07/10/2025
- "যে যুগে ভালোবাসার মানে কী, শত প্রেমিক জানে না,
- যে যুগে ভালোবাসা শুধু সময় কাটানোর মাধ্যম, মিষ্টি কথার আড়ালে লুকানো মিথ্যে প্রতিশ্রুতি, হাসির আড়ালে ছুরি চালানোর অভ্যাস!
- সে যুগে আমি তোমায় ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, মন-প্রাণ উজাড় করে, তোমাকে নিজের জীবন ভেবে।
- যে যুগে ভালোবাসা মানে কেবল স্বার্থ, যেখানে মায়া মানে অভিনয়, ভালোবাসা মানে প্রতারণা, সেখানে আমি সত্যি ভালোবেসেছিলাম!
- তোমার চোখের জলে নিজের হাসি মুছে দিয়েছি, তোমার অভিমান মেটাতে নিজের অহংকার পুড়িয়ে ফেলেছি, তোমার এক হাসির জন্য নিজেকে হাজারবার ভেঙেছি।
- যে যুগে প্রেমিকা চলে গেলে প্রেমিক বলে— 'একটা মেয়ের জন্যে কাঁদতে হবে নাকি?'
- সে যুগে আমি রাতের পর রাত কেঁদেছি তোমার জন্য, বালিশ ভিজে গেছে, চোখের নিচে জমেছে অন্ধকার, তবু তুমি বুঝলা না, কতটা ভালোবেসেছিলাম তোমায়।চাঁদের আলোয় বসে তোমার কথা ভেবে নিশ্বাস নিয়েছি, প্রতিটা নিঃশ্বাসে ছিল তোমার নাম, তোমার স্মৃতি, প্রতিটা নিঃশব্দ রাত আমার কাছে ছিল মৃত্যুর মতো
যেখানে তোমার অভাব ছিল সবচেয়ে বড় যন্ত্রণা।
- যে যুগে প্রেম ভাঙলে মানুষ হাসে, 'নতুন কেউ আসবে' বলে ভুলে যায়, সে যুগে আমি প্রতিদিন তোমার ফিরে আসার প্রার্থনা করেছি,
- তুমি কি জানো?
- আমি এখনও তোমার অপেক্ষায় আছি, যদিও জানি- তুমি আর ফিরবে না কখনও। সময়ের সাথে সাথে সবাই বলে- কেটে যাবে, ভুলে যাবে, কিন্তু আমি জানি, কিছু ভালোবাসা কখনো মরে না, কিছু স্মৃতি কখনো মুছে যায় না।
- তুমি চলে গিয়েও আমার জীবনের প্রতিটা কোণায় থেকে গেছো, প্রতিটা নিশ্বাসে তুমি, প্রতিটা নীরবতায় তুমি, প্রতিটা কান্নায় তোমার নাম ধ্বনিত হয়।
- তুমি জানো?
- আমি তোমার জন্য আজও ত্যাগ করে যাচ্ছি, সব হাসি, সব আনন্দ, সব স্বপ্ন-কারণ তোমার ছাড়া কিছুই আর অর্থপূর্ণ মনে হয় না। তোমার জায়গায় কাউকে বসাতে পারিনি, কারণ ভালোবাসা আমার কাছে ছিল পবিত্র, ছিল সত্য।
- এই যুগে আমি বোকা, কারণ আমি আজও ভালোবাসাকে পুষে রাখছি , অপেক্ষা করি এমন কারো জন্য-যে হয়তো কখনো ফিরবে না। কিন্তু তবু আমি থাকব, কারণ তুমি আমার জীবনের এমন অধ্যায়— যা শেষ হয়েও শেষ হয় না...
- তুমি হয়তো আজ অন্য কারো হাসির কারণ, আর আমি আজও তোমার স্মৃতির ভেতর হারিয়ে যাই, প্রতিদিন তোমার পুরনো কথাগুলো মনে পড়ে, তোমার অভিমান, তোমার হাসি, তোমার সেই ভালোবাসার চোখ-সবকিছু যেন এখনও জীবন্ত, আর আমি একা, শুধু একা...
- এই জীবনের প্রতিটা রাত এখন কষ্টের, প্রতিটা সকাল শুরু হয় অভিমান নিয়ে, প্রতিটা দিন শেষ হয় তোমার নাম ডেকে, আর আমি ভাবি-যদি ভালোবাসা অপরাধ হয়,তবে আমি সারাজীবন সেই অপরাধের সাজা ভোগ করবো.!
- কারণ তোমায় ভালোবেসে আমি হারিয়েছি নিজেকে...
- তবু তোমার জন্য এই ভালোবাসা কখনো মরে যাবে না!! 😓😔