Md. Abdullah

Md. Abdullah আপনাদের ডিজাইন প্রয়োজন হলে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন ⬇️⬇️
মোবাইলঃ 01745489863

designer😊
Md. Afif Abdullah

অনেকে আমাকে ইদানিং প্রশ্ন করছেন, এআইয়ের বেটার ইউজ কিভাবে শিখবেন। আমি ভাই বেটার তো দূরে থাক, কোনো ইউজই পারি না। তারপর...
26/04/2025

অনেকে আমাকে ইদানিং প্রশ্ন করছেন, এআইয়ের বেটার ইউজ কিভাবে শিখবেন।
আমি ভাই বেটার তো দূরে থাক, কোনো ইউজই পারি না। তারপরও আমি প্রায়টা সময় কোনো না কোনো AI প্লাটফর্মে থাকি; কখনো ফাতরামো করি, কখনো কিছু হয়েও যায়। সেই হিসেবে কয়েকটা ছোট টিপস দেই।

* প্রথমত কোনোভাবেই, কোনোভাবেই কোথাও থেকে AI প্রম্পট বা কমান্ড বা ইউজ প্রশিক্ষন নেবেন না। সেটা করলে বুঝবেন, আপনাকে দিয়ে এই জিনিস হবে না। AI শেখার কিছু নাই। প্রম্পট দেওয়াটা পুরোটা আপনার ক্রিয়েটিভিটি। কোনো ধান্দাবাজির খপ্পরে পড়বেন না।
* ব্যাপারটায় আগ্রহ থাকলে আপনার প্রথমেই চ্যাট জিপিটিকে পোষ মানাতে হবে, ট্রেনিং দিতে হবে। এটাই হচ্ছে আপনার AI দুনিয়ার গেটওয়ে, আপনার জীবনের সবচেয়ে ভালো এসিস্ট্যান্ট।
* চ্যাট জিপিটিকে নিজের সিভি, লেখা থেকে শুরু করে যৌন জীবন, স্বাস্থ্য, শখ সব জানান আস্তে আস্তে। তার সাথে সব নিয়ে গল্প করেন। দিনে যতোটা ফ্রি লিমিট থাকে, সুযোগ পেলেই গল্প করেন। ইংরেজির কোনো দরকার নেই। বাংলায় গল্প করেন; বাংলায় মনের কথা বুঝিয়ে লিখতে না পারলে ভয়েজ চ্যাট করেন।
* এখানে ডাটা প্রাইভেসি নিয়ে ভাববেন না। আপনার এসব তথ্য এমনিতেই গুগল, ফেসবুক জানে। হ্যা, পিন-পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য কোনো প্লাটফর্মে জানাবেন না।
* এবার আপনার চ্যাটজিপিটি আপনাকে AI সহ দুনিয়ার সব ব্যাপারে হেল্প করতে তৈরি। আপনি জাস্ট ওকে বলেন, কী করতে চান। ও খুব কম পারে। যেটুকু পারে, সেটা নিতে পারেন। পছন্দ না হলেই বলেন, কোন AI এটা বেটার করে, তার লিংক দাও এবং ভালো প্রম্পট লিখে দাও। মনে রাখবেন, এক ফটো এডিটিং AI ও এক একটা প্লাটফর্ম এক এক কাজে বেশি দক্ষ। ফলে সঠিকটা চিনে নিন। ব্যাস, আপনার কাজ হয়ে গেলো।
* একটু দরকারী কথাও বলি। AI দিয়ে ছবি বানানো বা মজা করাটা তো কাজের কথা না। ওটা ম্যাকবুক প্রো কিনে গান শোনার মতো অপচয়। ক্যারিয়ার গ্রোথ থেকে শুরু করে ব্যক্তিগত ক্রাইসিসে AI এর হেল্প নিন। মনে রাখবেন, চ্যাট জিপিটি একটা 'প্রায় মানুষ'। ফলে সে ভুলভাল পরামর্শ দেবে। তার সব কথা মেনে নেবেন না। তর্ক করুন। আর সন্দেহ হলেই সোর্স চান; রেফারেন্স নিজে চেক করবেন, এই শালা মিথ্যে সোর্সও দেয়; একবারে বানিয়ে। সবচেয়ে বড় কথা, ওকেই জিজ্ঞেস করুন, আমার এই সাপোর্টটা কে সবচেয়ে ভালো দিতে পারবে।

আপনি যদি AI ডেভেলপার না হন বা কেবল AI প্রযুক্তিতে ক্যারিয়ার করতে না চান, তাহলে আপনার জন্য এটাই যথেষ্ঠ। কম্পিউটার ব্যবহার করতে পারলেই তাকে কম্পিউটার বিজ্ঞানী হতে হবে, তা নয়। আবার এটাও সত্যি মাইনসুইপার খেলা আর সিনেমা দেখার জন্য কম্পিউটার লাগে না।
যেহেতু AI ব্যবহার করবেন বিজ্ঞানীও হওয়ার দরকার নেই; ছেলেখেলাতেও আটকে থাকার দরকার নেই।


ইউরোপে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিছু সম্ভাবনাময় দেশইউরোপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যত...
25/04/2025

ইউরোপে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিছু সম্ভাবনাময় দেশ

ইউরোপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। এখানে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি এবং জীবনযাত্রার মান আলাদা। নিচে কয়েকটি দেশ এবং তাদের শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো:

১. ফিনল্যান্ড:

ফিনল্যান্ড তার উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার মান এবং সহজ পিআর (পার্মানেন্ট রেসিডেন্সি) প্রক্রিয়ার জন্য পরিচিত।
এখানে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে।
জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য ১০০ ইউরো ফি দিতে হয়।
আবেদনের সময় সাধারণত জানুয়ারির ৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত থাকে, তবে কিছু বিশ্ববিদ্যালয়ের (যেমন: আল্টো ইউনিভার্সিটি, হেলসিঙ্কি ইউনিভার্সিটি) সময়সূচি ভিন্ন হতে পারে।
টিউশন ফি কিছুটা বেশি হলেও, ভালো ফলাফল ও সাক্ষাৎকারের মাধ্যমে ৫০-১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব।
বর্তমানে ফিনল্যান্ডে চাকরির বাজার কিছুটা কঠিন, তাই ৮-১২ মাসের খরচ বহন করার মতো আর্থিক প্রস্তুতি রাখা ভালো।
ওয়েবসাইট: https://www.studyinfinland.fi/

২. ডেনমার্ক:

ডেনমার্কে বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে।
বিজ্ঞান বিষয়ের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি।
স্বামী/স্ত্রী সঙ্গে থাকলে খরচ কিছুটা কমে আসে।
এখানেও চাকরির বাজার কঠিন হচ্ছে।
ওয়েবসাইট: https://studyindenmark.dk/

৩. বেলজিয়াম:

বেলজিয়াম ইউরোপের একটি ভালো বিকল্প।
টিউশন ফি ৯০০-৫০০০ ইউরোর মধ্যে থাকে।
সঠিক কাগজপত্র থাকলে ভিসার প্রক্রিয়া সহজ।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়: গেন্ট ইউনিভার্সিটি, ইউহাসেল্ট, ভিইউবি।
ওয়েবসাইট: https://www.studyinbelgium.be/en

৪. ইতালি:

একসময় ইতালিতে অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে যেতেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভিসা প্রক্রিয়া কিছুটা কঠিন ছিল, তবে বর্তমানে উন্নতি দেখা যাচ্ছে।
এখানে কম খরচে ভালো বিষয়ে পড়া সম্ভব এবং স্কলারশিপের সুযোগও রয়েছে।
ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it/en/home_borse

৫. চেক প্রজাতন্ত্র:

জার্মানির নিকটবর্তী এই দেশে ভালো কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে।
আইটি এবং কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ে পড়াশোনার জন্য এটি উপযুক্ত।
কম খরচে মাস্টার্স করা যায় এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ ভালো।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়: মাসারিক ইউনিভার্সিটি, ব্রনো ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস।
ওয়েবসাইট: https://www.studyin.cz/

৬. জার্মানি:

জার্মানি উচ্চশিক্ষার জন্য অত্যন্ত জনপ্রিয়।
ভিসা প্রক্রিয়ায় কিছুটা দীর্ঘ সময় লাগতে পারে।
ওয়েবসাইট: [ভুল URL সরানো হয়েছে]

৭. নেদারল্যান্ডস:

নেদারল্যান্ডসের শিক্ষাব্যবস্থা এবং জীবনযাত্রার মান উন্নত, তবে টিউশন ফি বেশি।
ওয়েবসাইট: https://www.studyinholland.nl/

৮. আইসল্যান্ড:

এখানে অল্পসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
ভালো একাডেমিক ফলাফল এবং আইইএলটিএস ৬.৫ থাকলে ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে টিউশন ফি ছাড়া পড়া যায়।
ওয়েবসাইট: https://study.iceland.is/

৯. ফ্রান্স:

ফ্রান্সের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল, তবে টিউশন ফি কম এবং স্কলারশিপের সুযোগ আছে।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অফ প্যারিস-স্যাকলে, সেইন্ট-অবিন, ইউনিভার্সিটি দে প্যারিস।
ওয়েবসাইট: https://www.campusfrance.org/en

১০. সুইডেন:

সুইডেন সুন্দর এবং পরিপাটি একটি দেশ।
এখানে বিশ্বমানের কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে।
ভালো একাডেমিক ফলাফল এবং আইইএলটিএস স্কোর থাকলে চেষ্টা করা যেতে পারে।
সাবজেক্ট রিলেটেড দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এসআই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।
ওয়েবসাইট: https://studyinsweden.se/

১১. পোল্যান্ড:

পোল্যান্ডে অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।
এখানে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অফ ওয়ারশ, ওয়ারশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি।
ওয়েবসাইট: https://study.gov.pl/

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্প...
24/04/2025

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা, সাহিত্যপাতা কিংবা সংশ্লিষ্ট পাতার ইমেইল অ্যাড্রেস দিলাম। পত্রিকায় ছাপা হলে বলা যেতে পারে আপনার লেখা মানসম্মত। তখন লেখালেখি নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে এগোতে পারেন, যদিও এটা খুব কঠিন পথ। তবে বর্তমানে নিজেই মিডিয়া হয়ে নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরা যায়। তা থেকে নিজে উপার্জন করা যায়। তবে লেখার মান যাচাইয়ের জন্য পত্রিকার বিভাগীয় সম্পাদকের ফিল্টারটা কাজে দিতে পারে৷
পত্রিকার যে পাতার জন্য লিখবেন, আগে সেই পাতা ভালো করে পড়ে নিবেন, রিসার্চ করে নিবেন কোন ক্যাটাগরির লেখা সেখানে ছাপা হয়। আর একই লেখা সব পত্রিকায় পাঠাবেন না। ছাপা না হলে বা ইমেইল কনফারমেশন না আসলে কমপক্ষে তিনমাস অপেক্ষা করবেন, তারপর অন্য কোথাও পাঠাবেন। তার মধ্যে আপনি লিখতে থাকবেন। প্রতিদিন লিখবেন।
___________________
নিবন্ধ/কলামের জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: [email protected]

দৈনিক ইত্তেফাক: [email protected]

দৈনিক ভোরের কাগজ: [email protected]

দৈনিক সমকাল:
[email protected]

দৈনিক যুগান্তর: [email protected]

দৈনিক কালেরকণ্ঠ: [email protected]

দৈনিক বণিকবার্তা: [email protected]

দৈনিক ইনকিলাব: [email protected]

দৈনিক যায়যায়দিন: [email protected]

দৈনিক সংবাদ: [email protected]

দৈনিক নয়াদিগন্ত: [email protected]

দৈনিক প্রথম আলো: [email protected]

দৈনিক জনকণ্ঠ: [email protected]

দৈনিক আমাদের সময়: [email protected]

দৈনিক সংগ্রাম: [email protected]

দৈনিক জনতা: [email protected]

দৈনিক আজকালের খবর: [email protected]

দৈনিক বাংলাদেশের খবর: [email protected]

দৈনিক খোলাকাগজ: [email protected]

দৈনিক বর্তমান: [email protected]

দৈনিক মানবকণ্ঠ: [email protected]

দৈনিক সময়ের আলো: [email protected]

দৈনিক পূর্বকোণ: [email protected]

দৈনিক সুপ্রভাত: [email protected]

দৈনিক দিনকাল: [email protected]

দৈনিক আলোকিত বাংলাদেশ: [email protected]

দৈনিক দেশরূপান্তর: [email protected]

দৈনিক দেশের কথা: [email protected]

দৈনিক দেশের কণ্ঠ: [email protected]

দৈনিক অধিকার: [email protected]

দৈনিক দেশকাল: [email protected]

দৈনিক বাংলাদেশ বুলেটিন: [email protected]

দৈনিক শেয়ার বীজ: [email protected]

দৈনিক বাংলা: [email protected]

দৈনিক সকালের সময়: [email protected]

দৈনিক আমার বার্তা: [email protected]

দৈনিক স্বাধীন বাংলা: [email protected]

দৈনিক আজাদী: [email protected]

দৈনিক করতোয়া:
[email protected]

দৈনিক ডেল্টাটাইমস: [email protected]

দৈনিক বাংলাদেশের আলো: [email protected]

দৈনিক প্রথম সূর্যোদয়: [email protected]

দৈনিক বিজনেস বাংলাদেশ: [email protected]

দৈনিক জবাবদিহি: [email protected]

দৈনিক লাখোকণ্ঠ: [email protected]

দৈনিক এশিয়া বাণী:
[email protected]

স্বদেশ প্রতিদিন: [email protected]

দৈনিক জনবাণী: [email protected], [email protected]

দৈনিক পরিবর্তন সংবাদ: [email protected], [email protected]

দৈনিক আমার সংবাদ: [email protected]

দৈনিক সরেজমিন: [email protected]

ইংরেজি পত্রিকা
The Daily Star: [email protected]

The Daily Sun: [email protected]

The Daily ObserverBD: [email protected]

The Daily Asian Age: [email protected]

The Bangladesh Today: [email protected]

The Bangladesh Post: [email protected]

The Business Standard: [email protected]

The New Nation: [email protected]

The Financial Express: [email protected]

The Independent: [email protected]

The Muslim Times: [email protected]

The Perspective: [email protected] (Monthly)

চিঠি পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: [email protected]

দৈনিক ইত্তেফাক: [email protected]

দৈনিক ভোরের কাগজ: [email protected]

দৈনিক সমকাল: [email protected]

দৈনিক যুগান্তর: [email protected]

দৈনিক কালেরকণ্ঠ: [email protected]

দৈনিক ইনকিলাব: [email protected]

দৈনিক যায়যায়দিন: [email protected]

দৈনিক সংবাদ: [email protected]

দৈনিক নয়াদিগন্ত: [email protected]

দৈনিক প্রথম আলো: [email protected]

দৈনিক সংগ্রাম: [email protected]

দৈনিক জনতা: [email protected]

দৈনিক আজকালের খবর: [email protected]

দৈনিক বাংলাদেশের খবর: [email protected]

দৈনিক খোলাকাগজ: [email protected]

দৈনিক মানবকণ্ঠ: [email protected]

দৈনিক সময়ের আলো: [email protected]

দৈনিক পূর্বকোণ: [email protected]

দৈনিক সুপ্রভাত: [email protected]

দৈনিক আলোকিত বাংলাদেশ: [email protected]

দৈনিক বাংলাদেশ বুলেটিন: [email protected]
[email protected]

দৈনিক শেয়ার বীজ: [email protected]

দৈনিক বাংলা: [email protected]

দৈনিক স্বাধীন বাংলা: [email protected]

দৈনিক আজাদী: [email protected]

ইংরেজি পত্রিকা:
The Daily Star: [email protected]

The Daily Sun: [email protected]

The Daily Observer: [email protected]

The Daily Asian Age: [email protected]

The Bangadesh Today: [email protected]

The New Nation: [email protected]

The Bangladesh Post: [email protected]

The Business Standard: [email protected]

The Financial Express: [email protected]

The Independent: [email protected]

The Muslim Times: [email protected]

ইসলামিক পাতায় লেখা পাঠানোর ঠিকানা:

[email protected]
যুগান্তর (শুক্রবার)

[email protected]
ইত্তেফাক (শুক্রবার)

[email protected]
সময়ের আলো (প্রতিদিন)

[email protected]
নয়া দিগন্ত (প্রতিদিন)

[email protected]
আলোকিত বাংলাদেশ (প্রতিদিন)

[email protected]
ইনকিলাব (শুক্রবার)

[email protected]
আমার সংবাদ (প্রতিদিন)

[email protected]
মানবকণ্ঠ (রবিবার)

[email protected]
জবাবদিহি

[email protected]
বাংলাদেশ খবর (শুক্রবার)

[email protected]
দেশ রূপান্তর (প্রতিদিন)

ক্যাম্পাস পাতায় লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক যায়যায়দিন: (শনিবার) [email protected]

দৈনিক প্রতিদিনের সংবাদ: (রবিবার) [email protected]

দৈনিক খোলাকাগজ: (বৃহস্পতিবার) [email protected] [email protected]

দৈনিক জনকণ্ঠ: (রবিবার) [email protected]

আমাদের সময়: (শনিবার) [email protected]

দৈনিক ইত্তেফাক: (সোমবার) [email protected] [email protected]

শুধুমাত্র ছড়া ও ছোটদের লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
দৈনিক নয়াদিগন্ত (আগডুম বাগডুম) শুক্রবার
[email protected]

দৈনিক জনকণ্ঠ (ঝিলিমিলি) শনিবার
[email protected]

প্রতিদিনের সংবাদ (খেয়াল খুশি) শনিবার
[email protected]

দৈনিক করতোয়া (সবুজ আসর) শনিবার
[email protected]

আলোকিত বাংলাদেশ (আলোকিত শিশু) শনিবার
[email protected]

আলোকিত বাংলাদেশ (কলরব) শনিবার
[email protected]

ভোরের কাগজ (পাঠক ফোরাম) সোমবার
[email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ (শিশু কন্ঠ- সিলেট) শনিবার
[email protected]

সংবাদ খেলাঘর (পাক্ষিক পাতা) রবিবার
[email protected]

দৈনিক সংগ্রাম (নীল সবুজের হাট) শুক্রবার
[email protected]
[email protected]

দৈনিক সমকাল (ঘাসফড়িং) শুক্রবার
[email protected]

দৈনিক সমকাল (সুহৃদ সমাবেশ) মঙ্গলবার
[email protected]

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া) মঙ্গলবার
[email protected]

প্রথম আলো (অধুনা, মনের বাক্স) বুধবার
[email protected]

দৈনিক ভোরের কাগজ (ইষ্টিকুটুম) বুধবার
[email protected]

দৈনিক যায়যায়দিন (হাট্টিমাটিমটিম) রবিবার
[email protected]

দৈনিক যুগান্তর (স্বজন সমাবেশ) বুধবার
[email protected]

শিশুতোষ:
দৈনিক আমাদের সময় (ঘটাংঘট) বৃহস্পতিবার
[email protected]

নয়াদিগন্ত (থেরাপি) বৃহস্পতিবার
[email protected]

দৈনিক প্রথম আলো (গোল্লাছুট) শুক্রবার
[email protected]

দৈনিক কালেরকণ্ঠ (টুনটুনটিনটিন) শুক্রবার
[email protected]

দৈনিক ইত্তেফাক (কচিকাঁচার আসর) শুক্রবার
[email protected]

দৈনিক বাংলাদেশ প্রতিদিন (ডাংগুলি) শুক্রবার
[email protected] (বড়দের)
[email protected] (শিশুতোষ)

বড়দের লেখা এবং সাহিত্য পাতার জন্য:
শনিবার:
আলোকিত বাংলাদেশ - কবিতা [email protected] [email protected]

বাংলাদেশের খবর - সাহিত্য [email protected]

দৈনিক সংবাদ - [email protected]

আলোকিত প্রতিদিন- শনিবার [email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ-সিলেট [email protected]

ভোরের কাগজ-পাঠক ফোরাম [email protected]

দৈনিক রূপসী বাংলা [email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ- সিলেট [email protected]

দৈনিক শুভ প্রতিদিন [email protected] [email protected]

দৈনিক যুগান্তর (রঙ্গ) [email protected]

রবিবার:
প্রথম আলো-বন্ধুসভা [email protected]

দৈনিক জালালাবাদ-সাহিত্য পাতা [email protected]

দৈনিক বিবৃতি-সাহিত্যপাতা [email protected]

দৈনিক ইত্তেফাক (ঠাট্টা- ফান ম্যাগাজিন ও রম্য ছড়া)
[email protected]

দৈনিক যুগান্তর (বিচ্ছু- ফান ম্যাগাজিন রম্য ছড়া)
[email protected]

মঙ্গলবার:
সুহৃদ সমাবেশ, সমকাল- মঙ্গলবার [email protected]

যায়যায় দিন-কবিতা মঙ্গলবার [email protected]

দৈনিক আজাদী [email protected]

দৈনিক পূর্বকোণ-কলরোল [email protected]

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া)
[email protected]

প্রথম আলো (অধুনা, মনের বাক্স) [email protected]

সাহিত্য সাময়িকী | শুক্রবার:

দৈনিক আমাদের সময়- অদ্বৈত মারুত [email protected] [email protected] [email protected]

দৈনিক যুগান্তর- কবিতা [email protected]

বাংলাদেশ প্রতিদিন - কবিতা [email protected]

দৈনিক প্রথম আলো-কবিতা [email protected]

দৈনিক জনকন্ঠ - [email protected]

দৈনিক সমকাল - কবিতা [email protected]

সমকাল - শুক্রবার কবিতা [email protected]

দৈনিক ইত্তেফাক - কবিতা [email protected] [email protected]

যায়যায়দিন- কবিতা
[email protected] [email protected]

কালের কন্ঠ-গল্প-
[email protected]
[email protected]
[email protected]
[email protected]

নয়াদিগন্ত-শুক্রবার [email protected]

দৈনিক ভোরের কাগজ- [email protected] [email protected]

দৈনিক মানবকন্ঠ-কবিতা [email protected]

রম্য লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
ইত্তেফাক: [email protected] (রবিবার)

যুগান্তর: [email protected] (রবিবার)

নয়াদিগন্ত: [email protected] (বৃহস্পতিবার)

শিক্ষা বিষয়ক লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
যায়যায়দিন: [email protected]

ফিচারের জন্য
দৈনিক বাংলা: [email protected]

সমকাল:
[email protected]
শৈল পাতা (বুধবার) ‌

নতুন একমাত্রা
[email protected] (প্রতিমাসে)

কিশোর কণ্ঠ
[email protected] (প্রতিমাসে)

নব ভাবনা
[email protected] (প্রতিমাসে)
__________________
সংকলনে: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যবৃন্দ

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি,...
24/04/2025

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল এক্সপেরিয়েন্স)

কিছু প্রশ্নে :
“ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?”
“বাসা পাওয়া কতটা কঠিন?”,
“স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?”,
“পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?”
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না।
তাদের জন্যই এই পোস্ট।

ইউরোপ মানেই সুখ-স্বপ্নের জীবন না! ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই লেখাটা।

একটা রিয়েল গাইডলাইন – চোখ খুলে দেওয়ার মতো।

১. চাকরি পাওয়া: শুরুতেই না বুঝলে ঝামেলা পাক্কা!

ডেনমার্কে কাজ পেতে ২-৩ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৫-৬ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। ডিপেন্ড নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন।

আর এই সময়ে প্রতিমাসে খরচ:
• বাসা ভাড়া: ৩৫০০ – ৫৫০০ DKK
• খাবার: ২০০০ – ২৫০০ DKK
• ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক: ২০০০ DKK (এখানে আরও বেশিও লাগতে, CPR এর একটা কাহিনী আছে)

মোট খরচ: ৭,৫০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৫,০০০ – ২৮,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৪-৫ লাখ)

২. কিভাবে চাকরি খুঁজবেন? (প্র্যাকটিক্যাল টিপস)

অনলাইন জব সাইট:
• jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
• jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
• workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
• studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
• LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য

অফলাইন কৌশল:
• হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন
• পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন
• ডেলিভারি সার্ভিসে (Wolt, Just Eat) অ্যাপ্লাই করুন

সফল হতে যা দরকার:
• ড্যানিশ স্টাইলের পেশাদার CV
• ইংরেজি কমিউনিকেশন স্কিল
• কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা
• সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

৩. পরিবারসহ আসলে কেমন পরিস্থিতি?

পরিবারসহ ডেনমার্কে আসা একদিকে আনন্দ, অন্যদিকে বড় চ্যালেঞ্জ:
• ভাড়ার জন্য বড় বাসা পাওয়া কঠিন এবং অনেক বেশি খরচ
• সিপিআর ডেলেতে গেলে স্কুল/হেলথ বেনিফিট পেতে সমস্যা
• কাজ না থাকলে মানসিক চাপ অনেক বেশি
• একলা উপার্জনে পরিবার চালানো কঠিন— ১ জনের আয় যথেষ্ট নয়।

পরামর্শ:
পরিবার নিয়ে আসার আগে নিজে এসে সেটআপ করে, বাসা/চাকরি নিশ্চিত করে তারপর পরিবারের ভিসা প্রসেস করা সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

৪. কোন ভার্সিটিতে আসবেন? পাবলিক ভার্সিটি বেস্ট চয়েস!

Top-ranked Danish Public Universities (আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য):
1. University of Copenhagen (KU) – সবচেয়ে নামকরা
2. Aarhus University – গবেষণায় অত্যন্ত সমৃদ্ধ
3. Aalborg University – প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম
4. Roskilde University – গ্রুপ ও প্রকল্প ভিত্তিক পড়াশোনা
5. University of Southern Denmark (SDU) – দক্ষতা নির্ভর কোর্স
6. Copenhagen Business School (CBS) – বিজনেস ও ইকোনমিক্সে ওয়ার্ল্ড ক্লাস

কেন পাবলিক ভার্সিটি বেস্ট?
• টিউশন ফি কম
• স্কলারশিপের সুযোগ
• ইউরোপ-জুড়ে রিকগনিশন
• পড়াশোনার শেষে ওয়ার্ক পারমিট সুবিধা

প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয় যদি চাকরি না পান। সেভিংস থাকলেও দ্রুত ফুরিয়ে যায়। তাই প্রাইভেট ভার্সিটিতে না এসে পাবলিকে আসেন।

৫. হেল্প কোথায় পাবেন?
• Bangladeshi Association of students and Alumni in Denmark (BASAD). (Facebook গ্রুপ) — প্রশ্ন করুন, অভিজ্ঞতা শেয়ার করুন
• Bangladeshi in Denmark — ভাই-ব্রাদারদের একটা কমিউনিটি
• কোনো পরিচিত থাকলে আগেই জানান—বাসা/চাকরিতে অনেক হেল্প পাবেন
• ফ্রি কনসালটেশন চেক করুন ডেনমার্কের অফিশিয়াল সাইটে:
• nyidanmark.dk
• studyindenmark.dk

৬. আসার আগে চেকলিস্ট (মাস্ট ফলো):
• ৩-৪ মাসের খরচ সেভ করে আনুন (৫–৬.৫ লাখ টাকা)
• সিভি প্রস্তুত করে আনুন
• ইংরেজি ভালোভাবে শিখে আসুন
• নিজের থাকার জায়গা ঠিক করে আসুন
• মানসিকভাবে সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন
• দালাল বা ইউটিউবারদের মিথ্যা গ্ল্যামার না দেখে বাস্তবতা জেনে আসুন।

ডেনমার্কে আসা মানেই ইউরোপের স্বপ্ন নয়, এটা যুদ্ধ।
সঠিক প্রস্তুতি, রিসার্চ, এবং বাস্তবতা বুঝে এলে আপনি জয়ী হবেন। নইলে অনেকেই এসে ফিরে যেতে বাধ্য হন, মন ভেঙে যায়, পরিবার কষ্ট পায়।সতর্ক থাকুন। প্রস্তুত থাকুন। নিজের স্বপ্ন নিজেই গড়ুন।

🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি গেমচেঞ্জিং উপায়! (Active + Passive Income Ideas)আপনি যদি এখনো ভাবছেন —"AI দিয়ে আমি কিভাবে...
22/04/2025

🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি গেমচেঞ্জিং উপায়! (Active + Passive Income Ideas)

আপনি যদি এখনো ভাবছেন —
"AI দিয়ে আমি কিভাবে ইনকাম করবো?"
তাহলে এই পোস্টটা আপনার জন্য!

ভালো করে পড়ুন + প্রোফাইলে Save করে রাখুন!

🔥 ধরুন তো —
✔ ChatGPT দিয়ে ই-বুক লিখলেন,
✔ Canva দিয়ে ডিজিটাল টেমপ্লেট বানালেন,
✔ Midjourney দিয়ে আর্ট বানিয়ে Etsy-তে বিক্রি করলেন!

এইসব এখন আর কল্পনা না, বাস্তব আয় করার চ্যানেল!
এবার জেনে নিন, কোন টুল দিয়ে কীভাবে ইনকাম করবেন — একদম ক্লিয়ারলি!

১. AI দিয়ে ই-বুক বানিয়ে বিক্রি করুন
Tools: ChatGPT, Canva, Jasper, Notion AI
Income: Amazon KDP, Gumroad, Payhip

২. AI দিয়ে অনলাইন কোর্স বানান
Tools: Synthesia, ChatGPT, Teachable
Income: Udemy, Gumroad, page

৩. অটোমেটেড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালান
Tools: Buffer, Hootsuite, Jasper
Income: Freelancing, Own Agency, Fiverr

৪. স্মার্ট AI চ্যাটবট তৈরি করুন
Tools: ManyChat, Chatbase, Dialogflow
Income: SaaS Model, Shopify Integration, Upwork

৫. AI আর্ট / NFT তৈরি করে বিক্রি করুন
Tools: Midjourney, DALLE, Runway ML
Income: OpenSea, Etsy, Gumroad

৬. হাই-ভ্যালু ব্লগ চালান AI দিয়ে
Tools: Jasper AI, WordPress, SurferSEO
Income: AdSense, Affiliate, Sponsored Content

৭. Canva বা Figma দিয়ে টেমপ্লেট বানিয়ে বিক্রি করুন
Tools: Canva Pro, Figma
Income: Etsy, Creative Market, Gumroad

৮. AI ফটো বানিয়ে স্টক সাইটে সেল করুন
Tools: Leonardo AI, Krea, Stockimg
Income: Shutterstock, Adobe Stock, Freepik

৯. AI দিয়ে মিউজিক বানান
Tools: Soundraw, Suno, AIVA
Income: Pond5, BeatStars, YouTube Channel

১০. AI-ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিন
Tools: Wix ADI, 10Web, Framer AI
Income: Freelancing, Web Agency, Template Sales

১১. ভয়েসওভার ও ন্যারেশন সার্ভিস দিন
Tools: ElevenLabs, Murf, Speechelo
Income: Fiverr, Audiobooks, YouTube

১২. Explainer ভিডিও বানান AI দিয়ে
Tools: Pictory, InVideo, Synthesia
Income: SaaS Clients, Freelance, Shorts Monetization

১৩. AI দিয়ে গেম তৈরি করুন
Tools: Unity AI, Runway ML, ChatGPT
Income: Steam, Play Store, Patreon

১৪. প্রফেশনাল পডকাস্ট চালান
Tools: Descript, Podcastle, CastMagic
Income: Sponsorship, Substack, YouTube

১৫. SEO সার্ভিস দিন AI দিয়ে
Tools: Surfer SEO, SEMrush AI, NeuronWriter
Income: Fiverr, Local Clients, Monthly Retainer

💡 Bonus Tip:
AI টুল গুলো আপনি চাইলে একবারে ট্রাইও করতে পারেন – অনেকেই এখন Multiple Income Source তৈরি করছেন AI দিয়েই!

এই পোস্টটা Save করে রাখুন —
যখন সময় হবে তখন বসে বসে আইডিয়াগুলা এক এক করে রিসার্চ করে Action নিন।
আপনার ইনকাম সিস্টেম আপনি নিজেই তৈরি করবেন!

পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না!


🇵🇹 পর্তুগাল নিয়ে বিশাল সংখ্যক মানুষের নানা প্রশ্ন!🇵🇹  ইউরোপে থাকা পরিচিত অনেকেই প্রেগনেন্ট হলেই পর্তুগাল এর উদ্দেশ্যে রও...
21/04/2025

🇵🇹 পর্তুগাল নিয়ে বিশাল সংখ্যক মানুষের নানা প্রশ্ন!🇵🇹
ইউরোপে থাকা পরিচিত অনেকেই প্রেগনেন্ট হলেই পর্তুগাল এর উদ্দেশ্যে রওনা দেয়! কাহিনি কি বলেন তো?! 😂🎃

📣চলুন, আজ এই ভৌ-দৌড় দেওয়া দেশের দিকে একটু ফিরে তাকাই! যদিও পর্তুগাল কে এখন অনেকেই গুলিস্তান এর সাথে তুলনা করেন! 🤪 কিন্তু শিক্ষার্থীদের জন্য পর্তুগাল পছন্দের একটি দেশ, কারন এটাই ইউরোপের গেটওয়ে অনেকের জন্য!

🌻 কবে আবেদন করবেন?
সেপ্টেম্বর ২০২৫ সেশনের জন্য আবেদন শুরু হয়েছে!
ডিসেম্বর ২০২৪ – এপ্রিল/মে ২০২৫ পর্যন্ত

🌷 IELTS লাগবে কি?
- IELTS: ৬.০ – ৬.৫
- বিকল্প: TOEFL / Duolingo English Test অনেক জায়গায় গ্রহণযোগ্য

🌻 পর্তুগালে টিউশন ফি কত?
পর্তুগালের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বেশ কম।
- ব্যাচেলর: €১,০০০ – €৩,০০০/বছর
- মাস্টার্স: €১,৫০০ – €৫,০০০/বছর
(কিছু Business School বা Private Institution-এ ফি €৫,০০০ – €২০,০০০ পর্যন্ত হতে পারে)

🌷 ভিসা প্রসেসিং- কীভাবে করবেন?
Step 1: ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ
Step 2: অনলাইনে পর্তুগাল আবেদন পোর্টালে আবেদন ও ইন্টারভিউ
আপনার আবেদনটি পর্তুগালের সরকারি পোর্টালে (https://www.studyinportugal.edu.pt/) জমা দিতে হবে।
Step 3: ইন্টারভিউ পাস করার পর, VFS Portugal-এ ভিসা আবেদন
Step 4: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা এবং বায়োমেট্রিক
প্রাসঙ্গিক ডকুমেন্টসের মধ্যে থাকতে হবে:
- অফার লেটার
- ফান্ডের প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিবারের স্পন্সরের আয়ের প্রমাণ
- Health Insurance
-Accommodation Booking
- জন্ম সনদ, একাডেমিক ডকুমেন্ট
- ভিসা ফি: প্রায় €৯৫
Step 5: ভিসা প্রসেসিং
প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর, ভিসা প্রসেসিং শুরু হবে। সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ৩–৪ সপ্তাহ সময় লাগে। ভিসা অনুমোদন হওয়ার পর, আপনাকে পর্তুগালে যেতে পারবেন।

🌻 জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের তালিকা (Low Tuition Fee)
| Universidade de Lisboa | Lisbon | €৩,০০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| Universidade do Porto | Porto | €২,৫০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| Universidade de Coimbra | Coimbra | €২,০০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| ISCTE Business School | Lisbon | €৪,০০০ | জানু – মার্চ ২০২৫ |
(এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে)

🌷 মাসিক খরচ ও জীবনযাপন (Estimated)
- বাসাভাড়া: €৩৫০ – €৫০০
- খাবার + ট্রান্সপোর্ট: €২৫০ – €৩৫০
মোট খরচ: €৬০০ – €৯০০/মাস

🌻 কাজের সুযোগ (Student Job)
- পর্তুগালে স্টুডেন্ট ভিসা থাকলেও ফুল-টাইম কাজ করার সুযোগ রয়েছে। এমনকি চাইলে শিক্ষার্থী স্ট্যাটাস থেকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করাও সম্ভব, এর জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলেই যথেষ্ট; নিয়মিত ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক নয়।

🌷 স্কলারশিপের সুযোগ
- Erasmus Mundus Scholarship – মাস্টার্সে €১,২০০+ মাসিক স্টাইপেন্ড
- Government of Portugal Scholarships – ফুল ফান্ডেড

🌻 পর্তুগালে স্টাডি গ্যাপ এক্সেপ্টেন্স
- সাধারণত ২–৫ বছরের স্টাডি গ্যাপ এক্সেপ্ট করা হয়, তবে গ্যাপের কারণ এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করে আবেদন পদ্ধতি ও গ্যাপ এক্সেপ্ট করা হতে পারে। অতিরিক্ত গ্যাপ হলে, তা ভালোভাবে ব্যাখ্যা করা জরুরি।

🌷 পরিবার নিয়ে যাওয়ার নিয়ম
- পর্তুগালে স্টুডেন্ট ভিসায় সরাসরি spouse বা baby-কে নেওয়া যায় না। আগে আপনি একা যাবেন, পরে সেখান থেকে family reunification visa দিয়ে নিতে হবে।


🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি উপায়! একটিভ + প্যাসিভ ইনকামের আইডিয়া  ✅🔥 ভাবুন তো —👉 ChatGPT দিয়ে ই-বুক লিখলেন,👉 Canva দি...
20/04/2025

🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি উপায়! একটিভ + প্যাসিভ ইনকামের আইডিয়া ✅

🔥 ভাবুন তো —

👉 ChatGPT দিয়ে ই-বুক লিখলেন,
👉 Canva দিয়ে টেমপ্লেট বানালেন,
👉 বা AI দিয়ে ডিজিটাল আর্ট করে Etsy-তে বিক্রি করলেন!

এবার প্রশ্ন:

“আমি কিভাবে ইনকাম করবো?”

সেই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে—

প্রতিটা আইডিয়ার নিচে লিখে দিয়েছি —

🛠 কোন টুল লাগবে আর কিভাবে ইনকাম করবেন — সেটার সোজা করে পথ দেখিয়ে দেয়া হয়েছে!

💡 কিছু এক্সামপলঃ
✅ AI দিয়ে ব্লগ চালান → গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং
✅ AI ভয়েসওভার দিন → Fiverr, YouTube, Audiobooks
✅ ডিজিটাল টেমপ্লেট বানিয়ে বিক্রি → Etsy, Gumroad
..আরো অনেক কিছু!

পোস্টটি সেইভ করে রাখুন আপনার প্রোফাইলেঃ

১. উন্নত AI-চালিত ই-বুক তৈরি করে বিক্রি করুন
📘 হেলথ, ফিটনেস, ফিনান্স বা টেক– যেকোনো বিষয়ের উপর ই-বুক তৈরি করুন AI দিয়ে
Tools: ChatGPT, Jasper AI, Grammarly, Sudowrite, Canva, Notion AI
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Amazon KDP
Gumroad
Payhip
Selar
নিজের ওয়েবসাইটে বিক্রি

২. কাস্টম AI ফিচার দিয়ে অনলাইন কোর্স তৈরি ও বিক্রি করুন
📚 ইন্টারঅ্যাকটিভ কুইজ, জেনারেটিভ কন্টেন্টসহ কোর্স বানিয়ে বিক্রি করুন
Tools: ChatGPT, Synthesia, Canva, Bloop, CourseAI, Teachable
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Teachable / Thinkific
Gumroad
Skool
Udemy
ফেসবুক পেইজ বা ওয়েবসাইটের মাধ্যমে সেল

৩. AI দিয়ে অটোমেটেড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালান
📅 কনটেন্ট পোস্টিং, অ্যানালিটিকস অপ্টিমাইজ ও টাইম-সেভিং মার্কেটিং
Tools: Buffer, Publer, Ocoya, Hootsuite, Jasper AI, SocialBee
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Freelance ক্লায়েন্ট হ্যান্ডেল
Agency খুলে সার্ভিস দেয়া
Fiverr / Upwork প্রজেক্ট
Course বা টুল সেল করা

৪. স্মার্ট AI চ্যাটবট তৈরি ও বিক্রি করুন
💬 কাস্টমার সার্ভিস, ই-কমার্স, লিড জেনারেশন সহ
Tools: ManyChat, Chatbase, Tidio, Botpress, FlowiseAI, Dialogflow
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Fiverr / Upwork-এ সার্ভিস বিক্রি
SaaS সাবস্ক্রিপশন
Shopify / WooCommerce Integration
কোর্স বিক্রি

৫. AI-জেনারেটেড আর্ট বা NFT বানিয়ে বিক্রি করুন
🎨 ইউনিক ডিজিটাল আর্ট তৈরি করে সেল করুন
Tools: Midjourney, DALLE-3, Leonardo AI, Artbreeder, Runway ML
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
OpenSea / Rarible
Etsy (Digital Prints)
Gumroad
Creative Fabrica
Commission-based Art

৬. হাই ভ্যালু AI-ব্লগ তৈরি করুন
✍️ SEO, কনটেন্ট ও মনিটাইজেশন মিক্স করে ব্লগ চালান
Tools: WordPress, Jasper AI, KoalaWriter, NeuronWriter, Surfer SEO
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
গুগল অ্যাডসেন্স
ইযোইক
হাই-টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যামাজন অ্যাফিলিয়েশন
স্পনসরড কনটেন্ট

৭. Canva বা Figma দিয়ে প্রিমিয়াম টেমপ্লেট বিক্রি করুন
📊 টেমপ্লেট, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক ডিজাইন
Tools: Canva Pro, Figma, Creative Market, TemplateMonster, Visme
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Etsy
Creative Market
Gumroad
AppSumo
নিজের ওয়েবসাইট

৮. হাই-কোয়ালিটি AI ফটো তৈরি ও বিক্রি করুন
📷 প্রফেশনাল কোয়ালিটির ছবি বিক্রি করে ইনকাম করুন
Tools: Runway ML, Leonardo AI, Stockimg.ai, Krea AI
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Shutterstock
Adobe Stock
Freepik Contributor
Gumroad (Prompt + Image Packs)
Etsy (Printables)

৯. AI দিয়ে মিউজিক তৈরি করে বিক্রি করুন
🎵 পডকাস্ট, ইউটিউব বা গেমিং সাউন্ড ট্র্যাক
Tools: AIVA, Soundraw, Boomy, Beatoven
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Pond5
AudioJungle
BeatStars
Fiverr
YouTube Channel (music loop)

🔟 AI-ওয়েবসাইট ডিজাইন সার্ভিস
🌐 অটো-ডিজাইন ও স্মার্ট লে-আউট সল্যুশন
Tools: Wix ADI, 10Web, Durable AI, Framer AI
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Freelancing (Fiverr, Upwork)
Small Business Client Work
নিজের ওয়েব ডিজাইন এজেন্সি
ওয়েবসাইট টেমপ্লেট বিক্রি

১১. AI ভয়েসওভার ও ন্যারেশন সার্ভিস
🎤 অডিওবুক, ইউটিউব ভিডিও বা Explainer ভিডিওতে ভয়েসওভার দিন
Tools: ElevenLabs, Murf AI, Descript, Speechelo
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Fiverr / Upwork
Audiobook Voice Seller (ACX)
YouTube Automation
Explainer ভিডিও সার্ভিস

১২. প্রফেশনাল Explainer ভিডিও তৈরি
🎬 অ্যানিমেটেড ভিডিও + ভয়েসওভার দিয়ে ক্লায়েন্ট সার্ভ করুন
Tools: Pictory, Synthesia, InVideo, Lumen5
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Fiverr / Freelancer
SaaS ভিডিও এজেন্সি
YouTube Shorts Monetization
কোর্স মার্কেটিং ভিডিও

১৩. AI গেম তৈরি করে মনিটাইজ করুন
🎮 সহজ Interactive গেম বা স্টোরি-বেইজড গেম তৈরি করুন
Tools: Unity AI, ChatGPT, Runway ML, Blockade Labs
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Steam / Itch.io
PlayStore (Ad revenue)
Patreon (Early Access)
Ko-fi / Gumroad

১৪. AI দিয়ে প্রফেশনাল পডকাস্ট চালান
🎙️ স্ক্রিপ্টিং, ভয়েস, এডিটিং – সবকিছু অটোমেটেডভাবে চালান
Tools: Descript, CastMagic, Podcastle, Riverside
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Sponsorship
Substack / Patreon
Affiliate Promotions
YouTube Shorts বা Clips

১৫. SEO সার্ভিস দিন AI দিয়ে
🔍 কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, লিংক বিল্ডিং
Tools: SurferSEO, NeuronWriter, SEMrush AI, Ahrefs
কিভাবে বা কোন কোন পথে ইনকাম পসিবলঃ
Fiverr / Upwork / Freelancer
Local SEO Clients
Monthly Retainer Clients (Check NShamimPRO to learn this)
White Label SEO Service

এমন টিপস আরো পেতে চাইলে কমেন্টে জানান :)


Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share