
11/05/2025
দীর্ঘদিন নেছারাবাদ(স্বরূপকাঠী)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল, পপুলার বরিশাল,শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল,ঢাকা রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আঞ্জুমান য়ারার গাড়িতে বোনের বাসায়। ঢাকায় থাকাকালীন সময়ে উচ্চ দায়িত্বপূর্ণ পদে চাকুরী করে ও অসুস্থ নাতির প্রত্যাহিক চিকিৎসার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে হাসপাতালে মায়ের চিকিৎসা থেকে শুরু করে মায়ের জন্য বিভিন্ন ধরনের খাবার ( যাউ,ছুপ উন্নত মানের খাবার সমূহ) সহ আমাদের ছয় জনের তিন বেলা খাবারের কঠিন দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেছেন আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ - মা - বোন - নাতির নেক হায়াত ও সুস্বাস্থ কামনা করি ।