জীবনানন্দ দাশ - Jibanananda Das

জীবনানন্দ দাশ - Jibanananda Das অপ্রেমে বা প্রেমে নয়- নিখিলের বৃক্ষ নিজ বিকাশে নীরব

গ্রন্থতালিকা

কাব্যগ্রন্থ

জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। মৃত্যু পরবর্তী প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ তারকা চিহ্নিত।
• ঝরা পালক (১৯২৭)
• ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬)
• বনলতা সেন (১৯৪২, কবিতাভবন সংস্করণ)
• মহাপৃথিবী (১৯৪৪)
• সাতটি তারার তিমির (১৯৪৮)
• বনলতা স

েন (১৯৫২, সিগনেট প্রেস সংস্করণ)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
• রূপসী বাংলা (১৯৫৭)*
• বেলা অবেলা কালবেলা (১৯৬১)
• সুদর্শনা (১৯৭৪)*
• আলো পৃথিবী (১৯৮১) *
• মনোবিহঙ্গম*
• অপ্রকাশিত একান্ন (১৯৯৯) *
প্রবন্ধগ্রন্থ
• কবিতার কথা (১৯৫৫)
• জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র (১৯৯০, সম্পাদকঃ ফয়জুল লতিফ চেৌধুরী)*
উপন্যাস
• মাল্যবান (১৯৭৩)*
• সুতীর্থ (১৯৭৭)
• চারজন (২০০৪: সম্পাদকঃ ভূমেন্দ্র গুহ ও ফয়সাল শাহরিয়ার)*
গল্পগ্রন্থ
• জীবনানন্দ দাশের গল্প (১৯৭২, সম্পাদনা: সুকুমার ঘোষ ও সুবিনয় মুস্তাফী)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯, সম্পাদনা: আবদুল মান্নান সৈয়দ)
পত্রসংকলন
• জীবনানন্দ দাশের পত্রাবলী (বাংলা ১৩৮৫, সম্পাদকঃ দীপেনকুমার রায়)
• জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৬, সম্পাদকঃ আবদুল মান্নান সৈয়দ) )

মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো ,- প্রিয়ার মতন !-চকিত শিশুর মতো তার কোলে লুকায়েছি মুখ ;রোগীর জ্বরের মতো পৃথিবীর পথের জীবন ...
18/10/2025

মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো ,- প্রিয়ার মতন !-
চকিত শিশুর মতো তার কোলে লুকায়েছি মুখ ;
রোগীর জ্বরের মতো পৃথিবীর পথের জীবন ;
অসুস্থ চোখের’পরে অনিদ্রার মতন অসুখ ;
তাই আমি প্রিয়তম ;- প্রিয়া ব’লে জড়ায়েছি বুক ,-
ছায়ার মতন আমি হয়েছি তোমার পাশে গিয়া !-
যে ধূপ নিভিয়া যায় তার ধোঁয়া আঁধারে মিশুক ,-
যে ধোঁয়া মিলায়ে যায় তারে তুমি বুকে তুলে নিয়া
ঘুমোনো গন্ধের মতো স্বপ্ন হয়ে তার ঠোঁটে চুমো দিও , প্রিয়া !

সব ভালোবাসা যার বোঝা হল ,- দেখুক সে মৃত্যু ভালোবেসে !
18/10/2025

সব ভালোবাসা যার বোঝা হল ,-
দেখুক সে মৃত্যু ভালোবেসে !

মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো ,- প্রিয়ার মতন !-
18/10/2025

মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো ,- প্রিয়ার মতন !-

শুভ শুভ সকাল সবাইকেআজ ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি. সন্ধ্যা ৭:০০ টায় মঞ্চায়িত হবে কবি জীবনানন্দ দাশ - Jibanananda Das এর পূণাঙ্...
18/10/2025

শুভ শুভ সকাল সবাইকে
আজ ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি. সন্ধ্যা ৭:০০ টায় মঞ্চায়িত হবে কবি জীবনানন্দ দাশ - Jibanananda Das এর পূণাঙ্গ সাহিত্য এবং যাপিত জীবনের দুঃখ-দুর্দশা, হতাশা-স্বপ্নভঙ্গ, প্রেম-রোমাঞ্চ-বিয়ে, সুখ-সমৃদ্ধি, পাওয়া-না পাওয়া, বিষন্নতা, উপেক্ষা, প্রেম ইত্যাদি সবকিছু নিয়ে Alok Basu দাদার দীর্ঘ গবেষণায় রচিত নাটক কমলা রঙের বোধ নাটকের চতুর্দশতম মঞ্চায়ন বাংলাদেশ মহিলা সমিতি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

জীবনানন্দ দাশের জীবন ও কবিতা প্রেমিদের সবান্ধব উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
প্রযোজনায় থিয়েটার ফ্যাক্টরি Theatre Factory
অগ্রীম টিকেটের জন্য আমার ইনবক্স অথবা হল কাউন্টার থেকে এবং নিচে দেয়া লিঙ্ক থেকে টিকেট কেটে নিতে পারবেন।
টিকেট মূল্য: ৫০০,৩০০ ও ২০০৳। কেটে ফেলুন এখনই এবং উপস্থিতি নিশ্চিত করুন এখনই।

https://forms.gle/MQbsqR4rwNsrBGVPA
Irfat Imami Moure
Papry Paul
Nahida Akter Runa
Sabbir Sohel
Sabbir Ahmed Opu
Parvez Ahmed Raaz
Mobasher Rana
Shafiqul Islam Babu
Babul Ahmed
Tanmoy Nandi
Alamgir Hossen
MD Saheen Sheikh
Miah Mohammad Mohsin
Chandra Sekhar Paul
কাজল কর্মকার
Sharif Molla
GM Mithun
Md Sohel Rana

জাত গেল জাত গেল বলেএকি আজব কারখানাসত্য কাজে কেউ নয় রাজিসব দেখি তা না না না ।
17/10/2025

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না ।

কিংবা কেউ কোনোদিন দেখে নাই ,- চেনেনি আমারে !সকালবেলার আলো ছিল যার সন্ধ্যার মতন ,-
17/10/2025

কিংবা কেউ কোনোদিন দেখে নাই ,- চেনেনি আমারে !
সকালবেলার আলো ছিল যার সন্ধ্যার মতন ,-

মৃত্যুরেও তবে তারা হয়তো ফেলিবে বেসে ভালো !
16/10/2025

মৃত্যুরেও তবে তারা হয়তো ফেলিবে বেসে ভালো !

15/10/2025

Peacefully Rest Rakib Hasan 🖤

আপন ঘরের খবর নে না ♥️
15/10/2025

আপন ঘরের খবর নে না ♥️

জীবনানন্দ দাশ এই সময়টাতে হাসপাতালে। বেঁচে থাকতে চাইছেন ভীষণভাবে। ডাক্তারকে সে কথা জানাচ্ছেনও তিনি। ১৯৫৪ সালের ২২ অক্টোব...
15/10/2025

জীবনানন্দ দাশ এই সময়টাতে হাসপাতালে। বেঁচে থাকতে চাইছেন ভীষণভাবে। ডাক্তারকে সে কথা জানাচ্ছেনও তিনি। ১৯৫৪ সালের ২২ অক্টোবর তিনি মারা যাবেন। যিনি মৃত্যুর গভীরে বিচরণ করেছেন, কথা বলেছেন মৃত্যুর সাথে বন্ধুর মতো, মৃত্যুর রহস্য যাকে আজীবন তাড়া করেছে, যিনি বিপন্ন বিষ্ময়ে কবিতায় মৃত্যুকে বরণ করে নিচ্ছেন তিনি এই সময়টাতে আর বলছেন না,

হে মৃত্যু,
তুমি আমাকে ছেড়ে চলেছো ব’লে আমি খুব গভীর খুশি?
কিন্তু আরো-খানিকটা চেয়েছিলাম;
চারিদিকে তুমি হাড়ের পাহাড় বানিয়ে রেখেছো;-
যে-ঘোড়ায় চ’ড়ে আমি
অতীত-ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাবো
এইখানে মৃতবৎসা, মাতাল, ভিখারি ও কুকুরদের ভিড়ে
কোথায় তাকে রেখে দিলে তুমি?
এতদিন ব’সে পুরোনো বীজগণিতের শেষ পাতা
শেষ করতে-না-করতেই
সমস্ত মিথ্যা প্রমাণিত হ’য়ে গেলো;
কোন-এক গভীর নতুন বীজগণিত যেন
পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে;-
আবার মিথ্যা প্রমাণিত হবে ব’লে?
সে-ই শেষ সত্য ব’লে?

This 10-sec-back-to-back thing is embarrassing and suffocating! We are off to a break! From this phenomena!Stay well and...
07/10/2025

This 10-sec-back-to-back thing is embarrassing and suffocating! We are off to a break! From this phenomena!

Stay well and see you when everyone is rich and famous!

♥️

ধানক্ষেতে – মাঠেজমিছে ধোঁয়াটেধারালো কুয়াশা!ঘরে গেছে চাষা ;ঝিমায়াছে এ- পৃথিবী ,-তবু পাই টেরকার যেন দুটো চোখে নাই এ ঘুমেরক...
06/10/2025

ধানক্ষেতে – মাঠে
জমিছে ধোঁয়াটে
ধারালো কুয়াশা!
ঘরে গেছে চাষা ;
ঝিমায়াছে এ- পৃথিবী ,-
তবু পাই টের
কার যেন দুটো চোখে নাই এ ঘুমের
কোনো সাধ!
হলুদ পাতার ভিড়ে ব’সে
শিশিরে পালক ঘ’ষে – ঘ’ষে ,
পাখার ছায়ায় শাখা ঢেকে ,
ঘুম আর ঘুমন্তের ছবি দেখে-দেখে
মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে
জাগে একা অঘ্রানের রাতে
সেই পাখি;-
🦉

Address

Sadananda Bhaban
Barisal
1209

Alerts

Be the first to know and let us send you an email when জীবনানন্দ দাশ - Jibanananda Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনানন্দ দাশ - Jibanananda Das:

Share