Treand Hive

Treand Hive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Treand Hive, Barisal.

16/06/2025

📢 ফেসবুক অ্যাড দিলেন, কিন্তু সেল আসছে না?
👉 তাহলে এই ভুলগুলোর একটাও হয়তো আপনি করে ফেলেছেন!

অনেকে ভাবেন শুধু টাকা খরচ করলেই অ্যাড থেকে অর্ডার আসবে। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে পুরো বাজেট নষ্ট হয়ে যায়, অথচ অর্ডার আসে না! নিচে ৮টা বড় ভুলের কথা বলছি 👇

✅ ১. ভুল মানুষকে দেখাচ্ছেন অ্যাড
সবার কাছে অ্যাড গেলে সবাই কিনবে না। সঠিক লোকের কাছে না গেলে টাকা যাবে, সেল আসবে না।

✅ ২. ক্রিয়েটিভ ভালো না
অস্পষ্ট ছবি, সাধারণ ক্যাপশন – এসব দিলে কেউ মনোযোগই দেবে না। ভালো ছবি, স্পষ্ট ভিডিও, আর শক্ত ক্যাপশন দরকার।

✅ ৩. Boost করে বসেছেন?
Boost Post মানেই অ্যাড নয়! সেল পেতে হলে "Sales" বা "Conversions" ক্যাম্পেইন দিতে হয়।

✅ ৪. ওয়েবসাইট বা ইনবক্সে ভরসা নেই
ওয়েবসাইট যদি স্লো হয়, অর্ডার দিতে সমস্যা হয় – তাহলে মানুষ চলে যাবে।

✅ ৫. অফার নেই, শুধু পণ্যের নাম
মানুষ এখন অফার চায় – “ফ্রি ডেলিভারি”, “১০% ছাড়”, “১ দিন বাকি” – এসব কিছু দিলে সেল বাড়ে।

✅ ৬. টেস্টিং না করে একটাই অ্যাড চালাচ্ছেন
একটা অ্যাড ভালো কাজ না করলে? ভিন্ন ক্যাপশন, ছবি বা অডিয়েন্স দিয়ে নতুন করে ট্রাই করতে হবে।

✅ ৭. বাজেট ঠিকমতো বসাননি
সারাদিনের বাজেট রাতে শেষ হয়ে যাচ্ছে, অথচ রাতে অর্ডার কম। টাইমিং বুঝে বাজেট সেট করতে হবে।

✅ ৮. ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হয়নি
আপনার পেজে রিভিউ, প্রুফ, আগের কাস্টমারের ছবি – এগুলো না থাকলে মানুষ অর্ডার করতে ভয় পায়।

💡 সেল বাড়াতে অ্যাডে ভুল কমান, টেস্টিং বাড়ান, আর ভরসা তৈরি করুন।

16/06/2025

📢 AI এসেছে, তাই SEO মারা গেছে? সত্যি না ভুল? 🤔

অনেকেই এখন বলে বসে,
❌ এআই তো সব উত্তর দিয়ে দেয় – মানুষ আর গুগল সার্চ করে না।
❌ SEO করে কী লাভ? কেউ তো ওয়েবসাইটেই যাচ্ছে না।
❌ সব কিছু এখন ChatGPT বা এআই সার্চেই হচ্ছে।

👉 কিন্তু বাস্তবতা একটু আলাদা।

✅ SEO মারা যায়নি, বরং বদলেছে!

এটা ঠিক যে AI আসার পর মানুষের সার্চ করার পদ্ধতিটা কিছুটা বদলেছে।
কিন্তু সার্চ ইঞ্জিন এখনও জীবিত, এবং SEO এখনও দরকারি – শুধু আগের মতো নয়।

🔍 এখন SEO মানে শুধু “গুগলে র‍্যাংক” না

আজকের SEO মানে হচ্ছে: ✔️ মানুষ কোন প্রশ্নে সার্চ করে সেটা বোঝা
✔️ তাদের জন্য ইউজফুল, গভীর কনটেন্ট বানানো
✔️ AI সার্চে (যেমন Google SGE বা Bing AI) Featured Source হওয়া
✔️ ওয়েবসাইটে ইউজার এক্সপেরিয়েন্স ভালো রাখা

💡 AI তো তথ্য কোথা থেকে নেয়?

ChatGPT হোক বা Google AI Search – তারা কনটেন্ট তো ওয়েবসাইট থেকেই নেয়!
তাই আপনার ওয়েবসাইট যদি শক্তিশালী হয়, ভালো SEO করা থাকে, তাহলে AI-ও সেখান থেকে শিখে – আপনাকেই সামনে আনে।

🔥 ভবিষ্যতের SEO হবে এইরকম:

➡️ কনটেন্টে গভীরতা
➡️ সত্যতা (EEAT – Experience, Expertise, Authoritativeness, Trust)
➡️ AI-Friendly Format (Q&A, Lists, Tables)
➡️ User-first Approach

📌 শেষ কথা:
SEO মারা যায়নি – সে শুধু আগের চেহারা বদলে ফেলে এখন আরও স্মার্ট হয়েছে।
যার কনটেন্ট মানসম্মত, তথ্যসমৃদ্ধ, ইউজার-ফোকাসড – সে AI যুগেও রাজত্ব করবে!

✍️ আপনি কি এখনো আপনার ওয়েবসাইট বা ব্লগে আগের মতো কনটেন্ট দিচ্ছেন?
তাহলে এখনই সময় কৌশল বদলানোর! SEO এখনো বেঁচে আছে – বুদ্ধি করে চালাতে হবে।

16/06/2025

Facebook Ads দিলেই সেল আসবে? না, যদি এই ৩টা ভুল করেন, তাহলে শুধুই টাকা নষ্ট!

একটা সময় আমি নিজেও ভেবেছিলাম, শুধু ফেসবুক এড চালালেই ব্যবসার সেলস বেড়ে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ন অন্যরকম। অনেক দিনতো এমন হতো যে এড বাজেট ফুঁড়িয়ে যেতো, কিন্তু সেল শুন্য।

কেন এমন হতো? সেই কারন খুজতে গিয়ে পেলাম আমি মোট ৩ টি কারন। যেই ৩টা ভুল যদি আপনিও করে থাকেন, তাহলে আপনারও এড দিয়ে সেল আনা কঠিন হবে:

🚫 প্রথমত, আপনার এড সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। যেমন ধরুন, আপনি বাচ্চাদের খেলনার এড দিয়েছেন, কিন্তু সেই এডটা দেখাচ্ছেন মাঝবয়সী মানুষদের যারা এখন অবধী বিয়েই করে নি, তাহলে কি ফল পাবেন? এব্যপারে HubSpot এর Co-founder 'Brian Halligan' বলেছেন “Knowing your audience is the first step to sales.”

🚫 দ্বিতীয়ত, আপনার এডের কন্টেন্ট পুরনো বা বোরিং। মানুষ নতুন কিছু দেখতে চায়, যেটা তাদের সমস্যা বুঝে তারপর সমাধান দেয়। পুরনো ছবি/ভিডিও, বার বার একইরকম মেসেজ, এমন হলে ইউজার স্ক্রল করেই চলে যাবে। কারনঃ “Content is fire, social media is gasoline.” — Jay Baer (Author)

🚫 তৃতীয়ত, আপনি এডের মাধ্যমে কেবলই ক্লিক নিয়ে আসছেন, কিন্তু সেই ক্লিককে সেলসে কনভার্ট করার রাস্তাটা ঠিক করেননি। এটা মানে আবার কি? এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজে ইউজারকে ভালোভাবে গাইড করতে হবে কেন তার আপনার প্রোডাক্টই দরকার। এটা না হলে সেল হবে না।

সুতরাং, এ থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম FB Ads শুধু একটি টুল। সেল আনতে হলে তোমাকে পুরো সিস্টেমটা বুঝতে হবে — কার কাছে যাবে, কী বলবে, আর কীভাবে সেলস স্পিচ শেষ করবে।

আমার এক ক্লায়েন্টকে আমি এইসব বিষয়ে বললে সে এই ভুলগুলো ঠিক করার ৩০ দিনের মধ্যে সেল দ্বিগুণ করতে পেরেছিল।

তবে মেক্সিমাম টাইম এডস খারাপ চলার বা খারাপ রেজাল্ট দেওয়ার কারন হিসেবে দেখা যায় কন্টেন্ট। কারন: “Facebook Ads is a tool, but the content is king"

🚨BREAKING: This is literally ChatGPT for phone callsIt’s called Mitra and it does this:→ Makes & answers calls for you→ ...
16/06/2025

🚨BREAKING: This is literally ChatGPT for phone calls

It’s called Mitra and it does this:
→ Makes & answers calls for you
→ Clones your voice
→ Speaks any language
→ Deals with people.. all from your own phone number

15/06/2025

AI আসার পর নাকি SEO শেষ?" — এর উত্তর হলো: না, SEO শেষ হয়নি, বরং আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কারণগুলো নিচে দিচ্ছি:

✅ AI SEO-কে আরও শক্তিশালী করেছে:

AI টুল (যেমন: ChatGPT, Jasper, SurferSEO) কন্টেন্ট রাইটিং, কিওয়ার্ড রিসার্চ, এবং অপটিমাইজেশনে সাহায্য করে।

SEO এখন AI-কে ব্যবহার করে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে।

✅ Google নিজেই AI ব্যবহার করছে:

Google-এর SGE (Search Generative Experience) বা AI snapshots SEO-এর ধরন বদলে দিচ্ছে, কিন্তু SEO পুরোপুরি বাতিল করছে না।

এখন যেসব ওয়েবসাইটে ইউজার এক্সপেরিয়েন্স, অথরিটি, এবং অরিজিনাল কন্টেন্ট থাকে, সেগুলোই টিকে থাকবে।

✅ মানুষ এখনও সার্চ করে:

সবাই AI চ্যাটবট ব্যবহার করছে না। মানুষ এখনও Google, Bing-এ সার্চ করে এবং সেখানে SEO দরকার।

15/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

25/03/2025

যদি আপনি কনভার্সন অ্যাড নিয়ে কাজ করেন এবং খরচটা ইফেক্টিভভাবে করতে চান, তাহলে এটা ট্রাই করতে পারেন।

তার আগে নিচের ইমেজ টা দেখে আসতে পারেন।

আপনারা যারা Advantage+ Shopping ক্যাম্পেইন রান করেন, তারা দেখবেন অনেক সময় Frequency ৫/৭ হয়ে যাচ্ছে অথবা তার থেকেও বেশি হচ্ছে। ASC Campaign এ Existing Customers এর frequency খুব বেশি থাকে ।

রিপোর্টিং-এ আপনি দেখবেন ASC বা Broad Campaign থেকেও Facebook আপনাকে Engaged Audience ও Existing Customers দু’দিক থেকেই সেল দিচ্ছে।

Auto Remarketing হচ্ছে Advantage+ Shopping ক্যাম্পেইন ও Broad Campaign-এর মাধ্যমে। এর কারণে New Customer Acquisition কিছুটা ব্লকড হয়।

অন্যদিকে, আপনি যদি আলাদা একটি Remarketing ক্যাম্পেইন রান করেন এবং সেখানে All Website Visitors - 180 Days ও Purchase - 180 Days অডিয়েন্স হিসেবে ব্যবহার করেন, তাহলে Advantage+ Shopping ক্যাম্পেইনেও বাজেট বার্ন হচ্ছে, আবার নতুন কাস্টমার Acquisition-এও সমস্যা হচ্ছে কারণ আপনি তো আলরেডি রিমার্কেটিং ক্যাম্পেইন করছেন।

এই ক্ষেত্রে Audience Segments-এ গিয়ে আপনি Engaged Audience হিসেবে All Website Visitors - 180 Days এবং Add To Cart - 180 Days দিতে পারেন।আর Existing Customers হিসেবে Purchase - 180 Days দিতে পারেন।

এতে রিপোর্টিং-এর সময় আপনি দেখতে পারবেন উপরের দুইটা অডিয়েন্স থেকে কতগুলো Purchase এসেছে। ফলে বুঝতে সুবিধা হবে কোথা থেকে আসলে সেল আসছে, কোথায় বেশি ROI আসছে, আর কোথায় বাজেট Burn হচ্ছে।

কি করা যেতে পারে?

Advantage+ Shopping ক্যাম্পেইন সেটআপ করার সময়, Budget & Schedule অপশনে গিয়ে "Existing Customer Budget Cap" নামক অপশনটি ০% করে দিন। এতে করে আপনার Existing Customers-এর মধ্যে কোনো বাজেট খরচ হবে না আশা করা যায়, এতে বাজেট Burn কমবে।

আপনি বলতে পারেন, ভাই সেল আসলে সমস্যা কোথায়?

সমস্যা হলো আপনি যদি আলাদা একটি Remarketing ক্যাম্পেইন রান করে থাকেন, যেখানে আপনি আলরেডি Existing Customers দিছেন, তাহলে একই অডিয়েন্সে আবার Advantage+ ক্যাম্পেইনে বাজেট খরচ হচ্ছে। এটা একটা বাজেটের অপচয়।

আরেকটা সমস্যা আছে Facebook শুধুমাত্র Existing Customer দের জন্য Budget Cap অপশন দিচ্ছে, কিন্তু Engaged Audience-এর জন্য না।ফলে, Advantage+ Shopping ক্যাম্পেইনে Engaged Audience রিমার্কেটিং হচ্ছেই, হবে ।

এই অবস্থায় আপনি চাইলে Audience Segment-এ গিয়ে All Website Visitors - 180 Days , dd To Cart - 180 এবং Purchase - 180 Days দুটোই Existing Customers হিসেবে সেট করতে পারেন, কিন্তু এতে রিপোর্টিং অ্যাকিউরেট হবে না।

তাই ভালো হবে, আপনি Manual Setup-এ যে ক্যাম্পেইন করছেন সেখানে Engaged Audience এবং Existing Audience দুজনকেই হার্ড এক্সক্লুড করুন।এতে করে আপনার New Customer Acquisition-এ বেশি ফোকাস হবে।

একটি রিমার্কেটিং ক্যাম্পেইন রাখবেন যেখানে All Your sources মনে ওয়েবসাইট ভিজিটর, Email লিস্ট, ফোন নাম্বার ইত্যাদি and in platfrom source মনে ফেসবুক পেজ ভিজিটর, ভিডিও ভিউ ইত্যাদি রাখবেন।

নিচের ক্যাম্পেইন Structure ফলো করে দেখতে পারেন। সবার কাজে লাগবে বাপার টা এমন না।

Campaign 1: Advantage+ Shopping Campaign (ASC)

Audience: Broad (let Facebook handle)

Existing Customers: Purchase – 180 Days
Existing Customer Budget Cap: Set to 0%

So Facebook doesn’t spend budget on your existing customers (since you're already targeting them in a separate campaign)

Campaign 2: Remarketing Campaign (Manual Setup)

Audience:

1. All Website Visitors – 180 Days
2. Purchase – 180 Days
3. All In Platform Data Like Fb Page visitor / Video View / FB Page Engager / Message Etc.

Purpose: Dedicated remarketing with complete control

Campaign 3: New Customer Acquisition (Manual Broad Campaign)

Audience: Broad or interest-based or lookalike মানে যা আপনার ভালো লাগে ।

Exclusions:

1. All Website Visitors – 180 Days
2. Add To Cart – 180 Days
3. Purchase – 180 Days

(Basically exclude engaged + existing customers)

Goal: Focused on reaching a fresh audience

Key Notes :

1. Auto remarketing happens in ASC & broad campaigns – blocks new customer acquisition
2. If you run a separate remarketing campaign, don't let ASC also remarket – hence the 0% cap
3. Engaged audience budget can't be capped in ASC, so better to hard exclude in manual campaigns
4. Avoid mixing engaged & existing audiences in ASC segments if you want transparent reporting

NB: We can adjust anything depending on the business strategy.



Rashidul hasan shamim

🚀 Unlock the perfect blend for social media success!  🔑 Brand Identity × Strategic Engagement × Data-Driven Content  💡 E...
08/03/2025

🚀 Unlock the perfect blend for social media success!
🔑 Brand Identity × Strategic Engagement × Data-Driven Content
💡 Engage with influencers, master your content calendar, and reply faster than trends change!
📊 Test, tweak, and let your authentic voice crush impostor syndrome.
👉 Swipe to see the Venn diagram that ties it all together—what’s your first move? 🔥

🌟 Speed Up Your Content Creation Game! 🚀✨  📌 Identify Your Niche | 📌 Stay Consistent & Clear  📌 Organize Strategically |...
03/03/2025

🌟 Speed Up Your Content Creation Game! 🚀✨
📌 Identify Your Niche | 📌 Stay Consistent & Clear 📌 Organize Strategically | 📌 Feed Creativity

💡 Quick Tips:
1️⃣ Focus on a few core subjects to build authority.
2️⃣ Keep it fresh with inspiring ideas and strict standards.
3️⃣ Enjoy the process—your passion fuels great content!

👉 Swipe to unlock time-saving hacks and streamline your workflow! 🎯

📩 Need a personalized plan? DM or email [email protected]

🚀  Master the Art of Content Creation! 🌟  Your journey to creating impactful content starts here! ✍️ Craft attention-gra...
02/03/2025

🚀 Master the Art of Content Creation! 🌟
Your journey to creating impactful content starts here!
✍️ Craft attention-grabbing headlines, dazzle with 📸 high-quality visuals, and connect through powerful storytelling . 💬 Engage your audience, build a community, and watch your content go viral with easy social sharing!

🔑 Pro Tip: Blend value, creativity, and interaction to stand out. Save this infographic for your next content strategy! 📌

Tag a creator who needs this! 👇

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treand Hive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share