Shakib Family

Shakib Family I want to be on the side of helpless people all the time.

এত ভেবে কি হবে😔
14/11/2024

এত ভেবে কি হবে😔

সাঈদী সাহেব পিরোজপুর নয় বাংলাদেশের নয় পুরো মুসলিম বিশ্বের সম্পদ ছিলেন।  আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ১ম মৃত্য...
13/08/2024

সাঈদী সাহেব পিরোজপুর নয় বাংলাদেশের নয় পুরো মুসলিম বিশ্বের সম্পদ ছিলেন। আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ১ম মৃত্যু বার্ষিকী।
আল্লাহ আপনি হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

⛔️ শাহবাগী কুলাঙ্গাররা বিপ্লব ছিনতাই করতে ব্যস্ত!! এরাই বিপ্লব ছিনতাইকারী, ষড়যন্ত্রকারী।তরুণ প্রজন্মের মাঝে বিষবাষ্প ছড়ি...
08/08/2024

⛔️ শাহবাগী কুলাঙ্গাররা বিপ্লব ছিনতাই করতে ব্যস্ত!!
এরাই বিপ্লব ছিনতাইকারী, ষড়যন্ত্রকারী।
তরুণ প্রজন্মের মাঝে বিষবাষ্প ছড়িয়ে দেয়ার হীন কাজে লিপ্ত।এসব সেকুলারিজমের বয়ান দিয়েই এরা আওয়ামী স্বৈরতন্ত্রে ফুয়েল যুগাতো।
২ দিন যেতে না যেতে আমাদের স্বাধীনতা,সংগ্রামের, বিপ্লবের, নিপীড়নের গ্রাফিতি গুলো মুছে দিতে এদের কে বলেছে? কারা করছে? কাদের উষ্কানিতে করছে? কেউ কেউ আছে দ্রুত ওয়াশড হয়ে না বুঝেই সব জায়গায় লাফালাফি করে। এদের কে থামান! আর একটা দেয়াল লিখন, গ্রাফিতি যেন নষ্ট না হয়। যে বা সংগ্রামের অমর লিখনিগুলি নষ্ট করবে আমরা একশনে যেতে বাধ্য হবো।
শাহাবাগীদের এই গ্রাফিতি মুছে দিন, এদের প্রতিরোধ করুন । খুনীর এই সহযোগীরা আবার নতুন রুপে ফিরে এসেছে। এরা নতুন গ্রাফিতির নামে স্বৈরাচারের বিরুদ্ধে অমর দেয়াল লিখনগুলি মুছে দিতে উদ্যত।
এরা শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ক্ষোভের ভাষা ভুলিয়ে দিতে ব্যস্ত।

আমরা তা ভুলবোনা, ভুলতে দেবোনা.....

06/08/2024

সেই স্বাধীনতা চাই—
যেখানে হিজাব-নিক্বাবের কারণে কোনো নারী লাঞ্ছিত হবে না, শাঁখা-সিঁদুরের কারণেও না।
যেখানে টুপি-দাড়ির কারণে লাঞ্ছিত হবে না, ধুতি-পান্জাবির কারণেও না।

05/08/2024

আমি চিন্তা চেতনায় যা আসে তা প্রকাশ করতে চাই।
ক্ষমতায় থাকা অবস্থায় যা করছেন তার জন্য এখন খোদার কাছে মাফ চান,যাদের সাথে খারাপ আচরণ করছে তারা দেখিয়ে দিবেন কিভাবে মানুষ কে ভালোবেসে কাছে নিতে হয়,তাদের সাথে কোন প্রকার খারাপ আচরণ থেকে দূরে থাকবেন।

মনে রাখবেন আপনি ছাত্র আপনার থেকে শিক্ষা নিবে না।
কুকুর কামড় দিলে,তাকে কমাড় দেয়া যাবে না।
আমরা এমন একটা সমাজ তৈরি করবো যেটা দেখে জা*লিম,খু*নি, তারা তাদরর কৃতকর্মের জন্য আফসোস করে।

03/08/2024

Sylhet Under Attack!



03/08/2024

সেনাপ্রধানের সাথে সকল সেনা কর্মকর্তার বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠকের সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হবে।

আপাতত এটা জানিয়ে রাখি যে মিটিংয়ের শুরুতে সেনাপ্রধান বলেন, "আমাদের যে পরিমাণ যন্ত্রনা ও কাঁদানো হচ্ছে, তা দেখে আমার আইয়ুব বাচ্চুর গানের লাইন মনে পড়ছে, আরো বেশি কাঁদালে উড়াল দেব আকাশে"

এবং মিটিং শেষ হয় বিশেষ দোয়ার মাধ্যমে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, "হে আল্লাহ আমাদের জালিমের অত্যাচার হতে সহায়তা করুন, এবং আমাদের জালিমের সহযোগী বানিয়েন না"

উপস্থিত সকলেই এতে উচ্চস্বরে আমিন, আমিন বলেন।

বিস্তারিত আসছে।

Hello people 🙂
07/01/2024

Hello people 🙂

23/09/2023

তারুণ্যের রোড মার্চ

Address

Barisal

Telephone

+8801752780124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib Family:

Share