ম করার চেষ্টা করে।
দেখা যায়- যে মানুষ কনসিডার করছে সে সারাজীবন ধরেই কনসিডার করছে। যে মানুষ কোনো একটা সিচুয়েশনে কম্প্রোমাইজ করছে তার উপর গোটা সারাউন্ডিং এর আশা থাকে যে সে তাবত সিচুয়েশনে কম্প্রোমাইজ করে যাবে। মেনে নিবে। পরিস্থিতি সামলাবে। স্যাক্রিফাইস করবে।
বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান। দুগ্ধবতী গাভীর মতো।
কনসিডারেট হওয়ার মূল সমস্যা হল মানুষ বুঝে যায় যে লোকটা কনসিডারেট। দুগ্ধবতী গাভী হতে না চাইলে এটা কখনো মানুষকে বুঝতে দেয়া যাবে না।

© copy post

এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারলে ভালো  লাগতো। 🤍
11/05/2024

এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারলে ভালো লাগতো। 🤍

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Rose Fairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category