KF EATY

KF EATY I love allah, I love my family & I love myself...
(1)

09/07/2025

যখন শ্রেষ্ঠত্বের পরিণতি অনুপস্থিত থাকে সম্ভাবনার পরিসরে,
তখন প্রত্যাশার প্রান্তে দাঁড়িয়ে থাকে আত্মপ্রবঞ্চনার গোপন সমর্পণ।
দৃষ্টির আনুগত্য চলে যায় উৎকৃষ্টতার অব্যক্ত প্রতিমায়,
আর প্রাপ্তির সীমাবদ্ধতাতেই গড়ে ওঠে মিথ্যা সন্তুষ্টির অভিজ্ঞান।
------

08/07/2025

সহজ জীবনবৃত্তে বাঁধা স্বপ্নের স্বরলিপি, নিয়তির বাঁকে খোলা প্রত্যয়ের অভিধান,
সংসার-দর্শনে মিশে আছে আত্মসম্মান, পরিশ্রমে গাঁথা মানবজীবনের গৌরবগাথা।
বাধাবিপত্তির মধ্যেও উঠে আসে আত্মপরিচয়ের দীপ্ত উচ্চারণ,
এই জীবনগাঁথা এক স্থিতধী সত্তার নিঃশব্দ মহাকাব্যিক বিবরণ।
-----

07/07/2025

পরবাসের পাথরচাপা দিনগুলোতে আত্মা হয়ে পড়ে মরচে ধরা যন্ত্রাংশ,
নিমগ্ন নিশ্বাস জুড়ে থাকে বন্দী স্বদেশের অস্পৃশ্য আকুতি,
স্বার্থপর সময়ের ক্যালেন্ডারে সম্পর্করা হয়ে যায় শূন্যস্থান,
একা জীবনের গ্লাসে প্রতিদিন চুমুক দিই বিস্বাদ বেদনার।
------

মন ভোলানো এক দৃশ্য
06/07/2025

মন ভোলানো এক দৃশ্য

05/07/2025

নিঃশেষ বেদনায় নিপতিত প্রেমের অনন্ত অনুষঙ্গ,
আলোক ও অন্ধকারের দ্বন্দ্বে গঠিত চেতনার ব্যঞ্জনাস্নিগ্ধ তরঙ্গ।
অভিমানে লুকানো অন্তর্গত অনুরাগের প্রতিধ্বনি,
হৃদয়ের গূঢ়তম স্তরে আঘাত হেনে অনন্ত রূপসঞ্চারিণী।
------

04/07/2025

আকাশের গর্ভচ্যুত গর্জনে ছিন্নভিন্ন হলো নীরবতা,
ধরণীর জঠরে ছড়ালো আর্দ্রতা-সিক্ত এক আর্তনাদ।
জলের অবিরল প্রপাত যেন প্রকৃতির প্রলেপ, শুষ্কতা মোচনের এক তীব্র অভিপ্রায়।
এই অবসন্ন পৃথিবী হঠাৎ হয়ে উঠলো সজীব—নির্লিপ্ত বৃষ্টিধারায় বিস্তৃত এক নীরব পুনর্জন্ম।

-------

29/06/2025
29/06/2025

সকল ধর্মের অন্তঃস্থ বেদনা এক সাম্যতাবাদী তীর্থপথ, যেখানে ঈশ্বরলাভের আকাঙ্ক্ষা অতিক্রম করে প্রথাগত আচারানুষ্ঠানের পরিধি।
মানবতার পরম মূল্যবোধে নিবদ্ধ থাকে আত্মার মোক্ষ ও দুনিয়ার শান্তির পরিণাম, যা কোনো বিশেষ মতবাদে নয়, প্রসারিত হয় সমষ্টিগত চেতনায়।
পথবিভ্রান্তি সৃষ্ট হয় বাহ্যিক আড়ম্বরে, অথচ ঈশ্বরের আসন অলঙ্ঘ্য থাকে অন্তর্লীন করুণাবৃত্তে।
ধর্মের বহুরৈখিক গতিপথের মধ্যেও লক্ষ্য থাকে অভিন্ন—সেবা, সহনশীলতা ও আত্মিক সাম্যর পরিপূর্ণ সংহতি।
------

28/06/2025

জীবন এক দুঃসহ ক্লেদপ্রবণ সংগ্রাম, যেখানে সুখ এক ক্ষণস্থায়ী মরীচিকা মাত্র।
দুঃখ তার অনিবার্য অনুষঙ্গ, পরম মমতাময় অভিভাবকরূপে আগলে রাখে বিক্ষত সত্তাকে।
অপূর্ণতার অনুপাতেই গড়ে ওঠে অস্তিত্বের মহাকাব্য—যেখানে ব্যথাই ব্যঞ্জনার মূর্ত প্রতীক।
সুখ নয়, দুঃখই জীবনের শ্রেষ্ঠ ব্যাকরণ, যে ব্যাকরণে লেখা হয় জীবনের চূড়ান্ত চেতনা।
------

25/06/2025

আলোকরেখার হ্রাসবৃত ছায়াবর্ণ সমাহারে, সন্ধ্যা এক গৌণ বিকিরণ-নিষিদ্ধ পরিধি—যেখানে দিকচক্রবাল হয়ে ওঠে অনিশ্চিত চেতনার অনুবর্তী।
দ্রব আলো ও ঘনতম নীরবতার অপার্থিব সংযুক্তিতে বিকশিত হয় এক অদৃশ্য গূঢ়পত্র, যার পাঠ শুধুই অন্তঃজ্ঞানে সম্ভব।
সন্ধ্যা আসলে সময়ের মায়াবদ্ধ ছায়ানট, যেখানে উপস্থিত অনুপস্থিতির অলঙ্ঘ্য দ্বন্দ্বে স্থবির থাকে ঘূর্ণমানতা।
এটি আলো নয়, আঁধার নয়—বরং এক অস্তিত্ব-প্রান্তিক প্রপঞ্চ, সময়চক্রের নিরুপায় অথচ অলৌকিক সন্ধিসূত্র।
------

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when KF EATY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share