জামাল মীর

জামাল মীর Jamal Mir
News Editor
The Daily Dipanchal
Mob : 01718-668895
(2)

23/07/2025

ম্যাডাম আমি শিক্ষা অফিসার নই, শিক্ষা বান্ধব সাংবাদিক।

বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে আধা কেজি গাঁজা ও ৪৫০ পিচ ইয়াবা সহ বরগুনার পাথারঘাটার কাটাখালির শুক্কুর আটক।
22/07/2025

বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে আধা কেজি গাঁজা ও ৪৫০ পিচ ইয়াবা সহ বরগুনার পাথারঘাটার কাটাখালির শুক্কুর আটক।

22/07/2025

বরগুনার ধূপতিতে আওয়ামী লীগের নেতৃত্বে (অঃপ্রাঃ) প্রাইমারী শিক্ষক জমি দখল করতে নেমেছেন।

22/07/2025

বরগুনায় আওয়ামী লীগের নেতৃত্বে (অঃপ্রাঃ) প্রাইমারী শিক্ষক জমি দখল করতে নেমেছেন।

21/07/2025

মাছের পোনা পেতে বরগুনা স্টেডিয়ামের এখানে মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করুন।

20/07/2025

পুরাতন মোটরযান বন্ধে অভিযান পরিচালনা করছেন মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, বরগুনা এবং মোঃ হাবিবুর রহমান, সহকারী পরিচালক বিআরটিএ, বরগুনা।

20/07/2025

সড়ক ও মহাসড়কে বিআরটিএ বরগুনা সার্কেলের বিশেষ অভিযানে সহযোগীতা করেছেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

20/07/2025

শিক্ষকরা স্কুলে আসেন বেলা ১২ টায়। আবার দুপুর এক টার দিকে চলে যায় । দপ্তরী স্কুলের দেখভাল করেন। স্থানীয়রা জানান, ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকরা যা খুশি তাই করেন।

19/07/2025

বরগুনার আল-আমিন গাজীপুর পূবাইলে নিখোঁজ। ছেলেকে ফিরে পেতে বাবা-মা ও নিকটতম আত্মীয়দের সংবাদ সম্মেলন। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসিম এর অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

19/07/2025

আমার মেয়ে নুর মোটর সাইকেল চালক। আর আমি হলাম গাইড প্যাসেঞ্জার। বি. দ্র : মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন।

বরগুনায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক আমাকে দেখলে তাদের মনে জ্বালা শুরু হয়ে যায়। এ ঘটনার রহস্য যদি আমি জ...
19/07/2025

বরগুনায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক আমাকে দেখলে তাদের মনে জ্বালা শুরু হয়ে যায়। এ ঘটনার রহস্য যদি আমি জানতে পারতাম, তাহলে মনটাকে বুঝিয়ে শান্তনা দিতে পারতাম।

বরগুনার আল-আমিন ঢাকার গাজীপুরে নিখোঁজ। পূবাইল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন আল-আমিনের বাবা মন্নান শিকদার। যদি কেহ আল...
18/07/2025

বরগুনার আল-আমিন ঢাকার গাজীপুরে নিখোঁজ। পূবাইল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন আল-আমিনের বাবা মন্নান শিকদার। যদি কেহ আল-আমিনের খোঁজ পান তাহলে ০১৭১৮-৬৬৮৮৯৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ রইলো।

Address

Barisal
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when জামাল মীর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জামাল মীর:

Share