Tiny World

Tiny World Alhamdulillah For Everything. Your best source of authentic Islamic Videos, Articles, and Stories.

27/12/2022

যে সাতটি স্বপ্ন ভালো সময় আসার আগে মানুষ বার বার দেখে

27/11/2022

গত বছর হজ্জ শেষ করে বেশ কিছু আজওয়া খেজুর সাথে নিয়ে আসলাম । যথাসম্ভব আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের দিয়ে আমি একটা জার ভর্তি করে নিজের জন্য রেখে দিলাম খুব যত্ন করে । ঐ খেজুর নিয়ে আমি মিশর যাই । তারপর আমেরিকা, সাথে আমার সেই আজওয়া খেজুর ।

একদিন এক বাসায় বেড়াতে গেলাম । সে বাসার আন্টি রান্না করতে করতে গল্প করছিলেন । তার পাশেই কিচেনে বসে ছিলাম । এক পর্যায়ে হজ্জের প্রসঙ্গ , তারপর আন্টি আজওয়া খেজুর নিয়ে বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেলেন । তিনি খুব শুনেছেন কিন্তু আজ অবধি খেতে পাননি । এক পর্যায়ে কাঁদছেন, যদি হজ্জে যেতে পারতেন, যেতেন যদি মদীনা । ইচ্ছেমত যদি আজওয়া খেতে পারতেন ।

সেদিনের মত আন্টির কাছ থেকে বিদায় নিলাম । বাসায় ফিরে ফ্রীজ খুলে আমার আজওয়া খেজুরের জারটা হাতে নিয়ে বসে আছি । আন্টির কান্না ভেঁজা মুখ আর তার আফসোসটা মন থেকে সরছে না । আন্টিকে দিতে ইচ্ছে করছে, আবার তিন দেশ বয়ে বেড়ানো নিজের জন্য রেখে দেওয়া এত প্রিয় জিনিসটা দেই কি করে ।

পরদিন সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে সোজা আন্টির বাসায় । হ্যান্ড ব্যাগ খুলে আজওয়া জারটা আন্টির হাতে দিয়ে বললাম ‘পুরোটাই আপনার’ । কিছু অনুভুতি বলে বুঝানো যায় না। আমি বুঝাতে পারবো না তারপর সেখানে কি আবেগঘন মুহূর্ত হলো ।

একটা চরম উপলব্ধি বাসায় ফিরলাম । খুব যত্ন করে তিন দেশ বয়ে সুদুর আমেরিকাতে নিয়ে যাওয়া আজওয়ার জারটা আসলে আমার না; আমাকে দিয়ে আল্লাহ সুবহানুওয়াতায়ালা সেটা যার জন্য বরাদ্দ তার হাতে পৌছে দিয়েছেন ।

রিজিক যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা আসবেই,সাত সমুদ্র তোর নদী পেরিয়েও ।

ঘটনা এখানেই শেষ নয় । এর সপ্তাহ খানেক পর আমার ঘনিষ্ট বন্ধু ওমরা করে ফিরল । আমি দেখা করতে গেলাম । বিদায় নেয়ার সময় বন্ধু বললো ‘তোর জন্য খুব দামী গিফট্ আছে ।’

সারাটা রাস্তা ঝাপসা চোখে ড্রাইভ করে বাসায় ফিরছি । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিঁজে যাচ্ছে বারবার । ঠিক এক জার আজওয়া নিয়ে বাসায় ফিরেছি, যেমনটা দিয়েছিলাম আন্টিকে ।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী ।।

আল্লাহ তা‘আলা বলেন, وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا
‘‘এবং তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। অতঃপর তার একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন’’।
(সূরা ফুরকান: ২)

কপি📌

24/11/2022

আল্লাহর কাছে থেকে গায়েবি সাহায্য লাগবে দয়া করে তিন বার দোয়া টি পড়ুন
, লা হাওয়া ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
(৩বার) পড়ে শেষ হলো আলহামদুলিল্লাহ

20/11/2022

যা পেয়েছি আর যা পায়নি, সব মিলিয়ে শুকরিয়া ❤️
আলহামদুলিল্লাহ ❤️

18/11/2022

প্রত্যেক স্বামী-স্ত্রীর হজ্জ্ব পালনের স্বপ্নটা পূরণ হোক।

আমিন🤲🤲🤲

12/11/2022

ইনশাআল্লাহ 🤲🤲

🤤🤤🤤
11/11/2022

🤤🤤🤤

10/11/2022

স্বামীর কদর করতে শিখুন বোন 🙏🙏

07/11/2022

রাগের বশবর্তী হয়ে আমরা নিজেরা নিজেদের উপর লা’নত ডেকে আনছিনা তো????

লা’নত সম্পর্কে দুটি কথা:

লা’নত কি?
লা’নত বা অভিশাপ দেওয়া হল কারো জন্য আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত ও অপসারিত হওয়ার প্রার্থনা।

কোন মুমিনকে লা’নত বা অভিশাপ দেয়া জঘন্য পাপ।
কারণ যাই হোক না কেন, যত গুরুতরই হোকনা কেন, কোনো মুসলিমের জন্য তার মুসলিম ভাইকে অভিশাপ দেওয়া জায়েজ নয়।

ফাতাওয়া আল-লাজনাহ আল-দাইমাহ (19/240) এ উল্লেখ আছে, “কোন মুসলমানকে অভিশাপ দেওয়া একটি বড় গুনাহ, এটি সাবিত ইবনুল দাহহাক রা. কর্তৃক হাদীছে প্রমাণিত হয়েছে যে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন: "মুমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার শামিল।" -আল-বুখারী (6105) এবং মুসলিম (110).

এটা কোন গোপন বিষয় নয় যে, একজন মুমিনকে হত্যা করা সবচেয়ে বড় পাপের মধ্যে একটি, আর মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাউকে অভিশাপ দেওয়া কে তাকে হত্যা করার সাথে তুলনা করেছেন। এ থেকে অভিশাপের ভয়াবহতা বুঝা যায়। (প্রশ্নের উত্তর দেখুন : 83390)

কোন মানুষ বা কোন বস্তুর উপর লা’নত করলে সেই লা’নত নিজের উপরেই ফিরে আসতে পারে।
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا، ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالًا، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ، فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلًا وَإِلَّا رَجَعَتْ إِلَى قَائِلِهَا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ঐ অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। কিন্তু তার সামনে আকাশে উঠার পথ বন্ধ করে দেওয়া হয়। তখন তা পুনরায় দুনিয়ায় প্রত্যার্বতনের জন্য রওয়ানা হয়, কিন্তু দুনিয়াতে আসার পথও বন্ধ করে দেওয়ায় সে ডানে-বামে(এদিক-ওদিক) যাওয়ার চেষ্টা করে। অবশেষে অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তার নিকট ফিরে আসে। তখন সেই বস্তু যদি ঐ অভিশাপের যোগ্য হয়, তাহলে তার উপর তা(অভিশাপ) পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর উপরই তা পতিত হয়"। (সুনান আবু দাউদ: হা:4905, আলবানী হাসান বলেছেন।)

অভিশাপ কেবল তারই উপর অবতীর্ণ হয় যে এর যোগ্য। যেমন, অবিশ্বাসী-কাফের, বিদআতী এবং কবীরা গুনাহে লিপ্ত ফাসেক শ্রেণী। নিরাপরাধ মুখলিস – মুহসিনীনদের উপর কারো অন্যায় লা’নত পতিত হয়না।

আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল হওয়ার তাওফীক দান করু্্ক

06/11/2022

SubhanAllah-☺️❤️
Follow My page🥰

06/11/2022

🍂🤎*আয়াতুলকুরসী*🤎🍂
🤎*যারা ফরজ নামাজের পর* *আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য»»মৃত্যুর যন্ত্রনা কেমন হবে—*🤎
হযরত মুহাম্মাদ (‎‫ﷺ‬‎)-এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে। নবীজীর ঘরের দরজায় একজন কড়া নাড়ছে । মা ফাতেমা (রাঃ)বললেন, “বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে।” নবীজী বললেন,“দরজা খুলে দেও তিনি আজরাইল (আঃ)তোমাকে এতিম করতে এসেছে।” ফাতেমা (রাঃ) দরজা খুলে দিলে প্রথমে জিবরাঈল (আঃ)পরে আজরাইল(আঃ) ঘরে প্রবেশ করল। হযরতে জিবরাঈল (আঃ) বলেন, “হে নবী! আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে, যে ফেরেস্তা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চাই না। আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, না যেতে চাইলে আপনাকে রেখে যাবে।” নবীজী বললেন, “থাকতে চাইলে কতদিন থাকতে পারব?” জিবরাঈল (আঃ)বলেন, “আপনার যতদিন ইচ্ছা।” নবীজী বলেন, “তারপর কি?” জিবরাঈল(আঃ) বলেন, “তারপর যেতে হবেই কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই।” নবীজী বলেন, “যেতে যখন হবে তাহলে এখনি আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই।”
হযরত আজরাইল (আঃ)প্রথমে নবীজীর বুকের উপর তার হাতটা রাখলেন।নবীজী বলেন, “আমার মনে হচ্ছে বুকের উপর ওহুদ পাহাড় রেখেছে।” নবীজী বলেন কি রাখলে আমার বুকের উপর? আজরাইল(আঃ) বলেন নবীজী আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজী বলেন, “তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রনা যদি ওহুদ পাহাড় রাখার সম কষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রনা।”নবীজী বলেন,হে আজরাইল(আঃ)! আজকে কথা দিয়ে যাও মৃত্যর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না।”
আজরাইল বলেন, “হে নবী! আমি যেহেতু জান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না..
🤎সুবাহান-আল্লাহ🤎

04/11/2022

'সুবহানআল্লাহ '❤️

04/11/2022

সবাইকে বলছি পুরোটা পড়বেন কিন্তু
একটা শব্দ ও বাদ দিবেন না।
সামান্য একটু সময় ব্যয় করেন
আশা করি ঠকবেন না— ইনশাআল্লাহ!🌸🌸

কেমন আছেন.? 😊

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ 🥰
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই.?😊

আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার?🥀

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ 🥰

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ 🥀

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ 🌻

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ 😍

নিচে যান.....

এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বিছানায় শুয়ে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

১০ বার পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ

যে ব্যক্তি প্রতিদিন ১০ বার কালেমা পড়বে কেয়ামতের দিন তার চেহারা নূর হয়ে থাকবে!🥀

পড়া শেষে এক বার আলহামদুলিল্লাহ্ লিখি😊

04/11/2022

- এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে,যদি বাসাটা পিঁপড়ার হয়!

- অল্প আমলেও জান্নাত পাওয়া যেতে পারে,যদি তা আল্লাহকে খুশি করার জন্য হয়,ইনশাহআল্লাহ!

03/11/2022
03/11/2022

যে দুটি চিহ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি!!!!

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category