09/07/2025
যখন শ্রেষ্ঠত্বের পরিণতি অনুপস্থিত থাকে সম্ভাবনার পরিসরে,
তখন প্রত্যাশার প্রান্তে দাঁড়িয়ে থাকে আত্মপ্রবঞ্চনার গোপন সমর্পণ।
দৃষ্টির আনুগত্য চলে যায় উৎকৃষ্টতার অব্যক্ত প্রতিমায়,
আর প্রাপ্তির সীমাবদ্ধতাতেই গড়ে ওঠে মিথ্যা সন্তুষ্টির অভিজ্ঞান।
------