Md.Rubel Hossain

Md.Rubel Hossain To get Tech tips everyday please Follow our page

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন। ...
13/07/2025

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন।

তাই ক্যাম্পের আনসারদের জন্য উপহার হিসেবে শাড়ি চুরি নিয়ে এসেছে শিক্ষার্থীরা

সবাইকে জুম্মা মোবারক
11/07/2025

সবাইকে জুম্মা মোবারক

‎যতবার জীবন আমাকে ভেঙে দিয়েছে,‎আল্লাহই আমাকে নতুন করে গড়ে দিয়েছেন।‎যতবার আমি দুর্ভাবনায় পড়েছি, তিঁনিই আমার হৃদয়ে প্রশান্...
11/07/2025

‎যতবার জীবন আমাকে ভেঙে দিয়েছে,
‎আল্লাহই আমাকে নতুন করে গড়ে দিয়েছেন।
‎যতবার আমি দুর্ভাবনায় পড়েছি, তিঁনিই আমার হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছেন। যতবার আমি একাকিত্ব অনুভব করেছি,

‎তিঁনিই তাঁর অনুগ্রহ দিয়ে আমার একাকিত্ব ঘুচিয়েছেন। আজও আমি দুশ্চিন্তায় পড়ি, তিঁনি আমাকে নিশ্চিন্ত করেন। আমি যদি দুঃখ পাই, তিঁনি আমাকে সুখী করেন। আল্লাহ আমার সাথে সবসময় ছিলেন, আর এখনো তিঁনি আমার সাথে আছেন।

10/07/2025

সৎ থাকুন রাস্তা কঠিন হবে,
তবে শান্তি পাবেন।

চিন্তা করুন, মানুষ কতটা অমানবিক হতে পারে!একজন মা নিজ হাতে হত্যা করলো তার নিষ্পাপ সন্তানকে। তারপর সেই ছোট্ট লাশ রেখে এল ম...
10/07/2025

চিন্তা করুন, মানুষ কতটা অমানবিক হতে পারে!

একজন মা নিজ হাতে হত্যা করলো তার নিষ্পাপ সন্তানকে। তারপর সেই ছোট্ট লাশ রেখে এল মসজিদের ছাদে— যেন দোষ পড়ে ইমাম আর মোয়াজ্জিনের উপর!

এ শুধু একটি হত্যা নয়, এটা মনুষ্যত্বের মৃত্যু।
একদিকে সন্তানের প্রতি মমতা, আরেকদিকে আল্লাহর ঘরের পবিত্রতা— দুইয়ের সাথেই নির্মম বেইমানি!

কী ভয়ংকর এক সমাজে আমরা বাস করছি, যেখানে একজন মা-ও রক্ষা করতে পারছে না তার সন্তানকে!
আর মসজিদের মতো পবিত্র জায়গাও ষড়যন্ত্রের অংশ বানিয়ে ফেলা হচ্ছে।

আসুন, চোখ খুলে দেখি।
❌ অন্ধ বিশ্বাস নয়
✅ সচেতন সমাজ চাই
✅ সত্যের পাশে দাঁড়ানোর সাহস চাই

10/07/2025
02/07/2025

আকাশ পরিমাণ অনিশ্চয়তার মধ্যে আল্লাহ ভরসা আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন!এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়! ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে!"

গাজার মানুষ না খেয়ে মরে আর তোমরা খেলার জন্য রোনালদোকে ঘন্টায় ৬৫ লাখ পারিশ্রমিক দাও !!!
01/07/2025

গাজার মানুষ না খেয়ে মরে আর তোমরা খেলার জন্য রোনালদোকে ঘন্টায় ৬৫ লাখ পারিশ্রমিক দাও !!!

30/06/2025

বাবা-মা’য়ের পিছনে অর্থ এবং সময় খরচ করতে পারাটাই বড় সৌভাগ্য।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Rubel Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share