Akhi Moni 100J

Akhi Moni 100J A loving heart is the truest wisedom

23/09/2025

সফলতা একদিনে আসে না, তা আসে ধৈর্যের সঙ্গে লড়াই করে টিকে থাকার মধ্য দিয়ে। যারা অপেক্ষা করতে জানে, তারাই একদিন প্রাপ্য জায়গায় পৌঁছায়।

22/09/2025

মানুষ ভালো থাকার জন্য অনেক কিছু করে—কেউ ভ্রমণ করে, কেউ গান শোনে, কেউ প্রার্থনা করে, আবার কেউ আপনজনের সাথে সময় কাটায়।

আসলে ভালো থাকা বাইরের কোনো জিনিসের ওপর পুরোপুরি নির্ভর করে না, বরং ভেতরের শান্তি, মানসিক স্বস্তি আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।

31/07/2025

কথা না বলার অভ্যাস অনেক সুন্দর সম্পর্ককে নিঃশব্দে দূরে সরিয়ে দেয়। ভালোবাসা, বন্ধন বা বোঝাপড়ার পেছনে যতটা না উপহার দরকার, তার থেকেও বেশি দরকার আন্তরিক কথা। দরকার না হলে বলবো না—এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্ককে ভিন্ন পথে নিয়ে যায়, যেখানে দূরত্বই নিয়তি হয়ে দাঁড়ায়।

23/05/2025

ভালোবাসা কখনো নিখোঁজ হয় না। এটি রুপান্তরিত হয়, কিন্তু তার শক্তি অটুট থাকে।🙂

22/05/2025

জীবনে অনেক জিনিসই আসে যায়, আবার চলেও যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় আপনার পাশে থাকবে।

Address

Barisal

Telephone

+8801776485148

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Moni 100J posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi Moni 100J:

Share