Quix Creative

Quix Creative Creative Graphics, Stunning Multimedia Content Production Agency.

Let 2026 be the year you rise higher, dream bigger, and become everything you’re meant to be.Happy New Year!
31/12/2025

Let 2026 be the year you rise higher, dream bigger, and become everything you’re meant to be.
Happy New Year!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব ক...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিস্থিতি যতই টাইট হোক 😐ডিসকাউন্ট কিন্তু মিস করা যাবে না! 😎Quix Creative IT Institute – 35% OFF চলছে!সুযোগটা হাতছাড়া কইর...
25/12/2025

পরিস্থিতি যতই টাইট হোক 😐
ডিসকাউন্ট কিন্তু মিস করা যাবে না! 😎
Quix Creative IT Institute – 35% OFF চলছে!
সুযোগটা হাতছাড়া কইরেন না 😄🔥

23/12/2025

Quix Creative এর প্রতিটি কোর্সে ৩৫% ডিসকাউন্টে এডমিশন নেওয়ার পরে আমি ও আমার বন্ধুরা:😎

✨ আপনার ডিজাইনই আপনার পরিচয়।আর সেই পরিচয় যদি হয় প্রফেশনাল,তাহলে সুযোগ নিজেই দরজায় কড়া নাড়বে।🎨 গ্রাফিক ডিজাইন শিখুন...
21/12/2025

✨ আপনার ডিজাইনই আপনার পরিচয়।
আর সেই পরিচয় যদি হয় প্রফেশনাল,
তাহলে সুযোগ নিজেই দরজায় কড়া নাড়বে।

🎨 গ্রাফিক ডিজাইন শিখুন এমনভাবে—
যেখানে শুধু সফটওয়্যার নয়,
গড়ে উঠবে আপনার ক্রিয়েটিভ আইডেন্টিটি।

🚀 Quix Creative IT Institute
আপনাকে প্রস্তুত করে বাস্তব কাজ, বাস্তব মার্কেট আর বাস্তব ক্যারিয়ারের জন্য।

📍 গৌরনদীতে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শেখার নির্ভরযোগ্য ঠিকানা
📞 আজই যোগাযোগ করুন এবং নিজের ডিজাইনকে দিন একটি শক্ত পরিচয়।




২০২৬ সালের সেরা স্কিলগুলো শিখে আপনার ক্যারিয়ারকে দিন নতুন গতি! 🚀বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে গতানুগতিক পড়াশোন...
20/12/2025

২০২৬ সালের সেরা স্কিলগুলো শিখে আপনার ক্যারিয়ারকে দিন নতুন গতি! 🚀

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে গতানুগতিক পড়াশোনার বাইরেও দরকার টেকনিক্যাল স্কিল। Quix Creative নিয়ে এলো প্রফেশনাল সব কোর্স যা আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং জব সেক্টরে এগিয়ে রাখবে।

✅ আমাদের কোর্সসমূহ: 🔹 Graphic Design 🔹 Digital Marketing 🔹 Video Editing 🔹 Web Design & Development

অবহেলার সময় আর নয়! আজই শুরু হোক আপনার প্রফেশনাল পথচলা। 🎯 বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন: 📞 01611-707358 📞 01305-061313

একটি তরুণ প্রাণ, থেমে যাওয়া এক স্বপ্ন…কিন্তু থেমে থাকে না সত্য আর ন্যায়ের আর্তনাদ।ওসমান হাদির মৃত্যু আমাদের গভীরভাবে নাড়...
19/12/2025

একটি তরুণ প্রাণ, থেমে যাওয়া এক স্বপ্ন…
কিন্তু থেমে থাকে না সত্য আর ন্যায়ের আর্তনাদ।

ওসমান হাদির মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।
এই শোক শুধু একটি পরিবারের নয়—এটি আমাদের দেশের বিবেকের শোক।

আমরা Quix Creative পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছি
এবং আল্লাহর কাছে দোয়া করছি—
তিনি যেন তাকে শহীদি মর্যাদা দান করেন
এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এই বীরের মৃত্যু..! মৃত্যু নয়—
তার আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ আবার নতুন করে এক হবে,
অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে
মানুষ আরও দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে।

ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে
আমরা নীরব নই।

🇧🇩


গর্বের ছন্দে জাগুক স্বাধীনতার অনুরাগ।মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতিQuix Creative টিম-এর পক্ষ থেকে জ...
15/12/2025

গর্বের ছন্দে জাগুক স্বাধীনতার অনুরাগ।
মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি
Quix Creative টিম-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।

তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজকে
সৃজনশীলতা, দায়িত্ববোধ ও ঐক্যের মাধ্যমে
আরও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমরা একসাথে।

শুভ বিজয় দিবস
— Quix Creative

15/12/2025

✨ আপনার ক্যারিয়ার কি শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে?
নাকি আপনি চান পড়াশোনার পাশাপাশি এমন একটি স্কিল শিখতে—
যেটা আপনার ভবিষ্যৎকে করবে আরও শক্ত, স্মার্ট ও দীর্ঘস্থায়ী?

👉 Quix Creative আপনাকে সেই পথটাই দেখাতে চায়।

📌 তাই প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা
আমাদের প্রতিষ্ঠানে থাকছে ফ্রি সেমিনার —
যেখানে আপনি জানতে পারবেন:
✅ ডিজিটাল স্কিল কীভাবে বাস্তবে কাজ করে
✅ কোন স্কিল আপনার জন্য উপযুক্ত
✅ পড়াশোনার সময়টাকে কীভাবে কাজে লাগিয়ে নিজেকে স্কিলড করা যায়
✅ কীভাবে স্কিলই হতে পারে আপনার পরিচয় ও ক্যারিয়ারের ভিত্তি

🎯 এই সেমিনারটি একদম ফ্রি,
শুধু প্রয়োজন একটি রেজিস্ট্রেশন।

📝 সেমিনারে জয়েন করতে
👉 রেজিস্ট্রেশন করতে Google Form লিংকটি পূরণ করুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsgL-eFiQ_Y9eZLEXB36qQWdaUXFG6jOx1gcodAd7bhCoAZA/viewform?usp=dialog
এবং নিজেই এসে বুঝে নিন—
আপনার জন্য কোন পথটি সবচেয়ে সঠিক।

📍 আমাদের ঠিকানা:
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে,
আগৌলঝাড়া রোড, গৌরনদী, বরিশাল।

📞 যোগাযোগ করুন:
01611-707358
01305-061313

🚀 Don’t settle for ordinary.
Skill up, rise, and create your own path — with Quix Creative.

🔥 স্কিলই শক্তি। স্কিলই ভবিষ্যৎ।ডিগ্রি নয়—আজ দুনিয়া চায় কাজ জানা মানুষ।💻 ডিজাইন শিখুন🎨 ক্রিয়েটিভ হন🤖 AI দিয়ে স্মার্টভাবে ...
15/12/2025

🔥 স্কিলই শক্তি। স্কিলই ভবিষ্যৎ।
ডিগ্রি নয়—আজ দুনিয়া চায় কাজ জানা মানুষ।

💻 ডিজাইন শিখুন
🎨 ক্রিয়েটিভ হন
🤖 AI দিয়ে স্মার্টভাবে এগিয়ে যান

📍 গৌরনদী থেকেই শুরু হোক
আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার—
Quix Creative-এর সাথে।

🚀 আজ শিখুন, কাল লিড করুন।

📞 01611-707358 | 01305-061313

13/12/2025

বিজয়ের মাসে নিজের ক্যারিয়ারেও তুলে ধরুন সাফল্যের পতাকা!

💥 Quix Creative-এর প্রতিটি কোর্সে ৩৫% বিশেষ ছাড়!
স্বাধীনতার মাসে ফ্রিল্যান্সিং শিখে তৈরি করুন নিজের পরিচয়
দেশে কিংবা বিদেশে কাজ করে হন আর্থিকভাবে স্বাধীন 💼🌍

✨ কেন এই সুযোগটা মিস করা উচিত নয়?
🎯 ক্যারিয়ার ফ্রিডম – ফ্রিল্যান্সিং দিয়ে নিজের পথ নিজেই তৈরি করুন
🎓 হাতে-কলমে ট্রেনিং – অভিজ্ঞ ও সফল মেন্টরদের গাইডলাইনে
🔥 গ্রাফিক ডিজাইন | ওয়েব ডিজাইন | ডিজিটাল মার্কেটিংসহ সব কোর্সে ৩৫% ছাড়

🏆 এখনই সময় নিজেকে একজন বিজয়ী হিসেবে গড়ে তোলার!
⏰ অফার সীমিত সময়ের জন্য দেরি না করে আজই এনরোল করুন

📞 কল করুন: 01611-707358 | 01305-061313
📍 ঠিকানা: সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে,
আগৌলঝাড়া রোড, গৌরনদী, বরিশাল

#বিজয়ের_মাস
#ফ্রিল্যান্সিং #বিজয়

Address

গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক বিপরীতে আগৈলঝাড়া রোড,বরিশাল।
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Quix Creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quix Creative:

Share

Category