ঘাস -ফরিং Entarteinment

ঘাস -ফরিং Entarteinment সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আামার পাশে থাকার জন্য
(5)

28/07/2025
27/07/2025

আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসায় আজকে আমার তিন লক্ষ ফলোয়ার ডান আজ আমরা তিন লাখের পরিবার সকলকে ঘাস -ফরিং Entarteinment পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন

মাশাল্লাহ
26/07/2025

মাশাল্লাহ

দায়িত্ববান মা
24/07/2025

দায়িত্ববান মা

22/07/2025

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য কোনো যৌতিক কারন দেখছি না, তারা ছাত্রদের দাবী মেনে নিয়েছে, এখন যারা রাজপথে আছে তারা ছাত্রলীগ।

22/07/2025

হে আরশের মালিক তোমার দুনিয়ার আগুন এত ভয়াবহ, না জানি কিয়ামতের দিন জাহান্নামের আগুন আরও কত ভয়াবহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, সেই সাথে গতকাল দুর্ঘটনায় যারা দগ্ধ হয়েছেন যারা আহত তাদের দ্রুত সেফা দান কর, আর যারা নিহত হয়েছেন তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন

আমিন

21/07/2025

প্রচুর পরিমাণে নেগেটিভ ব্লাড দরকার আপনাদের যাদের নেগেটিভ,ব্লাড যে কোন ও গ্রুপের নেগেটিব ব্লাড চলবে প্লিজ আপনারা হাসপাতালে চলে আসেন বাচ্চাগুলোকে বাঁচান

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ আজ আর নীল নয়। এক সকালে ক্লাসে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়েছিল কতগুলো শিশু। কেউ জীবনের প্রথম কবিতা মুখস্থ করছিল, কেউ পরীক্ষার টেনশনে গুমরাচ্ছিল, আর কেউ বন্ধুদের সঙ্গে দেখা হবে ভেবে খুশিতে ডগমগ করছিল।

কিন্তু সেই সকালটা আর কখনো স্বাভাবিক হলো না।

একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে ভরে যায় চারদিক। দগ্ধ শিশুদের কান্না ছাপিয়ে যায় সাইরেনের শব্দকেও। কিছু শিশুর খাতা পুড়ে যায়, কারো জুতা এক কোণে ছিঁড়ে পড়ে থাকে, আর কেউ আর কখনো “মা” বলে ডাকার সুযোগ পায় না।

পড়ার ঘন্টা বাজার আগেই, ওদের জীবনের ঘন্টা থেমে যায়।

এই হৃদয়বিদারক দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে অসংখ্য পরিবার, বন্ধুর দল, আর পুরো জাতির হৃদয়।

"আজ স্কুলের বারান্দায় শুধু নীরবতা, আর বাতাসে ভেসে আসে পোড়া খাতার গন্ধ…" 🕊️

21/07/2025

বিমান দুর্ঘটনা রোগীদের জন্য প্রচুর পরিমাণে ব্লাড দরকার আপনারা যারা হাসপাতালের আশেপাশে আছেন দয়া করে নিজ দায়িত্বে হাসপাতালে চলে যান সবাইকে একটু বাঁচান

21/07/2025

বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীর সংখ্যা ৬০ জনেরও বেশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসায় নিচ্ছে তাদের মধ্যে ৩০ জনেরও বেশি মৃ-ত্যু যুকিতে আছে

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when ঘাস -ফরিং Entarteinment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share