17/12/2025
আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত গত তিনদিনের মধ্যে আমি পেইজের আপডেট বা ইনবক্স চেক করতে পারিনি।
কাজ করতে করতে মনে হয়েছে যে একটু ব্রেক দরকার।তাই চলে গেলাম সমুদ্র বিলাস করতে।
আজ থেকে পেইজের কার্যক্রম আগের মতো চলমান থাকবে।আর আশা করছি সবার প্রোডাক্ট হাতে পেয়ে গেছেন।সামনে যাদের অর্ডার আছে তাদের প্রোডাক্ট ১৯ তারিখ চলে যাবে ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত এই সুন্দর সমুদ্র দেখুন, এবং আমাদের পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ 💙