Friends Masti 07

Friends Masti 07 Hi there! I am an experienced graphic designer, I will make your business usable with design

Asif Mahmud
11/08/2024

Asif Mahmud

বর্ষা আসছেএকটা অনুরোধ-----------------------------------------------------আপনারা যারা আম, জাম, লিচু, কাঠাল, জাম খান।খাবা...
06/06/2024

বর্ষা আসছে
একটা অনুরোধ
-----------------------------------------------------
আপনারা যারা আম, জাম, লিচু, কাঠাল, জাম খান।

খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না।

সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।

যখন কোথাও দূরে ঘুরতে যান তখন সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন।

আসছে বর্ষা মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে যায়, তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।

ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দেয় না, ফল খেতে অনেক পাখি আসে গাছে গাছে।

আমরাই পারি রক্ষা করতে প্রকৃতির সবুজায়নকে।

যদি এই পোস্টটি প্রয়োজনীয় মনে করেন তবে শেয়ার করার অথবা রি পোস্ট করার অনুরোধ করছি ।
মহান আল্লাহ্ সকলের মঙ্গল করুন।
সংগৃহিত
Everyone Products

25/05/2024

আগামী ১৭ জুন রোজ সোমবার, পবিত্র ঈদ উল- আযহা।

আলহামদুলিল্লাহ 🤲

আমাদের এলাকায় আজকের তাপমাত্রআপনাদের তাপমাত্রা কত?
23/05/2024

আমাদের এলাকায় আজকের তাপমাত্র
আপনাদের তাপমাত্রা কত?

আপনার কাছে কেমন লেগেছে👇👇কমেন্ট করুন
15/05/2024

আপনার কাছে কেমন লেগেছে👇👇কমেন্ট করুন

30/04/2024

পৃথিবীটা কত সুন্দর যদি আমরা অনুমান করতে পারতাম তাহলে বুঝতাম।
কোনো প্রাকৃতিক চিত্র অঙ্কন করতে গেলে অনেক কিছু অনুমান করতে পারি। যেমন একটা অঙ্কন করলাম দেখেন কেমন লাগে। ভালো লাগলে সেয়ার করবেন।
#প্রাকৃতিক_দৃশ্য #ডিজাইন, #তৈরি #এডিট #প্রিন্ট #সেয়ার

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।বর্তমান জামানায় নেককার মহিলা/পুরুষ পাওয়া খুব কষ্টের বিষয়।প্রথমেই আপনার প্রশ্নের গভীরতা নি...
25/04/2024

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
বর্তমান জামানায় নেককার মহিলা/পুরুষ পাওয়া খুব কষ্টের বিষয়।

প্রথমেই আপনার প্রশ্নের গভীরতা নিয়ে প্রশংসা করি (মাশাআল্লাহ)।

আপনার প্রশ্নটি হচ্ছে "আল্লাহ সুবাহানাতালা যদি আমাদের জন্য পূর্বনির্ধারিত নারী কিংবা পুরুষ বিয়ের জন্য নির্ধারণ করে রাখেন তাহলে আমরা কেন পুরুষ অথবা নারী খুঁজবো বিয়ের জন্য?"

এই প্রশ্নটির উত্তরটির সাথে সামঞ্জস্য রয়েছে চারটি জিনিসের যার মধ্যে প্রথমে রয়েছে তাকদীর বা কপাল, দোয়া, কোরআন ও হাদিস।
অতএব আমরা উক্ত কথা দ্বারা বুঝতে পারি, দোয়ার গুরুত্ব বেশি কারন দোয়া হচ্ছে সমস্ত জিনিসের মূল, আপনার কপালে খারাপ মহিলা/পুরুষ তাকলে, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যাবে। যদিও খারাপ মহিলা/পুরুষ নির্ধারিত হোক, তাই নিজে নেককার হই আল্লাহ তায়ালা নেককার মহিলা/পুরুষ আপনার/আমাদের জন্য রেখে দিবেন।

আলহামদুলিল্লাহ🤲
23/04/2024

আলহামদুলিল্লাহ🤲

Address

Sylhet
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Friends Masti 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends Masti 07:

Share