হকের আওয়াজ২৪

হকের আওয়াজ২৪ আলহামদুলিল্লাহ
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহঃ হুজুরের আদর্শ নিয়েই আমাদের পথ চলা ইনশাআল্লাহ...

৫ টি বিষয় গোপন রাখুন—১. আপনার বৃহৎ কোনো পরিকল্পনা। পরিকল্পনা গোপন না রাখলে, আপনার পরিকল্পনা চুরি হয়ে যাবে। ২. আপনার পরব...
30/06/2025

৫ টি বিষয় গোপন রাখুন—

১. আপনার বৃহৎ কোনো পরিকল্পনা। পরিকল্পনা গোপন না রাখলে, আপনার পরিকল্পনা চুরি হয়ে যাবে।

২. আপনার পরবর্তী পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপের কথা শেয়ার করলে ঝামেলায় পড়বেন।

৩. আপনার পারিবারিক ইস্যু। এটা গোপন রাখা তো এক প্রকার ওয়াজিব।

৪. আপনার ইনকাম। ইনকামের সুস্পষ্ট আইডিয়া কাউকে দিবেন না।‌ এমনকি, পারলে নিজের স্ত্রী থেকেও ইনকামের পরিমাণ গোপন রাখুন।

৫. আপনার ভালোবাসা। বেশি ভালোবাসা দেখাতে গেলে নিজেই মূল্যহীন হয়ে যাবেন।

আপনার বাড়িতে চোর ঢুকলে আগে পুলিশের চাকরির জন্য এপ্লাই করবেন, পুলিশ হবেন, তারপর চোর ধরবেন 🥴
29/06/2025

আপনার বাড়িতে চোর ঢুকলে আগে পুলিশের চাকরির জন্য এপ্লাই করবেন, পুলিশ হবেন, তারপর চোর ধরবেন 🥴

জ্বরে আক্রান্ত হলে এই দোয়া পড়ে ফু দিবেন। আল্লাহ তাআলা চাহে তো সুস্থ হয়ে উঠবে। اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْ...
28/06/2025

জ্বরে আক্রান্ত হলে এই দোয়া পড়ে ফু দিবেন। আল্লাহ তাআলা চাহে তো সুস্থ হয়ে উঠবে।
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا.

🔊 বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা রব্বান-নাস, আযহিবিল বা’স, ইশফি আনতাশ-শাফী, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফা’আন লা ইউগাদিরু সাকামা।

📘 হযরত আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে ঝাড়ফুক করতেন।

📚 সূত্র: সহীহ বুখারী- হাদীস নং ৫৭৪৩, সহীহ মুসলিম- হাদীস নং ২১৯১।

26/06/2025

যখন অভাবে পড়বেন তখন বুঝবেন আপনজনেরা দুশমনের চেয়ে ও ভয়ংকর,❤️❤️❤️❤️❤️❤️

25/06/2025

যু'দ্ধ ব্রেকিং নিউজ...
ইরানের হা'ম'লা'য় ই'স'রা'ই'লের ইতিহাসে সর্বোচ্চ ক্ষতি হয়েছে। তাদের মোট ৩০,৮০৯টি ভবন, ৩৭১৩টি যানবাহন ও ৪০৮৫টি যন্ত্রপাতি ধ্বংস হয়েছে - রয়টার্স

25/06/2025

একবার নয়, দুইবার পড়ুন; তিনবার ভাবুন! 🧠

আমরা প্রায়শই ভুলে যাই যে, আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ এক একটি মূল্যবান নেয়ামত। যে হাত দিয়ে আমরা অন্যায়ভাবে অন্যকে আঘাত করি, হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না।

যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি, সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না।

আমাদের চোখ, যা দিয়ে আমরা হরহামেশা হারাম জিনিস দেখি, সেই চোখই না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে একনজর দেখতে পারতো না।

আমাদের কান, যা দিয়ে সারাদিন হারাম গান শুনি, সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পায় না।

আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি, সেই ব্রেন-বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে।

আমাদের মুখ, যা দিয়ে গীবত করি বা গালাগালি করি, সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারতো না।

যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদগ্রীব, সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারতো না।

আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি, তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কংকাল হয়ে পড়ে আছে!

একবারও কি ভেবে দেখেছেন?

আপনি যে নেয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নেয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে। যিনি আপনাকে এই নেয়ামতগুলো দিয়েছেন, তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না? অবশ্যই পারেন। সাধারণত তিনি তা করেন না, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো করবেন না। অতীতেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। শুধু সময়ের অপেক্ষা!

মনে রাখবেন, আপনাকে দেওয়া নেয়ামতগুলো স্থায়ী নয়। এগুলো শুধুই একটি পরীক্ষা। আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে!

একটু ভাবুন... প্লিজ...

পবিত্র কুরআনের বাণী:

"অতএব (হে মানুষ ও জ্বিন সম্প্রদায়!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিআমতকে অস্বীকার করবে?"
(সূরা আর-রহমান: আয়াত ১৩)

"আর যদি তোমরা আল্লাহর নিআমত গণনা কর, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"
(সূরা আন-নাহল: আয়াত ১৮)

"কেয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।"

(সূরা আত-তাকাসুর: আয়াত ৮)

 #এবার খেলা হব্বে।🐸
24/06/2025

#এবার খেলা হব্বে।🐸

সে কি মারা গেছেন? শুধু গ্রেফতার এটা তো আপেক্ষিক ব্যাপার। 😁
23/06/2025

সে কি মারা গেছেন?
শুধু গ্রেফতার এটা তো আপেক্ষিক ব্যাপার। 😁

হরমুজ প্রণালি বন্ধ না করার জন্য ইরানকে রাজি করাতে জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
23/06/2025

হরমুজ প্রণালি বন্ধ না করার জন্য ইরানকে রাজি করাতে জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন। এর আগে, ইরানের পা'রমা'ণবিক স্থাপনায় মার্কিন হা'ম'লার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁ'শি'য়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

মার্কো রুবিও বলেন, যারা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।

হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভুল বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যা উ'ত্তে'জনা বাড়িয়ে দেবে বলে তিনি বর্ণনা করেছেন। ইরানের জন্য এটি অর্থনৈতিক আ'ত্মহ'ত্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when হকের আওয়াজ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share