Somprity Binte Seema

Somprity Binte Seema Shomprity's life style,
photo,video,song,art etc.

চায়ের সাথে প্রেম💞।এই চায়ের কাপে যে প্রেম আছে তা তোমার মাঝে নেই,সতত অটুট থাকে এর রং স্বাদআর তোমার মাঝে বিশাল ভেজালের খাদ🙄...
05/08/2025

চায়ের সাথে প্রেম💞।

এই চায়ের কাপে যে প্রেম আছে তা
তোমার মাঝে নেই,
সতত অটুট থাকে এর রং স্বাদ
আর তোমার মাঝে বিশাল ভেজালের খাদ🙄।

---✍️সীমা,০৫.০৮.২৫,মোহিনীলয়,বরিশাল।

সুপ্রভাত বন্ধুদের সব্বাইকে।

যায় দিন যায়.... 🌿কেউ কাউকে ঠকাতেই পারে,প্রতারণা করতে পারে-কিন্তু এতসত্ত্বেও যদি আপনার বিবেক আপনাকে তাড়না না দেয়,তাহলে বু...
04/08/2025

যায় দিন যায়.... 🌿

কেউ কাউকে ঠকাতেই পারে,প্রতারণা করতে পারে-
কিন্তু এতসত্ত্বেও যদি আপনার বিবেক আপনাকে তাড়না না দেয়,তাহলে বুঝতে হবে আপনি মানুষের
পর্যায়েই নেই।
মহান আল্লাহ আপনাকে গোমরাহ্‌ করে দিয়ে
আপনার অন্তরাত্মা সিলগালা করে দিয়েছেন।
কাউকে ঠকালে তার হক নষ্ট করলে তার ফল
আপনার জন্য অবধারিত,এ জগতে না হলেও
হাশরের ময়দানে বিনিময়ে আপনার ভালো আমল
নামা তাকে বুঝিয়ে দিয়ে তার পাপের আমল নামা
আপনার মাথায় পেতে নিতে হবে।

নিজেকে শুধরে নিন,সময় থাকতে তাদের সাথে
ঋণের বোঝা কমিয়ে নিন।জীবন ক্ষণিকের,
পরকাল অনন্তকাল,তার কোন শেষ নেই.....

---✍️সীমা,০৫.০৮.২৫,মোহিনীলয়,বরিশাল।

রাত জেগে কেক বানালাম,সকালের নাস্তা,
সবাই ১ পিস করে নিয়েন😊।

তরী💞।কাছে থেকেও সে আসলে থাকেনা হৃদমাজারে কোন কিছুই আর দাগ কাটেনা,স্মৃতির আড়ালে আবডালে থাকে যার ছায়া গোধূলি লগ্নে ঔ আকাশে...
04/08/2025

তরী💞।

কাছে থেকেও সে আসলে থাকেনা
হৃদমাজারে কোন কিছুই আর দাগ কাটেনা,
স্মৃতির আড়ালে আবডালে থাকে যার ছায়া
গোধূলি লগ্নে ঔ আকাশের শুকতারায়
খুঁজি তার মায়া।

শঙ্খচূড়ায় গন্ধমাখা স্মৃতি চিহ্ন
আর তো কেউ আঁকেনা,
ভরা নদীর অথৈ জলে
এই ঘোর বর্ষায় সুখের তরী আর ভাসেনা।

---✍️সীমা,১৮.০৫.২৩ বাহেরচর,বাবুগঞ্জ,বরিশাল।

জীবনের উদ্দীপনা💞।সবাই চলে যায় নাকেউ কেউ না থেকেও থেকে যায়, সবাই ছেড়ে যায় নাকেউ কেউ থেকেও থাকেনা।সবাই ভালোবাসা চায়নাকেউ ক...
03/08/2025

জীবনের উদ্দীপনা💞।

সবাই চলে যায় না
কেউ কেউ না থেকেও থেকে যায়,
সবাই ছেড়ে যায় না
কেউ কেউ থেকেও থাকেনা।

সবাই ভালোবাসা চায়না
কেউ কেউ শুধু দিয়ে যায়,
কেউ কেউ সেই প্রেম,ভালোবাসা
অমর করে রেখে দেয়,
নয়নে,হৃদপিণ্ডে,স্মৃতিময় কল্পনায়
ও জীবন প্রবাহ ধারায়।

---✍️সীমা ১৮.০৬.২৪,বাবুগঞ্জ,বরিশাল।

ছবি: কক্সবাজার ২০২৪।

বন্ধুরা💞।একটিভ আছি,ফলো দিন সাথে সাথে ফলো ব্যাক,লাইক কমেন্ট বুঝে নিন।
03/08/2025

বন্ধুরা💞।
একটিভ আছি,ফলো দিন সাথে
সাথে ফলো ব্যাক,লাইক কমেন্ট বুঝে নিন।

ভাই,বোন বন্ধুরা💞,আসুন সবাই সবার সাথে সাহায্য সহযোগিতা করে নিজেকে এগিয়ে নিয়ে যাই।রাত্রি কথন🌿রাত্রি এলো চুপটি করে নীল আঁধা...
03/08/2025

ভাই,বোন বন্ধুরা💞,
আসুন সবাই সবার সাথে সাহায্য সহযোগিতা করে নিজেকে এগিয়ে নিয়ে যাই।

রাত্রি কথন🌿

রাত্রি এলো চুপটি করে নীল আঁধারে ঢেকে
তারা ভরা আকাশে যেন স্বপ্নের ঢেউ আঁকে।
চাঁদের আলো হাসে নীড়ে,গান গায় নিশীথ
নিদ্রাপুরীতে চলো যাই,জ্বালিয়ে শান্তি প্রদীপ।

---✍️সীমা,০৩.০৮.২৫,মোহিনীলয়,বরিশাল।

02/08/2025

স্টার সেন্ডার ভাই,বন্ধুরা সাড়া দিন,
স্টার লাগবে,প্রথম স্টার,, প্লিজ হেল্প!

মন💞আমার সবচেয়ে বড় শত্রু আমার মন।নিজেকে বশে রাখাই জগতের সবচেয়ে কঠিন কাজ।নিজ মনকে নিয়ন্ত্রণ করতে পারা মানে এ বিশ্বকেনিজের ...
01/08/2025

মন💞

আমার সবচেয়ে বড় শত্রু আমার মন।
নিজেকে বশে রাখাই জগতের সবচেয়ে কঠিন কাজ।নিজ মনকে নিয়ন্ত্রণ করতে পারা মানে এ বিশ্বকে
নিজের হাতের মুঠোয় আটকে রাখা।

নিজেকে ভালোবাসলে,নিয়ন্ত্রণ করতে পারলে অন্যের
প্রতি আকাঙ্খা,অভিলাষ,আগ্রহ,অভিযোগ,চাওয়া পাওয়া কমে যায়।

তখন প্রেম সুন্দর,বন্ধুত্ব ভরসার,জীবন ভালোবাসার
বাহ! সবকিছু অনেক সহজ হয়ে যায়।

----✍️সীমা,০১.০৮.২৫,মোহিনীলয়,বরিশাল।

শুভ রাত্তির সব্বাইকে,ডিনার খেয়ে নিন।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Somprity Binte Seema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category