17/10/2024
وَعَن مُعَاوِيةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم «مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً يُفَقِّهْهُ فِي الدِّينِ». متفقٌ عَلَيْهِ
মুয়াবিয়া (রা) থেকে বর্ণিত তিনি বলেন:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা'য়ালা যার মঙ্গল চান, তাকেই দ্বীনের জ্ঞান দান করেন।
আল্লাহুম্মা যিদ লানা ইলমান ওয়া হিকমাহ! আমিন।