Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ

Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ ★彡[THE DAILY BANGLADESH彡★

লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত, ভারপ্রাপ্ত হিসেবে খালেক তালুকদার নিয়োগ
27/07/2025

লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত, ভারপ্রাপ্ত হিসেবে খালেক তালুকদার নিয়োগ

লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত, ভারপ্রাপ্ত হিসেবে খালেক তালুকদার নিয়োগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শনের কারণে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

একই দিনে আর এক প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে ৩নং লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।

26/07/2025

সেন্টমার্টিন

কুয়াকাটা ২০২৫
25/07/2025

কুয়াকাটা ২০২৫

বঙ্গোপসাগর উত্তাল, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
25/07/2025

বঙ্গোপসাগর উত্তাল, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর উত্তাল, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে।

গতকাল বুধবার রাত থেকে উপজেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, পটুয়াখালীসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, “সমুদ্রে থাকা সব নৌকা ও ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।”

কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’: সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার গ্রেফতার
23/07/2025

কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’: সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার গ্রেফতার

কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’: সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ এর সাবেক এমপি মৃত মাহবুবুর রহমান তালুকদারের নাম ব্যবহার করে রিয়াজ তালুকদার দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। এলাকায় গুঞ্জন রয়েছে—তিনি ক্ষমতার দাপটে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
রিয়াজ তালুকদার ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ কারণে প্রায় আট বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেছে তার পরিবার।

কলাপাড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিতদলকে গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান
23/07/2025

কলাপাড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
দলকে গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কলাপাড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
দলকে গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে আরও গতিশীল করার লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে টিয়াখালী ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধা এবং পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য মো. সেলিম সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্যাদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মো. নিয়াজ মোর্শেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদুল তালুকদার।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মী সভায় টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমরা শোকাহত
21/07/2025

আমরা শোকাহত

পায়রা বন্দরকে অর্থনৈতিক করিডোর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য
20/07/2025

পায়রা বন্দরকে অর্থনৈতিক করিডোর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য

পায়রা বন্দরকে অর্থনৈতিক করিডোর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরকে অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভৌগলিক অবস্থান, সরল রৈখিক প্রশস্ত চ্যানেল ও বহুমুখী যোগাযোগব্যবস্থার কারণে এই বন্দর দেশের মধ্য-দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

রবিবার (২০ জুলাই) সকালে কুয়াকাটার সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস মিলনায়তনে ‘পায়রা বন্দরের মাস্টার প্ল্যান’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, “এই বন্দরে আধুনিক ইক্যুইপমেন্টসহ ৬৫০ মিটার দীর্ঘ জেটি, ৩২৫,০০০ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড, ১০,০০০ বর্গমিটার আধুনিক সিএফএস এবং প্যানামেক্স আকারের জাহাজ চলাচলের উপযোগী নেভিগেশন সুবিধা থাকবে।”

তিনি জানান, একযোগে ১৫টি বাণিজ্যিক জাহাজের ট্রান্সশিপমেন্ট সুবিধাসহ আধুনিক কার পার্কিং, যানজটবিহীন কার্গো পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট গ্রাহক সেবা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

২০২৬ সালের জুলাই মাসে বন্দরের প্রথম টার্মিনাল চালুর লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান পায়রা বন্দর কর্তৃপক্ষ।

সেমিনারে স্বাগত বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল ড্রেজিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্নে সরকারের সহায়তা কামনা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাচ পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভি–এর টিম লিডার মেনো মুইজ। মাস্টার প্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠানের হয়ে সূচনা বক্তব্য দেন বুয়েট টিমের প্রধান পরামর্শক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ।

বন্দরের উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আবদুল কাদের।

সেমিনারের দ্বিতীয় পর্বে অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, একটি সমুদ্রবন্দরের মাস্টারপ্ল্যান কেবল অবকাঠামোগত দিক নয়, বরং এটি পরিবেশ, প্রযুক্তি, বিনিয়োগ ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা তৈরি করে।

পায়রা বন্দরের মাস্টার প্ল্যানে রয়েছে টার্মিনাল, জেটি, ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ, সড়ক, রেল, বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকমসহ প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগের পরিকল্পনা।

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন,শাহাদাত ও মোস্তাফিজুরের গ্রেপ্তার দাবি
20/07/2025

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন,শাহাদাত ও মোস্তাফিজুরের গ্রেপ্তার দাবি

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন,শাহাদাত ও মোস্তাফিজুরের গ্রেপ্তার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, দালালি, ভুয়া মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেলে চান্দুপাড়া আবাসন এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নামের দুই ব্যক্তি জমির মালিকদের অধিগ্রহণের টাকা উত্তোলনে নানা কৌশলে টাকা আত্মসাৎ করে আসছেন। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, ভুয়া মামলা ও জাল কাগজপত্র দেখিয়ে হয়রানি করছেন।

স্থানীয় বাসিন্দা মজিবুর হাওলাদার জানান, অধিগ্রহণকৃত জমির বাজারমূল্যের ১৫ শতাংশ হিসেবে নির্ধারিত ১৩.৫ লাখ টাকার মধ্যে মাত্র ২.০৫ লাখ টাকা আদায় করতে পেরেছেন তারা, বাকি টাকা ওই চক্রের হাতে চলে গেছে। তিনি অবিলম্বে শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মো. শাহাদাত তালুকদার জানান, “আমি তাদের হয়ে মামলা পরিচালনা করেছি, এতে আমার ব্যক্তিগত খরচ হয়েছে। সেই টাকা চাইতেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

19/07/2025
সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) ভোরেই লোকে লো...
19/07/2025

সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) ভোরেই লোকে লোকারণ্য মূল মাঠ। পরবর্তীতে জড়ো হওয়া হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে অবস্থান নিয়েছেন।

কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার
18/07/2025

কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ।।
কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সবুজ হাওলাদার (২৩) নামের এক জেলের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভার শরিফপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুজ হাওলাদার ওই গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে। তিনি মাত্র আট মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলা গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পান। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় থাকা মরদেহ দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন মনিরা বলেন, “বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সবুজ ও তার স্ত্রী আমেনার মধ্যে ঝগড়া হয়। সবুজ স্ত্রীকে থাপ্পড় দিলে আমেনা তা তার বড় ভাইকে জানায়। তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যান। এরপর আমেনা বাবার বাড়ি চলে গেলে সবুজও তার সঙ্গে যায় বলে মনে হয়। আমরা ভেবেছিলাম সে শ্বশুরবাড়িতেই আছে।”

তিনি আরও জানান, আজ হঠাৎ শুনতে পান তার ভাইয়ের মরদেহ ঝোপের মধ্যে পাওয়া গেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ:

Share