28/07/2025
উজিরপুরে গাছ কাটতে বাঁধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম।
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল উজিরপুর থানাধীন পশ্চিম ধামুরা গ্রামে গাছ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার দুপুর দেড়টায় পশ্চিম ধামুরার ফকির বাড়িতে বসে হামলার ঘটনা ঘটে।
এতে আব্দুর রহমান (৭০) খোদেজা বেগম (৬০) ও মনির (৩৫) নামের তিনজন গুরুত্বর জখম হয়।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে আহত আব্দুর রহমানের সাথে তাদের পার্শ্ববর্তী সুলতান বেপারির সাথে দিয়ে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
আহত সূত্রে আরও জানায় আব্দুর রহমান ফকির গং ও সুলতান বেপারী গং দীর্ঘদিন আগে পশ্চিম ধামুড়া এলাকায় ৯৮ শতাংশ জমি ক্রয় করে। যা উভয়পক্ষ ৪৯ -৪৯ করে ভোগ দখল করছে।হঠাৎ করে বেশ কয়েক বছর যাবৎ সুলতান বেপারী গংরা পুরো জমি তাদের নিজের বলে দাবি করে।এ নিয়ে আদালতে মামলা করলে সাতবার আব্দুর রহমানের পক্ষে রায় আসে।
বর্তমানে প্রতিপক্ষরা পুনরায় আরও একটি মামলা দায়ের করেছে।যা আদালতে চলমান রয়েছে।শনিবার দুপুর ১ টায় বিরোধী জমিতে জোরপূর্বক গাছ কাটতে যায় সুলতান বেপারী তার ভাই শাহজাহান, আয়নাল, জয়নাল, নাজমুল সহ অজ্ঞাত আট দশ জন।এ সময় আব্দুর রহমান তার স্ত্রী খোদেজা ও ছেলে মনির তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষ সুলতান বেপারী, সোবাহান, শাহজাহান, আয়নাল, জয়নাল,নাজমুল সহ অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো দা,রামদা ও রড নিয়ে আব্দুর রহমান খোদেজা ও মনিরের ওপার হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা আব্দুর রহমান, খোদেজা ও মনিরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।বর্তমানে আহতরা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।