Daily Charmonai দৈনিক চরমোনাই

Daily Charmonai দৈনিক চরমোনাই আল্লামা শায়খদ্বয় (রহঃ)-এর আদর্শকেই পাথেয় করে ইনশাআল্লাহ আমাদের পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ…

29/12/2025

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাওলানা মুজিবুর রহমান কালিশুরী হুজরের বক্তব্য!

#বাংলাদেশ_কুরআন_শিক্ষা_বোর্ড #ফলাফল #প্রকাশ

29/12/2025

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাওলানা শামসুদদোহা তালুকদার
স্যারের বক্তব্য!

#বাংলাদেশ_কুরআন_শিক্ষা_বোর্ড #বাংলাদেশ #বাংলাদেশ_কুরআন_শিক্ষা_বোর্ড #প্রকাশ
#সত্য_উদঘাটন #সত্য_উদঘাটন #খালেদাজিয়া #ইসলামিকসংবাদ

গনঅধিকার পরিষদের সেক্রেটারি রাসেদ, সভাপতি নুরুর সাথে ৩৬০° ডিগ্রি পল্টি মেরে ধানের শীষের টিকেট পেয়ে পদত্যাগ করেছে। ৩০০ আস...
28/12/2025

গনঅধিকার পরিষদের সেক্রেটারি রাসেদ, সভাপতি নুরুর সাথে ৩৬০° ডিগ্রি পল্টি মেরে ধানের শীষের টিকেট পেয়ে পদত্যাগ করেছে। ৩০০ আসেনে ১০ হাজার নমিনেশন বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝ'গ'ড়া'ঝা'টি হয়েছে।
এখন বিকাশ নুরুর দল খাদের কিনারায়।
এদিকে যে আসনে ধানের শীষ মার্কা পেয়েছে, সে আসনের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কা'ফ'নের কাপড় পড়ে আন্দোলন করছেন। রাশেদের মনোনয়ন বাতিলের জন্য।
শুনা যাচ্ছে, যেকোনো সময় গনঅধিকার রাশেদের ধানের শীষের মার্কা প্রত্যাহার করা হতে পারে।
কা'ফ'নের কাপড়ে...

২০২৫ এ  ইন্টার পাশ প্রধানমন্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার! ----------------------------------------------তারেক জিয়া দেশে আস...
28/12/2025

২০২৫ এ ইন্টার পাশ প্রধানমন্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার!
----------------------------------------------

তারেক জিয়া দেশে আসার পর থেকে তার সবকিছু লাইভ টেলিকাস্ট চলছে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের লাইভ, NID ফটোশুটের লাইভ, ------।
তবে গনহারে সবকিছুর লাইভ শুরু হলে অনেক কিছুই লাইভ হয়ে যেতে পারে যেটা হয়তো চায় নাই লাইভ হোক!

সত্যি কথা বলতে, আমি নিজেও জানতাম না যে তারেক জিয়া ইন্টার পাশ!!

আমি জাস্ট ভাবছি- ২০২৫ সালের এই আল্ট্রা মডার্ন যুগে এসে বাংলাদেশের ভার্সিটি পড়ুয়া বা গ্রাজুয়েটরা একজন ইন্টারমিডিয়েট পাশ কে তাদের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারবে সহজে!

অনেকে যুক্তি দিতে পারে খালেদা জিয়াও তো শিক্ষিত ছিলো না। হ্যাঁ, বাট ৫০ বছর আগের সিচুয়েশন, আর ২০২৫ সালের সিচুয়েশন ভিন্ন।

এইতো সেদিন- যখন লীগের অশিক্ষিত এমপিদের হাতে দেশের মানুষ গনহারে নির্যাতিত হচ্ছিলো, তখন পুরো দেশে একটা দাবি উঠেছিলো যে, যারা মানুষের নেতা হবে, তাদের একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। এমপি হওয়ার জন্য মিনিমাম অনার্স পাশ, চেয়ারম্যানে ইন্টার, আর মেম্বার হওয়ার জন্য এসএসসি। অধিকাংশ এটা সাপোর্ট করেছিলো, ইভেন অশিক্ষিতরাও। বাপ অশিক্ষিত হলেও সে চাই তার ছেলে মেয়ে শিক্ষিত হোক।
ভাগ্যিস এরকম নিয়ম হয়নি! তাহলে তারেক জিয়ার জন্য আবার নিয়ম চেন্জ করা লাগতো।

আরেকটা জিনিস ভাবছি-
একটা ছেলের বাপ প্রেসিডেন্ট, মা তিনবারের প্রধানমন্ত্রী হওয়া সত্বেও সে ইন্টারের গন্ডি পেরোতে পারেনি!!
রাজকুমারের মতো জীবন আর সুবিধা পেয়েও জাস্ট ইন্টার পাশ!
একটা ছেলে ঠিক কতোটা অপদার্থ হলে এটা সম্ভব!

অনেস্টলি- আমি মনে করতাম তারেক জিয়া ১৭ বছর ধরে যেহেতু লন্ডনে আছে, অনেক পড়াশোনা আর ডিগ্রী নিয়েছে নিশ্চয়। আজকে এনআইডি কার্ড দেখে চোখ চড়কগাছ!

যেমন ধরুন পিনাকী ভট্টাচার্য। সারাদিন ভিডিও তৈরি, রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যেও ফ্রান্সে মাস্টার্স করেছে, তারপর পিএইচডি শুরু করেছে।

আমি আমেরিকায় আমার পিএইচডির একটা কোর্সে ৭০+ বয়সের একজনকে পেয়েছিলাম। এই বয়সে পিএইচডি কেন?
উত্তরে বলছিলো- সে অনার্স শেষ করে জব শুরু করে। ফুল টাইম জব শেষ করে রিটায়ার করে তার মনে হলো বসে না থেকে পড়াশোনা করা উচিত। তারপর মাস্টার্স করলো, দেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা তে পিএইচডি শুরু করলো।

আমি ভাবছিলাম অন্য নেতাদের ছেলের কি অবস্থা। স্বাধীনতার পরে বাংলাদেশে অধিকাংশ সময় কঠিন সময় পার করেছে জামায়াত।এখনও অনেকের কাছে পরিত্যক্ত।
তো এরকম কঠিন সময় পেয়েও এদের ছেলেদের কি অবস্থা খোজ করলাম।দেখলাম -
গোলাম আজমের ছেলে আমান আজমি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলো, এবং সেনাপ্রধান হওয়ার কথা ছিলো নিয়ম অনুযায়ী।
মতিউর রহমান নিজামির ছেলে ডক্টর নকিবুর রহমান আমেরিকা থেকে পিএইচডি করে এখন আমেরিকার একটা টপ ভার্সিটির ফুল প্রফেসর।
মীর কাসেমের ছেলে আরমান ব্যারিস্টার।
মুজাহিদের ছেলে মাবরুর অনেক বড় লেখক, পন্ডিত।
আরেকজন শীর্ষ নেতার ছেলে ডক্টর নোমান আমেরিকা থেকে পিএইচডি করে একটা টপ ভার্সিটির প্রফেসর।

জাস্ট দুটো বিষয় ভেবে বেশ excited!
1. বাপ প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী হওয়ার পরেও ইন্টারের গন্ডি পেরোতে না পারা।
2. শিক্ষিত জেনারেশন ইন্টার পাশ প্রধানমন্ত্রী হওয়ার পরে তাদের অনুভূতি কেমন হবে।

(বিঃ দ্রঃ - নেতা হওয়ার জন্য শিক্ষিত হতে হবে, বিষয়টা এরকম নয়। পৃথিবীতে অনেক গ্রেট নেতা শিক্ষিত ছিলো না। স্বশিক্ষিত একটা ইমপরটেন্ট জিনিস।
শিক্ষিত হওয়ার সাথে যোগ্য হওয়ার সম্পর্ক সবসময় না থাকলেও, শিক্ষা যোগ্যতা অর্জনের অন্যতম টুল।
যার শরীরে শহীদ জিয়া, আর বেগম জিয়ার রক্ত, তার ভিতরে বাই ডিফল্ট লিডারশিপ থাকবে।
তবে বাপ প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী হওয়ার পরেও, ইন্টারের গন্ডি পেরোতে না পারাটা দৃষ্টিকটু। )

বরিশাল ০৫ ও ০৬ আসনে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর...
28/12/2025

বরিশাল ০৫ ও ০৬ আসনে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

১/ নির্বাচনী সমঝোতায় ৮ দলের সাথে সংযুক্ত হয়েছে এনসিপি এবং এলডিপি। তাদের স্বাগত জানাই। ২/ আরও অনেক দলের সংযুক্ত হওয়ার ...
28/12/2025

১/ নির্বাচনী সমঝোতায় ৮ দলের সাথে সংযুক্ত হয়েছে এনসিপি এবং এলডিপি। তাদের স্বাগত জানাই।

২/ আরও অনেক দলের সংযুক্ত হওয়ার আগ্রহ থাকলেও আমরা একোমোডেট করতে পারি নাই বলে দুঃখিত।

৩/ আসন সমঝোতার কার্যক্রম ৯০% সমাপ্ত। বাকি কার্যক্রম সম্পন্ন হলে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

বিকাশ নূর এবং আম তারেক ও রাশেদ খান—সবাই আজ “বিকাশ খানে” পরিণত।বিএনপি থেকে নমিনেশনের দোকান পেয়ে আনন্দের যেন শেষ নেই।রাজন...
28/12/2025

বিকাশ নূর এবং আম তারেক ও রাশেদ খান—সবাই আজ “বিকাশ খানে” পরিণত।
বিএনপি থেকে নমিনেশনের দোকান পেয়ে আনন্দের যেন শেষ নেই।
রাজনীতি এখন আর আদর্শের লড়াই নয়,
একটাই গোল—
মিনিমাম ২–৩ হাজার কোটি টাকার মালিক হওয়া।
এই হলো তাদের কাছে জীবনের তথাকথিত সফলতা—
এর বাইরে আর কিছুই না।

পো*লাপান এত ফা*জিল কেন বলেন তো?
28/12/2025

পো*লাপান এত ফা*জিল কেন বলেন তো?

কোমরে পি/স্তল নিয়ে স্টেজে বক্তব্য দেওয়া বিএনপি নেতা ভাইরাল, নেটিজনদের সমালোচনার ঝড়!
28/12/2025

কোমরে পি/স্তল নিয়ে স্টেজে বক্তব্য দেওয়া বিএনপি নেতা ভাইরাল, নেটিজনদের সমালোচনার ঝড়!

জোবাইদা রহমানের কাঁ/ধে রাখা হাতটা কার  এ নিয়ে আমি খুব চিন্তায় আছি ?🤔
27/12/2025

জোবাইদা রহমানের কাঁ/ধে রাখা হাতটা কার
এ নিয়ে আমি খুব চিন্তায় আছি ?🤔

Address

Charmonai
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Charmonai দৈনিক চরমোনাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share