ARDC Crush And Confession

ARDC Crush And Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARDC Crush And Confession, Digital creator, Barisal.

10/03/2024

বুঝতে পারলাম না confession এ সবাই হাহা কেন দিতাসে। 😒🔪

09/03/2024

(10)


-কখনো তোমাকে সামনে এসে কথা বলার সুযোগ হয় নি। তোমাকে দেখার পরে থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করেই যাচ্ছে, তোমার সেই চোখ, কি অদ্ভুত মায়া ভরা একটা চেহারা🖤
তোমার হাসির কোন তুলনায় হয় নাহ।তোমার সাথে অনেক বার কথা বলার সুযোগ খুজতে গিয়ে ব্যথ হয়েছি। তোমাকে reach করতে পারাটা হয়তো ভাগ্য এর বেপার আমি এত সুন্দর করে গুছিয়ে লিখতেও কথা বলতে পারি না।
শুধু এইটুকু ই বলতে চাই ভালবাসি প্রিয় তোমাকে.!🙈
to: Khadiza Akter Rikta

07/10/2023

Confession No 07 has been removed for some personal problem of confession receiver

07/10/2023

(9)

From: তোমার অতিপরিচিত কেউ🙂
To : Nadim Hossain
Batch :HSC 2k24

প্রিয়,

মাঝেমাঝে মনে হয় তুমি খুব শান্তশিষ্ট একটা ছেলে তবে মাঝে মাঝেই এমন সব কাজ কর মন চায় তোমার দিকে ভুলেও না তাকই। কিন্তু আমার অজান্তেই তোমাকে পছন্দ করতে শুরু করেছি। হয়তো সামনে থেকে বলার সুযোগ হবে না। তাই এভাবেই বললাম খুঁজে নিও আমায়। অপেক্ষায় থাকলাম তোমার।

 (8) From:তোমার পরিচিত কেউTo:Bach:Hsc 2024Group:Arts- পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো তোমার সাথে একটু  কথা বলার ইচ্ছা🙂...
06/10/2023

(8)


From:তোমার পরিচিত কেউ
To:
Bach:Hsc 2024
Group:Arts
- পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা🙂যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও
ভালোবাসতে পারে!!🙂
তোমার মাঝে কি এমন পেয়েছি আমি জানি না😓 প্রতিটা মুহূর্তে আমি তোমাকে নিয়ে ভাবি🥺
আমি তোমাকে অনেক ভালোবাসি। এতো অবহেলা না করে একটু ভালোবাসতে ও পার 🙂শেষমেশ তুমি আমার হয়েই থাক

ইতি

তোমার চেনা কেও🌺

 (6) From :তোমার খুব পরিচিত একজন কেউ।To :Rana.🌸Class : Inter 2nd Year.যেইদিন তোমাকে প্রথম দেখি ওই দিন থেকে তোমার দুটো চো...
23/09/2023

(6)


From :তোমার খুব পরিচিত একজন কেউ।
To :Rana.🌸
Class : Inter 2nd Year.

যেইদিন তোমাকে প্রথম দেখি ওই দিন থেকে তোমার দুটো চোখের মায়ায় আটকে গেছি আমি। যা সারা জীবনই থাকবে।বিশ্বাস রাখো প্রিয় তুমি মানুষ টা আমার কাছে খুব দামি যাকে নিজের সবটা দিয়ে আগলে রাখতে চাই।😊💕
হয়তো তোমাকে দূর থেকেই ভালোবেসে যাবো, তাও তোমাকে কখনো বিরক্ত করবো না। 😞
তোমার সাথে কথা বলার সাহস হয়ে উঠেনাই কখনো!
তোমাকে প্রপোজ করিনা কারন নিজের চেহারার প্রতি ও তো একটা আত্মবিশ্বাস আছে।
তোমার প্রতি আলাদা একটা মায়া কাজ করে, জানি না এ মায়া কখন শেষ হবে কিনা। তবু বলি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি প্রিয়তম।🌸
সবশেষে একটা কথাই বলতে চাই, তোমাকে আমার করে পেতে চাই।🤗প্রিয় ওই আকাশে বুকে তুমি খুঁজে নিয়ো ঠাই, তোমার সব চাওয়াতে যেনো আমি তোমার হই।ইকটু খুঁজে দেখো আমি তোমার খুব নিকটে। 🖤

ইতি,
তোমার বিরক্তিকর একজন মানুষ। 💖

15/09/2023

(5)


-কখনো তোমাকে সামনে এসে কথা বলার সুযোগ হয় নি। তোমাকে দেখার পরে থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করেই যাচ্ছে, তোমার সেই চোখ, কি অদ্ভুত মায়া ভরা একটা চেহারা🖤
তোমার হাসির কোন তুলনায় হয় নাহ।তোমার সাথে অনেক বার কথা বলার সুযোগ খুজতে গিয়ে ব্যথ হয়েছি। তোমাকে reach করতে পারাটা হয়তো ভাগ্য এর বেপার আমি এত সুন্দর করে গুছিয়ে লিখতেও কথা বলতে পারি না।
শুধু এইটুকু ই বলতে চাই ভালবাসি প্রিয় তোমাকে.!🙈
to: Islam

 (4) প্রিয় সুহাসিনী, আজ অনেক দিন কলেজে যাই না তাই তোমার সাথেও দেখা হয় না। দিন দিন তোমার প্রতি আমার মায়া বৃদ্ধি পাচ্ছে। ভ...
11/09/2023

(4)


প্রিয় সুহাসিনী,

আজ অনেক দিন কলেজে যাই না তাই তোমার সাথেও দেখা হয় না। দিন দিন তোমার প্রতি আমার মায়া বৃদ্ধি পাচ্ছে। ভাবছি বলে দিব তোমায় আমার মনের কথা। কিন্তু ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার।তাই আজও দুর থেকেই ভালোবেসে যাই। তুমি নিজেও জানো না আমি কে। কারন আমি আড়ালে থেকে তোমাকে ভালোবেসে গেছি। তুমি হয়তো কোনো একদিন বুঝতে পারবে।

Written for - Halima (সুহাসিনী)

09/09/2023

(3)


কলেজের প্রথম দিন থেকেই তোমাকে দেখছি। কিন্তু তোমার প্রতি আমার কৌতূহল শেষ হয় না। কতো স্নিগ্ধ তুমি, তোমার চোখ দুটি অকূল গভীর। বলতে চেয়েছি অনেকবার কিন্তু পারিনি। তাই আজ এভাবেই বলছি,"ভালোবাসি তোমাকে "।
❤️💌

written for - sumaiya islam

 (2) তুমি আমার কাছে O2 এর মতো যা ছাড়া আমার বাঁচা possible না।  তুমি আমার কৌনিক ভরবেগের সূত্রের সেই আলোর বেগ যা ছাড়া আমার...
09/09/2023

(2)


তুমি আমার কাছে O2 এর মতো যা ছাড়া আমার বাঁচা possible না। তুমি আমার কৌনিক ভরবেগের সূত্রের সেই আলোর বেগ যা ছাড়া আমার সমীকরন অসমাপ্ত।
আমি তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চাই।
আমি তোমাকে tan90° এর value র মতো Infiniti level র ভালোবাসবো। life টা অনেক ছোট তাই time waste না করে আমার লাইফে চলে আসো।
Hope that I can keep you like my books.

written for - Books
Written by - SH. Mahir

09/09/2023

(1)


তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে যাই। তার ৩-৪ দিন যাবত আমার ঘুম হয় না। ভাবছি তাই বলে দিব। কিন্তু সামনাসামনি বলার সুযোগটা পাই নাই। অথবা আমিহয়তো বলতে পারলাম নাহ। কিন্তু আজকে আমার মনের কথাটা বলে দিচ্ছি। সত্যি ামি তোকে অনেক ভালোবাসি। হয়তো আমার কথাটা তোর জন্য অনাকাঙ্ক্ষিত। But trust me I love you. just give me last one chance please.

written for - Oboni Islam
Written by - someone
pic was not allowed to uploaded

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARDC Crush And Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share