
24/06/2025
হৃদয়ে নাড়া দেয়ার মতো কীছু কথা😭😭
আজ নিজের হাতে মায়ের কবর খুঁড়লাম।
এই হাতে তাকে কতবার খাইয়েছি, আর আজ সেই হাতেই তাকে মাটিতে শুইয়ে দিলাম।
মাটি কাটছিলাম, কিন্তু মনে হচ্ছিল বুকটাই কেটে ফেলছি।
প্রতিটি কোপে ভেঙে যাচ্ছিল মন, হুমড়ি খেয়ে পড়ছিল স্মৃতিগুলো।
মায়ের মুখটা শেষবারের মতো ঢেকে দিতে গিয়ে হাত কাঁপছিলো।
জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই কাজটার ভার সবচেয়ে বেশি।
মা, আপনি সবসময় বলতেন, "তুই থাকলেই আমি আছি" — কিন্তু আজ আপনি নেই।
যেখানে আপনাকে রেখে এসেছি, সেখানে প্রতিদিন সূর্য উঠবে, কিন্তু আপনি ফিরবেন না।
আজ বুঝলাম, কবর খোঁড়া মানে শুধু মাটি খোঁড়া নয় — আত্মার এক টুকরো মাটিচাপা পড়ে যাওয়া।
যেখানেই থাকেন মা, আল্লাহ আপনাকে জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গা দান করুন।