Bangladesh Student League

Bangladesh Student League '' আমার শৈশবের ভালোলাগা . কৈশোরের স্বপ্ন
যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ " মা বাবা এক মাত্র আদরের সন্তান
(1)

10/07/2025

নষ্ট ডিম থেকে যেমন,
বাচ্চা আশা করা যায় না!
তেমনি ফ্যামিলি ০- ক্ষুধার্ত ব্যাক্তিদের দ্বারা ভালো রাজনৈতিক নেতা আশা করা যায় না।

হ্যা তারা বলেছিল আওয়ামিলীগ নেতারা মারা গেল নাকি জানাজা পড়ার মত মানুষ থাকবে না?ভাতিজা হাসনাত তোর জানাযা থাকবে না এটা শিউর...
09/07/2025

হ্যা তারা বলেছিল আওয়ামিলীগ নেতারা মারা গেল নাকি জানাজা পড়ার মত মানুষ থাকবে না?ভাতিজা হাসনাত তোর জানাযা থাকবে না এটা শিউর থাকিস,
একজন জনপ্রিয় মেম্বার তাকে এইভাবে শ্বাসরুদ্ধ করে কষ্ট দিয়ে মারার ঘটনাটি কক্সবাজার বাসীকে হতাশ করেছে কতটা জনপ্রিয় ছিল হুমকি দুমকি অপেক্ষা করে সাধারণ মানুষ জানাযা অংশ গ্রহণ করেছে।

09/07/2025

ভোলার রাজাপুরে বসতঘরের সিঁধ কেটে গৃ'হব'ধূকে ধ র্ষণ। মনপুরায় ভিজিএফের কার্ড দিয়ে অসহায় নারীকে ধ র্ষণ।
ভোলাজুড়ে এখন যেন শুধু ধর্ষিত|র আর্তচিৎকার।”

02/07/2025

'যারা প্রোফাইল লাল করেছিলো, তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ।' গত আন্দালিব রহমান পার্থের এমন হীন উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। একজন কর্মী হিসেবে আমার দলের নীতিগত অবস্থান জেনে দায়িত্ব নিয়ে বলছি, প্রোফাইল লাল করা কারো প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাগ, ক্ষোভ, জিঘাংসা নেই।

লাল প্রোফাইল'র কনসেপ্ট শিবির সৃষ্ট ব্রেইন চাইল্ড, যা উদ্ভুত পরিস্থিতিতে প্রায় সকল শ্রেণী-পেশার আবেগতাড়িত মানুষের মাঝে মেটিকুলাস ডিজাইনে সংক্রমিত করা হয়েছে, এটুকু বুঝতে রকেট সায়েন্স প্রয়োজন নাই। 'রাজনৈতিক স্বার্থসিদ্ধর পরিকল্পিত লাল' ও 'ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় আবেগী লাল' এর মাঝে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। বছর না ঘুরতেই প্রথম শ্রেণি পদ, ক্ষমতা, অর্থবিত্ত, স্বেচ্ছাচারিতায় পোয়াবারো লালে লাল, আর ২য় শ্রেণী হতাশার কালো মেঘে আচ্ছন্ন, স্বপ্নভঙ্গের বেদনা বিষে নীল!

বর্তমানে যারা রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের সীমাহীন ব্যর্থতায় অবারিত সুযোগ পেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে, মানুষকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন, জানমালে আঘাত করছেন, দেশ ও জাতির অপূরনীয় ক্ষতির কারণ হচ্ছেন, প্রকৃতির অমোঘ বিধানেই তারা ফিডব্যাক পেয়ে যাবেন। স্বেচ্ছায়, স্বজ্ঞানে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনকারী সবাই প্রচলিত আইনানুগ প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আসবেন আজ অথবা কাল। নিশ্চিত থাকুন, আওয়ামী লিগ ফিরলে এই চিহ্নিত বজ্জাত শ্রেণির বাইরে অন্যকারো কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।

মুরাদনগর নয় , আজ পুরা বাংলাদেশেরই একই অবস্থা - জাতি হিসাবে লজ্জিত Umme Sultana Tanne বোন 😭
29/06/2025

মুরাদনগর নয় , আজ পুরা বাংলাদেশেরই একই অবস্থা -
জাতি হিসাবে লজ্জিত Umme Sultana Tanne বোন 😭

29/06/2025

চরফ্যাশন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর নানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। নানুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

29/06/2025

আঁচিয়া থেকে নন্দিনী আমরা বিচার দেখিনি। ধ*র্ষকের পরিচয় একটাই সে ধ*র্ষক।।

14/06/2025

Address

Barishal

Telephone

+8801305373423

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Student League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Student League:

Share