Sorna & Safreen

Sorna & Safreen পৃথিবী সুন্দর হোক কবিতার মতো।
(4)

বাবা আর মেয়ে, একে অন্যের প্রাণ।❤️❤️❤️
05/11/2025

বাবা আর মেয়ে, একে অন্যের প্রাণ।❤️❤️❤️

Crazy working day.
02/11/2025

Crazy working day.

25/10/2025

প্রতিটি সকাল জীবনের একটি নতুন পৃষ্ঠা। একটি সুন্দর সকাল পারে দিনটাকে সুন্দর করতে।❤️❤️❤️

24/10/2025

সমুদ্রের সাথে সাক্ষাৎ কালে।

আমি ভীষণ একলা মানুষ,আমি ভীষণ আমার ভেতর থাকি।যত্ন করে খুব খেয়ালে রােজ,‘আমি’টাকে আমার ভেতর রাখিআমি ভীষণ অভিমানের মেঘ,আমি ...
24/10/2025

আমি ভীষণ একলা মানুষ,

আমি ভীষণ আমার ভেতর থাকি।

যত্ন করে খুব খেয়ালে রােজ,

‘আমি’টাকে আমার ভেতর রাখি

আমি ভীষণ অভিমানের মেঘ,

আমি ভীষণ ক্লান্ত একা ভোর।

কষ্টগুলাে রােজ জমিয়ে ভাবি,

সুখগুলাে সব থাকুক না হয় তাের।
-----------সাদাত হোসাইন

Morning with positive vive❤️
18/10/2025

Morning with positive vive❤️

🌼🌼🌼
17/10/2025

🌼🌼🌼

29/08/2025

মানুষের কাছে চাওয়া পাওয়া কম থাকলেই সম্পর্ক সুন্দর থাকে।

28/08/2025

আমি যদি হতাম বনহংস;
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;

তাহলে আজ এই ফাল্গুনের রাতে
ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে
আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে
আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-
তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন-
নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা,
শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে
সোনার ডিমের মতো
ফালগুনের চাঁদ।
হয়তো গুলির শব্দঃ
আমাদের তির্যক গতিস্রোত,
আমাদের পাখায় পিস্টনের উল্লাস,
আমাদের কন্ঠে উত্তর হাওয়ার গান!

হয়তো গুলির শব্দ আবারঃ
আমাদের স্তব্ধতা,
আমাদের শান্তি।
আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না:
থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার;
আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে।--------জীবনানন্দ দাশ

28/08/2025

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
------রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ্

28/07/2025

কৃতকর্মের দায় থেকে কেউ এড়াতে পারে না।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sorna & Safreen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share