05/10/2025
চাঁদাবাজিদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণার পর এভাবেই হামলার শিকার হন একজন এএসপি। নরসিংদীতে অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। কিন্তু মুহূর্তেই ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়, আর অফিসারকে বেধরক মারধর করে রাস্তায় ফেলে রাখে এভাবে।
এটাই যদি হয় এত বড় একজন অফিসারের পরিণতি, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সন্ত্রাসীরা প্রকাশ্যে এভাবে অফিসারকে মেরে পালিয়ে যায়, কাউকে গ্রেপ্তার করা যায় না!
যদি এই হামলাকারীদের পুলিশ দ্রুত ধরে আইনের আওতায় না আনে, তাহলে বুঝতে হবে—সন্ত্রাসীদের কাছে পুলিশের ক্ষমতা নেই, আইনের শাসন কেবল কাগজে-কলমে রয়ে গেছে।
(copy)