Patuakhali Crush & Confessions

Patuakhali Crush & Confessions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Patuakhali Crush & Confessions, Digital creator, Patuakhali, Barisal.

Confession number :22From: অচেনা একজন To: অচেনা প্রিয় জনতোমাকে কনফেশন দেয়ার ইচ্ছে টা আগেই ছিল কিন্তু সামহাউ দেয়া হয়নি...
05/09/2024

Confession number :22

From: অচেনা একজন

To: অচেনা প্রিয় জন

তোমাকে কনফেশন দেয়ার ইচ্ছে টা আগেই ছিল কিন্তু সামহাউ দেয়া হয়নি । তোমাকে যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই 🥺 আর বার বার প্রেমে পরে যাই crush and confession এ কি ভালোবাসা প্রকাশ করবো? 😏

সত্যি বলতে আমি চাই তোমার সব সপ্ন পূরণ করতে। আর তুমি আমার সেই প্রিয়জন যার কথা ভাবলে আমার বিন্দু মাত্র সময় নষ্ট হয়না ,

তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সেই মানুষটি আসলেই অনেক ভাগ্যবতি হবে🌻

তোমার সাথে অনেক কথা আছে বলবো কোনো একদিন ।

অগোছালো এই কনফেশন দেখে আবার উল্টো রিয়েক্ট করোনা । প্রতিটা কথা মন থেকে বলা । আর অনেক কিছু বলতে চেয়ে বলতে পারলাম না ।তবে সেগুলো না বলাই থাক বুঝে নিও প্রিয়।

ভালো থেকো ❤️🌻
Pro Senjit

Confession number :22From : Tumar friend List Ar Kaw AkjonTo: Shikder Saiyanকেমন আছো আশা করি ভালো ই আছো একটা কথা বলার জন...
29/08/2024

Confession number :22
From : Tumar friend List Ar Kaw Akjon
To: Shikder Saiyan

কেমন আছো আশা করি ভালো ই আছো একটা কথা বলার জন্য আমি confession টা দিছি আমার না তোমাকে খুব ভালো লাগে কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টা ই কর না আমার msg টা পযন্ত seen কর না 🙂 এত ignor কোনো কর☹️ আমার অনেক কষ্ট হয় 😔 আজ পযন্ত কোনো ছেলে কে আমার ভালো লাগে নি কিন্তু তোমাকে আমার এত ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না😩 হয়ে যাও না আমার আমি হতে চাই শুধু তোমার 😇
জানো তোমাকে নিয়ে আমি সারাদিন ভাবি 🥰 তুমি যে msg seen কর না এমন করলে একদম সামনে গিয়ে propose করে পেলমো😏 আমাকে তুমি চিন না 😈 so Be Careful🥱
সবাই কে বলি তুমি আমার জামাই কেউ যেন তোমার দিকে তাকানোর সাহস না পায়। 😩
I Love you🥺❤️
I Love You soo Much🥰

Confession No:21From: Nicklas To: Labiba (My Noah) School: Patuakhali Government Girls High School.It takes a minute to ...
29/08/2024

Confession No:21
From: Nicklas
To: Labiba (My Noah)
School: Patuakhali Government Girls High School.

It takes a minute to have a crush on someone, an hour to like someone, and a day to love someone… but it takes a lifetime to forget someone. Some crushes just never went away. They built, instead, into something permanent, obsessive and all-consuming. At last I really wanna say please be my personal Noah.

Labiba Mridha

Confession no :20From : কেউ একজন To : চোখ দুটি যার। তোমাকে কনফেশন দেয়ার ইচ্ছে টা আগেই ছিল কিন্তু সামহাউ দেয়া হয়নি । ত...
04/07/2024

Confession no :20
From : কেউ একজন
To : চোখ দুটি যার।

তোমাকে কনফেশন দেয়ার ইচ্ছে টা আগেই ছিল কিন্তু সামহাউ দেয়া হয়নি । তোমাকে যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই 🥺 আর বার বার প্রেমে পরে যাই crush and confession এ কি ভালোবাসা প্রকাশ করবো? 😏
সত্যি বলতে আমি চাই তোমার সব সপ্ন পূরণ করতে। আর তুমি আমার সেই প্রিয়জন যার কথা ভাবলে আমার বিন্দু মাত্র সময় নষ্ট হয়না ,
তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সেই মানুষটি আসলেই অনেক ভাগ্যবতি হবে🌻
তোমার সাথে অনেক কথা আছে বলবো কোনো একদিন ।
অগোছালো এই কনফেশন দেখে আবার উল্টো রিয়েক্ট করোনা । প্রতিটা কথা মন থেকে বলা । আর অনেক কিছু বলতে চেয়ে বলতে পারলাম না ।তবে সেগুলো না বলাই থাক বুঝে নিও প্রিয়।
ভালো থেকো ❤️🌻

Confession No :19From: সিনিয়র।To:Prince😘ভালোবাসার প্রিন্স,প্রথম দেখাতেই কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারিনি...
04/07/2024

Confession No :19
From: সিনিয়র।
To:Prince😘
ভালোবাসার প্রিন্স,
প্রথম দেখাতেই কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারিনি😌তোমার মত সুন্দর একটা ছেলেকে দেখে প্রেমে না পড়ে থাকাও যায় না। অনেক অনেক ভালোবাসি তোমায় প্রিন্স🙂এতো মায়া তোমার মধ্যে যা আমাকে বারবার মুগ্ধ করে।🫶🏻 আমি যখনি গান শুনি তখনই তোমার কথা মনে পড়ে কেন তা বলতে পারব না😘💗শুধু এই টুকুই বলার ছিল তোমাকে।😭 তুমি আমাকে কখনোই ভালোবাসবে না সেটা আমি জানি তাই আর কিছু বলার নাই আমার🙂🥺
Prince KhaPrince Khan

Confession No:18From:খুব কাছের একটা মানুষ।প্রিয়তমা Fatema Jannatপ্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি অনেক মায়াবী।  জানিনা...
25/05/2024

Confession No:18
From:খুব কাছের একটা মানুষ।
প্রিয়তমা
Fatema Jannat
প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি অনেক মায়াবী। জানিনা তুমি অন্য কারো প্রতি আশক্ত কি না। কিন্তু আমি তোমার প্রতি ভীষনভাবে আশক্ত হয়ে গেছি। ভালোবাসি কিন্তু সামনে বসে প্রকাশ করার সাহস নেই তাই এখানেই জানিয়ে দিলাম ভালোবাসি প্রিয়

Confession No:17From: তোমার হাসির প্রেমে পরা কেউ...প্রিয় জেরিন Icce chilo na tomaka niya confusion daoar karon Ami Cai ...
23/05/2024

Confession No:17
From: তোমার হাসির প্রেমে পরা কেউ...
প্রিয় জেরিন
Icce chilo na tomaka niya confusion daoar karon Ami Cai nai tomak sobai dekhuk😢but kichu korar nai aivaba Chara ja ar tomaka janano somvob na 🙂 tomaka first mohila clg ar samna dekhi first dekhatai tomar hasir prem a pora gaci 😞tomar oi hasi boddo valobaso jerin 😓Janina Tumi single kina but javaba hok tomak Amar Kora nibo amr icca 😊ai first Time kauka atota valobasa felchi .samna samni bolta partam na sahos Kora Tai akhanai prokas korlam 😥

I love you prioy🤩
Arpor theke mask pora ber hoba Ami Cai na kau tmr ai sunder hasir prem a poruk😞

Confession no:16From: চেনা কেউ To: sajibকী বলবো বুজে পাচ্ছি না । তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগে। না বলার চেষ্টা করছি কি...
17/04/2024

Confession no:16
From: চেনা কেউ
To: sajib
কী বলবো বুজে পাচ্ছি না । তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগে। না বলার চেষ্টা করছি কিন্তু না বলে থাকতে পারছিলাম না। আমি জানি তুমি একটা সম্পর্কে আছো ।‌তারপর ও আমি তোমাকে অনেক ভালোবাসি দূর থেকে। ভালো থাকো । পারলে খুঁজে বের কাইরো।

Confession no-15From-  ফ্রেন্ড লিস্টে থাকা কেউTo- Kamrul Hasanএরকম দায়িত্ববান ছেলে আমি খুব কম-ই দেখেছি,,যে নির্দিষ্ট একজ...
28/03/2024

Confession no-15

From- ফ্রেন্ড লিস্টে থাকা কেউ
To- Kamrul Hasan

এরকম দায়িত্ববান ছেলে আমি খুব কম-ই দেখেছি,,যে নির্দিষ্ট একজন মানুষকে নিজের আওয়াতায় এনে তার সমস্ত দায়িত্ব খুবই নিপুণভাবে পালন করে।প্রথম দেখা -তারিখটা নাইবা বললাম,,চোখের দিকে তাকিয়ে অতল সমুদ্রে ডুবে গিয়েছিলাম।সাঁতার জানিনা তাই আর সাঁতরে ওঠা হলোনা অবশ‍্য ওঠার কোনো ইচ্ছাও ছিলোনা।কোথাও না কোথাও দূর্বলতা তার চোখেও দেখেছিলাম কিন্তু স্বভাবত নারী হওয়ার দরুণ তার দূর্বলতাকে বরাবরের মতোই উপেক্ষা করলাম।কিন্তু কত দিন!কখনো না কখনো তো তার দূর্বলতা টা কে প্রশ্রয় দিতে হতো।তুমি তোমার মনের কথা জানিয়ে দিয়েছো,আমরা দুজন হয়তো দিন কে দিন একে অপরের সাথে আবদ্ধ হতে চলেছি কিন্তু আমার এই না বলা কথা দূর্বাদলে ঢাকা ছিলো-যা আজ প্রকাশ করলাম।তোমার উত্তরত্তোর সাফল‍্য আশা করছি,,ভালো থেকো সবসময়। আর পারলে আমাকে পাশে থাকার সুযোগ দিও।

Confession no:14From:: MD Masum KhanTo:: TA S Niaপ্রিয়🖤“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাসতোমার চোখে দেখেছিলাম আমার স...
20/02/2024

Confession no:14
From:: MD Masum Khan
To:: TA S Nia
প্রিয়🖤
“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ”

সবার কাছে নিছক কবিতা হলেও, আমার কাছে জীবনের এক সুন্দর সত্যি এই লাইন দুটো। আমি তোমার চোখের সর্বনাশে নিপীড়িত এক প্রেমিক, তোমার চোখের মায়ায় হারিয়ে যাওয়া এক পথভোলা পথিক, তোমার হাসির ঝংকার যার সব দুঃখ- কষ্টের পরিসমাপ্তি।
আমি তোমার চোখে নিজের সর্বনাশ দেখেছি। আজীবন সেই সর্বনাশের মায়ায় ডুবে থাকতে চায়।
সুযোগ কি দেবে মায়াবিনী।
শুধুমাত্র শব্দ দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করা কঠিন। তেমনি আমার লেখা দিয়ে তোমার সৌন্দর্য ব্যাখ্যা করতে আমি ব্যর্থ।
তুমি কি আমার স্বপ্নের চিত্র হবে যাকে নিয়ে আঁকতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত।
কপালে টিপ ছাড়াই তুমি সুন্দরী, একটা পরী।অনেক বেশি সুন্দর লাগে তোমাকে দেখতে।
অমায়িক মধুরতা আর সুকরুন স্তব্ধতায় তুমি শুধু তুমি । সাধারণের মাঝে তুমি অনন্য।
তুমি নন্দিত এক পুষ্পালয়ে প্রস্ফুটিত হয়ো,আমি তোমায় চেয়ে চেয়ে দেখবো। তুমি নিখুত -সুনিপুণ এক বিধাতার সৃষ্টি।
কৃষ্ণচূড়া রোডে হাত ধরে হাটতে চাই কোন এক বসন্তে ,বৃষ্টি ভেজা কোন এক দুপুরে। ছোট ছোট দুষ্টামি করতে চাই সারাদিন তোমার সাথে।
ওগো পবিত্র নিষ্পাপ

স্বত্তধারিনী ,
আমি বিমুগ্ধ চেতনে বলেতেছি-
স্নিগ্ধ আবীর মাখানো মৃদু ছায়ার বিকেলে,
তুমি দূরের চন্দ্রীমা।
প্রিয় তোমার হতে চাওয়া এক কবি

Confession no :13From : কিছুটা পরিচিত To : anisa Tomarey nia omon copy koira hajara hajar line lickbo nah. mon a jaia as...
19/01/2024

Confession no :13
From : কিছুটা পরিচিত
To : anisa

Tomarey nia omon copy koira hajara hajar line lickbo nah. mon a jaia ase oitai lickbo. Amar kasa khub kom manus ke e valo lage tar moddhe kmney jani tmi akjono hoia gela. Tomakey dakhar por theka kmon jani prem a porar moto feelings paitesi. Prem a porsi kina jani nah but valo lage ❤️‍🩹

24/11/2023

রাতের আধারের পটুয়াখালী শহর💜💥⚡

Repoter:Shikder Saiyan

Address

Patuakhali
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patuakhali Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share