Abdur Razzak

Abdur Razzak Hey everyone, This is Abdur Razzak, welcome to my video log page.

30/06/2025

পৃথিবীতে বহু সম্পর্ক আছে, যেখানে ভালোবাসা নেই।
আবার
পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নেই।
(মারজুক রাসেল)

20/11/2024

رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا
“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

কালকে  University of Global Village - UGV, Barisal. তে  UNO 🎈(ইয়ে মানে Mid )
30/09/2024

কালকে University of Global Village - UGV, Barisal. তে UNO 🎈(ইয়ে মানে Mid )

30/08/2024

আজকে কেউ আন্দোলন করেনি?
এ কেমন বাংলাদেশ ভাই?

বাচাতে পারলামনা। 😅
09/07/2024

বাচাতে পারলামনা। 😅

05/07/2024

এটা না হলেও পারতো। 😪

09/06/2024

1st semester done 📣

05/06/2024

আগে বাংলায় ভুগিজুগি লিখতাম
এখন ইংলিশে ভুগিজুগি লিখি 🤡

ফজর নামাজের সুন্নত পড়তে না পারলে করণীয়দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে যত সুন্নত নামাজ আছে এরমধ্যে ফজরের সুন্নত সব থেকে...
02/06/2024

ফজর নামাজের সুন্নত পড়তে না পারলে করণীয়
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে যত সুন্নত নামাজ আছে এরমধ্যে ফজরের সুন্নত সব থেকে ফজিলত ও গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, তা থেকে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৭২৫)
উম্মুল মুমিনিন হাফসা (রা.) থেকে বর্ণিত আছে, মুয়াজ্জিন ফজরের আজান শেষ করলে ও ফজর উদিত হলে, রাসুল (সা.) ফজরের নামাজের আগে দুই রাকাত সংক্ষিপ্ত সুন্নত পড়তেন।’ (বুখারি, হাদিস : ৬০১)
আরেক হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.) ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোনো নফলের প্রতি অতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না।’ (বুখারি, হাদিস : ১১৬৩)
ফজরের সুন্নতের আরো গুরুত্ব সম্পর্কে আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের যদি ঘোড়া রেখে চলেও যায়, তবু ফজরের দুই রাকাত সুন্নত ত্যাগ করো না।’ (আবু দাউদ, হাদিস : ১২৫৮)
কোনও ব্যক্তি তাড়াহুড়া অথবা ঘুম থেকে কিছুটা দেরিতে উঠার কারণে যদি ফজরের ফরজ আদায়ের আগে দু’রাকাত সুন্নত পড়তে না পারে তাহলে সে এই দুই রাকাত নামাজ সূর্যোদয়ের পরে পড়ে নেবে।
তবে ফরজের পর সূর্যোদয়ের আগেই এই সুন্নত পড়বে না। কারণ এই সয়মটা হাদিসে বর্ণিত নামাজের মাকরূহ সময়ের অন্তভুর্ক্ত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, ‘রাসুল (সা.) দুই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য ডোবা পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিস : ৫৮৮; সহিহ মুসলিম, হাদিস : ৮২৫)
ফজরের সুন্নত সময়মতো পড়তে না পারলে করণীয় বিষয়ে এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ لمْ يُصَلِّ ركعتَي الفجْرِ ، فلْيُصلِّها بعدَ ما تَطلُعُ الشمْسُ
যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত (ফরযের পূর্বে) আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে। -(তিরমিজি, ৪২৩)তাই ফজরের সুন্নত ছুটে গেলে সূর্যোদয়ের আগে পড়বে না; বরং সূর্যোদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আদায় করে নেবে।
@ collected

🔥এবার ইংলিশ শিখবে পুরো ঝালকাঠি !🔥শুধুমাত্র আপনার জন্যই IELTS, Spoken Course এবং Freehand Writing & Grammar Course এর ভর্...
31/05/2024

🔥এবার ইংলিশ শিখবে পুরো ঝালকাঠি !🔥
শুধুমাত্র আপনার জন্যই IELTS, Spoken Course এবং Freehand Writing & Grammar Course এর ভর্তির অফার‼️
𝐌𝐢𝐳𝐚𝐧'𝐬 𝐂𝐚𝐫𝐞 এর ঝালকাঠি শাখায় শুধুমাত্র ৩ দিনের জন্য সকল কোর্সে মহা ছাড়!!🔥
⌚অফারটি চলবে আজ থেকে ৬ জুন পর্যন্ত, অর্থাৎ ৩ দিনের জন্য ‼️
🎯এই অফারে পাচ্ছেন:
🔶Basic to IELTS: Only 9,500/- (Regular Fee: 15,000/-)
🔶IELTS Premium: Only 8,000/- (Regular Fee: 12,000/-)
🔶Spoken: 2,000/- (Regular Fee: 6,000/-)
🔶Writing: 2,000/- (Regular Fee: 6,000/-)
🔶Spoken+Writing: 3,500/- (Regular Fee: 12,000/-)
🤷 এখন হাতে সময় নেই? No Tension‼️ কারণ, 𝐌𝐢𝐳𝐚𝐧'𝐬 𝐂𝐚𝐫𝐞 আপনাকে দিচ্ছে এখন ভর্তি হয়ে ৬ মাসের মধ্যে যেকোন সময় ক্লাস শুরু করার দুর্দান্ত সুযোগ 🔥
🔔𝐌𝐢𝐳𝐚𝐧'𝐬 𝐂𝐚𝐫𝐞 থেকে আপনি IELTS এর রেজিস্ট্রেশন, IELTS এর জন্য প্রিপারেশন, IELTS এর Main Exam সহ সকল ধরনের সুবিধা নিতে পারবেন বরিশালে বসেই‼️

👉কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 📞HOTLINE: 01329632215.
01329632216. 01329632208.
অথবা, মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে‼️
🎯𝐁𝐤𝐚𝐬𝐡-এর মাধ্যমেও ভর্তি হতে পারেন: 01580818039
আমাদের ঠিকানাঃ
🏠ঝালকাঠি ব্রাঞ্চঃ তালুকদার মার্কেট (২য় তলা), ডায়াবেটিক হসপিটালের বিপরীতে, ঝালকাঠি।
📞ফোনঃ 01329-632215






28/05/2024

মানুষের মাঝে কতো রুপ!!
কাল বন্যায় সকাল থেকে বাহিরে ছিলাম।
কেউ নিজের জীবন বাচাতে ব্যাস্ত আর কেউ রিল্স বানাতে। কেউবা হুন্ডা নিয়ে মাস্তি করে, কেউ কোচ দিয়ে মাছ কোপাতে ব্যাস্ত। দুমুঠো খাবারের জন্য যেই মানুষ টা দিসেহারা, সে জানে রিমাল কতটা কষ্টের। রিমাল সবার জন্য আনন্দদায়ক ছিলো না। ইতিহাসে দক্ষিনাঞ্চলে এই প্রথম এতো পানির চাপ। আল্লাহ সবাইকে রহমাত দান করুন।

Address

Barisal

Telephone

+8801636438237

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share