RA BI ULツ

RA BI ULツ Assalamualaikum
(1)

কবরস্থানে-কত যুবক-যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবতো, বৃদ্ধ বয়সে তাওবা করে নিবে
29/10/2025

কবরস্থানে-

কত যুবক-যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবতো, বৃদ্ধ বয়সে তাওবা করে নিবে

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।কেনো নেন নি?শোনেন ঘরে আম...
29/10/2025

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।
কেনো নেন নি?
শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে, বাপ-বেটির আরো দশ দিন যাবে। আমি যদি নেই তো যার ঘরে নাই তার কী হবে!

এমন বিবেকবান রিক্সাওয়ালা!
হ্যাঁ!
তার কারণ তিনি স্ব-শিক্ষিত! তার একমাত্র কন্যা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছে। মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মা--রা যায়। মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেয়ের অমর্যাদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান। এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন।❤️

এমন বাবার প্রতি শ্রদ্ধা তো রাখাই যায়!
কাজ ছোট হলেই মানুষ ছোট হয় না!!💔

Copy post

রাতটা ছিল অন্য সব রাতের মতোই। রান্না শেষ করে ঘর গুছিয়ে রেখেছিল সে। হয়তো ভেবেছিল, কাল সকালে নতুন করে শুরু করবে জীবনের গল্...
29/10/2025

রাতটা ছিল অন্য সব রাতের মতোই। রান্না শেষ করে ঘর গুছিয়ে রেখেছিল সে। হয়তো ভেবেছিল, কাল সকালে নতুন করে শুরু করবে জীবনের গল্পটা। কিন্তু কে জানত, সেই রাতই হবে তার জীবনের শেষ রাত!

স্বামী সৌরভের সঙ্গে ছোটখাটো কথা কাটাকাটি, তারপর এক মুহূর্তের রাগে সে করল অকল্পনীয় এক কাজ — বালিশ চা"পা দিয়ে শেষ করে দিল সেই নারীর শ্বা"স, শেষ করে দিল এক মায়াভরা জীবনের গল্প।

ভোরের আলো ফুটে ওঠার আগেই নি"স্ত"ব্ধ হয়ে গেল এক ঘর, এক সংসার, এক ভালোবাসা। সকালে র‌্যাবের হাতে ধ"রা পড়ে সৌরভ। কিন্তু যে মুখে একসময় ভালোবাসার হাসি ফুটত, আজ সেখানে শুধু স্তব্ধতা আর কা"ন্না।

ভালোবাসা কি হয়ে গেছে? যে মানুষ একদিন "তুমি ছাড়া বাঁ"চ"বো না" বলেছিল, সে-ই আজ বলল, "বাঁ"চতে দিও না"…

চোখে জল আসে শুধু একটাই প্রশ্নে—
মানুষ কেন এমন হয়? ভালোবাসা কেন এত নিষ্ঠুর হয়?

copy

ক্ষু"ধার কাছে হার মানে সবকিছুই - মান, অভিমান, ল"জ্জা, ক"ষ্ট!পেটে খাবার থাকলে পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর লাগে। এই খাবা...
29/10/2025

ক্ষু"ধার কাছে হার মানে সবকিছুই - মান, অভিমান, ল"জ্জা, ক"ষ্ট!

পেটে খাবার থাকলে পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর লাগে। এই খাবারের জন্য আমরা প্রতিদিন কত কিছুই না করি তবুও এই খাবার কারও ভাগ্যে জুটে আবার কারও ভাগ্যে জুটে না। একমুঠো খাবারের আশায় মানুষ কত জায়গায় হাত পাতে।

প্রবাস থেকে এসে পেপে বাগান করে, ভাইয়ের সফলতা দেখে অনেকের কাছে বিষয়টা ভালো লাগলো না, পেপে বাগান কে টে দিলো রাতের আদারে।🥲
29/10/2025

প্রবাস থেকে এসে পেপে বাগান করে, ভাইয়ের সফলতা দেখে অনেকের কাছে বিষয়টা ভালো লাগলো না, পেপে বাগান কে টে দিলো রাতের আদারে।🥲

প্রবাসীরা দুপুরের খাওয়ার পরে যা করে🥺সময় পাই কিন্তু মাত্র এক ঘন্টা। প্রবাসী মানেই টাকার মেশিন🥹
29/10/2025

প্রবাসীরা দুপুরের খাওয়ার পরে যা করে🥺
সময় পাই কিন্তু মাত্র এক ঘন্টা।

প্রবাসী মানেই টাকার মেশিন🥹

টাকা উপার্জন করো,গ'রি'বের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো দেখবে জীবন সুন্দর।
29/10/2025

টাকা উপার্জন করো,
গ'রি'বের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো দেখবে জীবন সুন্দর।

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকির শেষ বিদায়।
28/10/2025

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকির শেষ বিদায়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।
28/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।

ওরা ছিল দুই বন্ধু।একসাথে বিদেশ পাড়ি জমিয়েছিল,একসাথে ঘাম ঝরিয়ে কাজ করেছিল,একসাথে চলে গেলো না ফেরার দেশে...লা*শ দুজনের ফির...
28/10/2025

ওরা ছিল দুই বন্ধু।
একসাথে বিদেশ পাড়ি জমিয়েছিল,
একসাথে ঘাম ঝরিয়ে কাজ করেছিল,
একসাথে চলে গেলো না ফেরার দেশে...

লা*শ দুজনের ফিরলো একসাথে,
জানাজা হলো একসাথে,
আর আজ দুজনের ক*বরও পাশাপাশি।

দূরত্ব জানেন কত? মাত্র এক হাত!

বন্ধুত্বের এমন নিদর্শন সত্যিই বিরল —
জীবন থেকে মৃত্যুর পরও একসাথে থাকা!

আল্লাহ আমার ভাইদের একসাথে জান্নাত নসীব করেন,আমিন 🤲

Copy post

#ওমানপ্রবাসী #ওমানেরখবর

স্ত্রী অপেক্ষা করছিলেন কখন তার স্বামী বাসায় আসবে।। সন্তান রা ও অপেক্ষায় ছিলেন বাবা বাসায় ফিরবে।। ছোট বাচ্চারা বাবা ফেরার...
28/10/2025

স্ত্রী অপেক্ষা করছিলেন কখন তার স্বামী বাসায় আসবে।। সন্তান রা ও অপেক্ষায় ছিলেন বাবা বাসায় ফিরবে।। ছোট বাচ্চারা বাবা ফেরার অপেক্ষা তো করবেই।। বাবা ফিরলে খাবার আনবে বাবার সাথে খেলবে।। আবুল কালাম বাসা থেকে বের হওয়ার সময় বলে গিয়েছিলেন আজকে তাড়াতাড়ি ঘরে ফিরবে।। কিন্তু তার আর ঘরে ফেরা হলোনা মেট্রোরেলের বিয়ারিং প্যাড তাকে শে""ষ ঠিকানায় পৌঁছে দিলো।। যখন কালাম বাসা থেকে বের হচ্ছিলো তার স্ত্রী দরজার মুখে দাঁড়িয়ে ছিলো।। ঐদিন নাকি তার দরজা বন্ধ করতে মন চাইছিলো না।। সে তার স্বামীকে দেখছিলো।। আহারে মেয়েটা কথা বলতে পারছিলো না কান্নায় তার গলা আটকে যাচ্ছিলো।। শুনলাম কালামের পরিবার ৫ লাখ টাকা পাবে, টাকায় কি একটা মেয়ের স্বা"মী হা"রা"নো"র দুঃখ ঘুচবে?? সন্তান কি তার বাবা কে ফিরে পাবে?? মানুষের জীবনের মূল্য কেনো আমরা টাকায় মূল্যায়ন করি?? একটা জীবনের মূল্য কি ৫ লাখ টাকা?? 😭😭

আহারে জীবন রোগীটা ধীরে ধীরে বলছিল😭😭“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর ...
28/10/2025

আহারে জীবন রোগীটা ধীরে ধীরে বলছিল😭😭

“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর কোনো টেস্ট করব না।”

আমরা নির্বাক হয়ে গিয়েছিলাম, তবুও চেষ্টা থামাইনি।
শেষ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি,
হয়তো একটুখানি আশার টানেই।

আজ সকালে ডিউটি নিতে গিয়ে শুনলাম—
রাতের সেই মানুষটা আর নেই।

বিছানার পাশে পড়ে আছে
দুই-তিন বেলার অর্ধেক খাওয়া খাবার,
আর চারপাশে নিঃশব্দ এক শূন্যতা।

যাদের পৃথিবীতে কেউ থাকে না,
তাদের মৃত্যু যেন আরও নীরব, আরও অবহেলিত।

© ডাঃ আবু সুফিয়ান বিন আঃহামিদ

Address

Barisal

Telephone

+8801836385157

Website

Alerts

Be the first to know and let us send you an email when RA BI ULツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RA BI ULツ:

Share