নিখোঁজ

নিখোঁজ Welcome to my page🥀🥀 Hello Everyone! My name is Md. Mohibulla.I'am a student in the digital marketing department?

27/11/2025

সুন্দরবনের রুপোলি ইলিশ 🥰

26/11/2025

Foryou 🫶😀🙏

Following

- আমি ধ্বংস..."- এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না।-  কখনো চাইলেই...
15/10/2025

- আমি ধ্বংস..."
- এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না।

- কখনো চাইলেই কাঁদতে পারিনি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি, "আমি ভালো নেই।" তাই নিজের ভিতরেই সব জমিয়েছি - হাসিমুখের আড়ালে, নীরবতার গভীরে।

- মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি। অথচ জানে না, ভেতরে ভেতরে আমি কতবার ভেঙেছি, একা রাতে বালিশ ভিজেছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি।

- আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি, যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি। কখনো ভেবেছি - হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দেবে সবকিছু।

- কিন্তু বাস্তবতা হলো- আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয়, আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে - কিন্তু শোনার কেউ নেই।

- সবাই বলে, "খারাপ সময় সব সময় থাকে না,সময় ভালো হয়ে যাবে" - কিন্তু কেউ বোঝে না, সময় শুধু ক্ষত তৈরি করে, সেগুলো শুকায় না।

- আমি এখন কেবল একটু নীরবতা - মুখে হাসি, চোখে অন্ধকার, আর মনে একরাশ দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি

- ধ্বংস হয়েছি, তবুও মুখে বলি - "ভালো আছি..."😅😊

15/10/2025

যে মানুষ তোমাকে হারানোর ভয়ে কাঁপে, তোমার জন্য কাঁদে, তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না — বুঝে নিও, সে তোমাকে সত্যিই ভালোবাসে।

যে মানুষ তোমার জন্য নিজেকে বদলে ফেলে, স্বপ্ন দেখে তোমাকে নিয়েই, তোমাকে সুখে রাখার জন্য লড়ে যায় — জেনে রাখো, সে তোমার প্রতি নির্মল প্রেমে বাঁধা।

যে তোমার অবহেলায়ও পাশে থাকে, তোমার জন্য নিজের রাগ, হাসি, আনন্দ সব বদলে ফেলে, সেই মানুষটিই তোমার প্রকৃত ভালোবাসার মানুষ।

এমন মানুষকে হারিও না, এমন ভালোবাসাকে অবহেলা কোরো না। কারণ, একবার হারিয়ে গেলে এমন মানুষ আর ফিরে পাওয়া যায় না।

14/10/2025

আওয়ার পর দেহি ঘর মর সব কাপে🙏

পদ্মা,হিন্দু মুসলিম কট🙄

11/10/2025

অভাবী ছিলাম, হঠাৎ তুমি এলে -
এরপর ভাবলাম তুমি তো আছো, কে জানতো
দেউলিয়া করে দিবে!❤️🥺

07/10/2025

- "যে যুগে ভালোবাসার মানে কী, শত প্রেমিক জানে না,
- যে যুগে ভালোবাসা শুধু সময় কাটানোর মাধ্যম, মিষ্টি কথার আড়ালে লুকানো মিথ্যে প্রতিশ্রুতি, হাসির আড়ালে ছুরি চালানোর অভ্যাস!

- সে যুগে আমি তোমায় ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, মন-প্রাণ উজাড় করে, তোমাকে নিজের জীবন ভেবে।

- যে যুগে ভালোবাসা মানে কেবল স্বার্থ, যেখানে মায়া মানে অভিনয়, ভালোবাসা মানে প্রতারণা, সেখানে আমি সত্যি ভালোবেসেছিলাম!

- তোমার চোখের জলে নিজের হাসি মুছে দিয়েছি, তোমার অভিমান মেটাতে নিজের অহংকার পুড়িয়ে ফেলেছি, তোমার এক হাসির জন্য নিজেকে হাজারবার ভেঙেছি।

- যে যুগে প্রেমিকা চলে গেলে প্রেমিক বলে— 'একটা মেয়ের জন্যে কাঁদতে হবে নাকি?'

- সে যুগে আমি রাতের পর রাত কেঁদেছি তোমার জন্য, বালিশ ভিজে গেছে, চোখের নিচে জমেছে অন্ধকার, তবু তুমি বুঝলা না, কতটা ভালোবেসেছিলাম তোমায়।চাঁদের আলোয় বসে তোমার কথা ভেবে নিশ্বাস নিয়েছি, প্রতিটা নিঃশ্বাসে ছিল তোমার নাম, তোমার স্মৃতি, প্রতিটা নিঃশব্দ রাত আমার কাছে ছিল মৃত্যুর মতো
যেখানে তোমার অভাব ছিল সবচেয়ে বড় যন্ত্রণা।

- যে যুগে প্রেম ভাঙলে মানুষ হাসে, 'নতুন কেউ আসবে' বলে ভুলে যায়, সে যুগে আমি প্রতিদিন তোমার ফিরে আসার প্রার্থনা করেছি,

- তুমি কি জানো?
- আমি এখনও তোমার অপেক্ষায় আছি, যদিও জানি- তুমি আর ফিরবে না কখনও। সময়ের সাথে সাথে সবাই বলে- কেটে যাবে, ভুলে যাবে, কিন্তু আমি জানি, কিছু ভালোবাসা কখনো মরে না, কিছু স্মৃতি কখনো মুছে যায় না।

- তুমি চলে গিয়েও আমার জীবনের প্রতিটা কোণায় থেকে গেছো, প্রতিটা নিশ্বাসে তুমি, প্রতিটা নীরবতায় তুমি, প্রতিটা কান্নায় তোমার নাম ধ্বনিত হয়।

- তুমি জানো?
- আমি তোমার জন্য আজও ত্যাগ করে যাচ্ছি, সব হাসি, সব আনন্দ, সব স্বপ্ন-কারণ তোমার ছাড়া কিছুই আর অর্থপূর্ণ মনে হয় না। তোমার জায়গায় কাউকে বসাতে পারিনি, কারণ ভালোবাসা আমার কাছে ছিল পবিত্র, ছিল সত্য।

- এই যুগে আমি বোকা, কারণ আমি আজও ভালোবাসাকে পুষে রাখছি , অপেক্ষা করি এমন কারো জন্য-যে হয়তো কখনো ফিরবে না। কিন্তু তবু আমি থাকব, কারণ তুমি আমার জীবনের এমন অধ্যায়— যা শেষ হয়েও শেষ হয় না...

- তুমি হয়তো আজ অন্য কারো হাসির কারণ, আর আমি আজও তোমার স্মৃতির ভেতর হারিয়ে যাই, প্রতিদিন তোমার পুরনো কথাগুলো মনে পড়ে, তোমার অভিমান, তোমার হাসি, তোমার সেই ভালোবাসার চোখ-সবকিছু যেন এখনও জীবন্ত, আর আমি একা, শুধু একা...

- এই জীবনের প্রতিটা রাত এখন কষ্টের, প্রতিটা সকাল শুরু হয় অভিমান নিয়ে, প্রতিটা দিন শেষ হয় তোমার নাম ডেকে, আর আমি ভাবি-যদি ভালোবাসা অপরাধ হয়,তবে আমি সারাজীবন সেই অপরাধের সাজা ভোগ করবো.!

- কারণ তোমায় ভালোবেসে আমি হারিয়েছি নিজেকে...
- তবু তোমার জন্য এই ভালোবাসা কখনো মরে যাবে না!! 😓😔

29/09/2025

- তুমি এলে বসন্তের রঙে।
- ফুলের ঘ্রাণে ভরে উঠল চারদিক, বাতাসে মিশে গেল অজানা নেশা। মনে হলো পৃথিবীটা হঠাৎ করে নতুন জন্ম নিলো। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি আলো যেন নতুন করে চোখ মেলে তাকাল আমার দিকে। আমি বিশ্বাস করেছিলাম—এবার বুঝি জীবন সত্যিই পূর্ণ হলো।

- তুমি গেলে শরতের শূন্যতায়।
- পাতাঝরা হাওয়ায় তোমার ছায়াটাও মিশে গেল কোথায় যেন। মাঠে ধান শুকালেই আমার বুকের ভেতর শুকিয়ে গেল আশা। চারপাশে রোদের রঙ ছিল, কিন্তু আমার আকাশে কেবলই মেঘ। আমি যতই হাত বাড়াই, ততই তুমি দূরে সরে গেলে। শরতের নিঃসঙ্গতায় পৃথিবীটা একেবারে ফাঁকা হয়ে গেল।

- তারপর শুরু হলো ধূসর সময়।
- সকালে ঘুম ভাঙে, কিন্তু আলো আসে না মনে। রাতে ঘুমাতে যাই, কিন্তু চোখ বুঁজলেই দেখি শুধু তোমার চলে যাওয়ার পথ। মানুষের ভিড়ে থেকেও আমি একা হয়ে গেলাম। হাসির আড়ালে লুকালাম কান্না, কথার আড়ালে লুকালাম শূন্যতা। আমার পৃথিবীটা ধূসর হয়ে গেল—না কালো, না সাদা—শুধু মাঝের এক অস্পষ্ট বেদনা।

- শরতের হাওয়া যতই বইতে লাগল, ততই মনে হলো তুমি আর ফেরার নও। আমি অপেক্ষা করলাম, কিন্তু অপেক্ষারও একটা সীমা আছে। আমার দিনগুলো গুনে গুনে ধূসর হয়ে গেল। কাগজে লিখলাম তোমার নাম, বাতাসে বললাম তোমার কথা—কিন্তু উত্তর এলো না। যেন তুমি এক মরীচিকা, আমি শুধু পথ চলছি বালির ভেতর।

- তবু আজও,
- আমি চোখ মেললেই প্রথম দেখি বসন্তের সেই আগমন। সেই আলো, সেই রঙ, সেই সুবাস এখনো বুকের গভীরে বন্দি। হয়তো তোমাকে আর পাব না, কিন্তু সেই স্মৃতি আমায় বাঁচিয়ে রাখবে।

- ধূসর পৃথিবীতে আমি একা হেঁটে চলি।
কখনো মনে হয়—বসন্ত ফিরে আসবে আবার,
কখনো মনে হয়—শরতের শূন্যতাই আমার নিয়তি।

- কিন্তু ভালোবাসার রঙ একবার দেখা হয়ে গেলে
ধূসর পৃথিবীতেও বেঁচে থাকা যায়,

- কারণ প্রতিটি ধূসরতার আড়ালেই
রয়ে যায় তোমার রেখে যাওয়া আলোর ছাপ। 😔😓

28/09/2025

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,
ভালোবাসা না.....!
চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না,
বরং!
সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়...।

তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ,
তুমি তোমার দূর্বল জায়গা গুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছো,
আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছো
শুধু তার কারনে.....।

তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভুতি গুলো বুঝবে,
একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে,
তাইতো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো....।

তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ,
তুমি যতোই না খেয়ে থাকো,
যতোই হাত কাটো,
যতোই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো ,
তাতে তার কিছু আসে যায় না....।

বিলিভ মি,
সে কখনো তোমার এই অনুভুতিগুলো
বুঝবে না,কখনোই না....।

চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে,!তুমি হয়তো ভাবছো?
সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে,
না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি.,
সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে....।

হ্যাঁ,
তোমার ভালোবাসাটা স্পেশাল,
কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারনার গল্পের প্রতারকগুলোর মতোই একজন.....।

তুমি যতো দূর্বল হবে,
যতো স্যাক্রিফাইজ করবে,
সে ততো তোমাকে অবহেলা করবে,
তার দেয়া প্রতিটা কষ্ট নিরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে,ভালোবাসা না....।

৫০ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছো,
মনে রেখো,এটা ভালোবাসা না,
এটা তোমার অনুভুতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি....।

একসময় বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না.,
হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লকলিস্টে দিয়ে দেবে,
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না,
দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে,
তাতেও তার কিছু আসবে যাবে না....।

"প্লিজ আমাকে ছেড়ে যেও না"
এই হৃদয়বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না,
তাই তোমার এই অমূল্য ভালোবাসা,
অমূল্য চোখের জল,
অমূল্য অনুভূতি গুলো সেখানেই প্রকাশ করো
যেখানে তুমি গুরুত্ব পাও....।

যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়,
সেই মানুষটা আর যাই হোক
তোমাকে ডির্জাব করে না....।
এটাই বাস্তবতা.....!!

ভালোবাসা কি অদ্ভুত তাইনা।। শুরুটা দুজনার সম্মতিতে হলেও গন্তব্য হয়ে যায় ভিন্ন।। কেউ চেয়েও পায় না @কেউ আবার পাওয়ার পর আর চ...
18/09/2025

ভালোবাসা কি অদ্ভুত তাইনা।। শুরুটা দুজনার সম্মতিতে হলেও গন্তব্য হয়ে যায় ভিন্ন।।
কেউ চেয়েও পায় না @
কেউ আবার পাওয়ার পর আর চায়না@
আবার কেউ কেউ বাধ্য হয়ে থেকে যায় একই ছাদের নিচে কিন্তু সেখানে ভালোবাসার ভ থাকে না।।।।।⚒️⚒️⚒

Address

Pathargata
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when নিখোঁজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share